দিল্লি : অভিনেতা অনুপম খেরের নিউইয়র্কের বাড়িতে পারফেক্ট লাঞ্চ করলেন বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর ও নীতু সিং ।
ঋষি কাপুর চাপাটি হাতে ধরে একটি ছবি শেয়ার করেছেন । যেখানে ক্যামেরার দিকে তাকিয়ে হাসতে দেখা যায় অনুপম ও নীতুকে ।
ছবিটির ক্যাপশনে লেখা, "লাঞ্চের জন্য অনুপম খেরের বাড়িতে । অনেকদিন পর ভালো পুরি খেলাম । তাঁর ফ্রাইডে দাদ্দু ভালো রান্না করেছিলেন ।"
-
At Anupam Kher’s apartment for lunch. Had the correct “aate(flour) ka phulka( Indian bread) after a while. Great food made by his man Friday Daddu pic.twitter.com/rqjo42qFFM
— Rishi Kapoor (@chintskap) July 21, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">At Anupam Kher’s apartment for lunch. Had the correct “aate(flour) ka phulka( Indian bread) after a while. Great food made by his man Friday Daddu pic.twitter.com/rqjo42qFFM
— Rishi Kapoor (@chintskap) July 21, 2019At Anupam Kher’s apartment for lunch. Had the correct “aate(flour) ka phulka( Indian bread) after a while. Great food made by his man Friday Daddu pic.twitter.com/rqjo42qFFM
— Rishi Kapoor (@chintskap) July 21, 2019
অনুপম খের আলাদা একটি ছবি শেয়ার করেছেন । তিনি জানান, স্টার দম্পতি তাঁর বাড়িতে লাঞ্চ করতে আসায় তিনি খুব খুশি হয়েছেন ।
তিনি বলেন, "আমার বাড়িতে নীতুজি, ঋষি ও সন্তোষ লাঞ্চের জন্য আসায় আমি খুব খুশি । নীতুজি যেমন কমেন্ট করেছেন যে আমরা নিউইয়র্কে এভাবে আমার বাড়িতে দেখা করব তা কখনও ভাবিনি । কিন্তু আমি যে বলি, যেকোনও কিছু ঘটতে পারে । দাত্তু তাঁদের জন্য রান্না করে খুব খুশি ।"
প্রায় এক বছর ধরে নিউইয়র্কে চিকিৎসার জন্য রয়েছেন ঋষি কাপুর । এপ্রিলে তাঁর ভাই রণধির কাপুর জানিয়েছিলেন, '১০২ নট আউট' অভিনেতা কয়েক মাসের মধ্যেই বাড়ি ফিরবেন । রিপোর্ট অনুযায়ী তিনি এখন ক্যানসার মুক্ত ।