ETV Bharat / sitara

OTT প্ল্যাটফর্মে ছবি মুক্তি নিয়ে কী বললেন রিচা ? - রিচা চড্ডার খবর

লকডাউনের পরে সিনেমা হলে ছবি মুক্তি নিয়ে একটা সংশয় তৈরি হয়েছে সমস্ত ফিল্ম ইন্ডাস্ট্রিতেই । অনেকেই OTT প্ল্যাটফর্মে ছবির প্রিমিয়ার করতে চাইছেন । অমিতাভ, আয়ুষ্মান, বিদ্যার মতো ঝলমলে তারকারা OTT-তে নাম লিখিয়েছেন । এই নিয়ে কী মত রিচা চড্ডার ?

Richa Chadda on Ott platforms
Richa Chadda on Ott platforms
author img

By

Published : Jun 12, 2020, 11:44 AM IST

মুম্বই : বলিউডের অন্যতম দক্ষ অভিনেত্রী রিচা চড্ডা । খুব বেছে কাজ করেন তিনি । আর যতটুকু করেন মন জিতে নেন দর্শকের । OTT প্ল্যাটফর্মে ছবি মুক্তি নিয়ে কী বক্তব্য রিচার ?

অভিনেত্রী বললেন, "এটি প্রযোজকের সিদ্ধান্ত । এটা পুরোপুরি প্রযোজকের উপরই নির্ভর করছে । যদি OTT-তে ছবি মুক্তি পেলে বেশি সংখ্যক দর্শক দেখেন, তাহলে অবশ্যই প্রযোজক সেই পথেই হাঁটবেন ।"

লকডাউনের পর সিনেমা হল খুললেও দর্শক কতটা যেতে চাইবেন সেখানে সেই নিয়ে সন্দেহ রয়েছে রিচারও । তিনি বললেন, "এখনও বোঝা যাচ্ছে না যে, থিয়েটার খুললে দর্শক সেখানে ঢুকতে চাইবেন কিনা ।" শুধু রিচা নয়, এই প্রশ্ন সমস্ত ফিল্ম ইন্ডাস্ট্রিরই ।

Richa Chadda on Ott platforms
.

তবে ফিল্মের ভবিষ্যৎ নিয়ে ভাবলে মাধ্যম নিয়ে অতটা চিন্তা না করলেও চলবে, মত রিচার । "আমরা অবশ্যই নিজেদের বড় পরদায় দেখতে চাই । তবে এই পরিস্থিতিতে এটাই ভাবার যে, ফিল্মটা বেশি সংখ্যক দর্শক দেখছেন কিনা । মাধ্যমটা নিয়ে ভাবার প্রয়োজন নেই ।"

রিচার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি 'সেকশন 375' । ছবিটি সমালোচকদের কাছে খুবই প্রশংসিত হয় । তাঁর পরবর্তী প্রোজেক্ট 'আভি তো পার্টি শুরু হুই হ্য়ায়' আরে 'শাকিলা' ।

মুম্বই : বলিউডের অন্যতম দক্ষ অভিনেত্রী রিচা চড্ডা । খুব বেছে কাজ করেন তিনি । আর যতটুকু করেন মন জিতে নেন দর্শকের । OTT প্ল্যাটফর্মে ছবি মুক্তি নিয়ে কী বক্তব্য রিচার ?

অভিনেত্রী বললেন, "এটি প্রযোজকের সিদ্ধান্ত । এটা পুরোপুরি প্রযোজকের উপরই নির্ভর করছে । যদি OTT-তে ছবি মুক্তি পেলে বেশি সংখ্যক দর্শক দেখেন, তাহলে অবশ্যই প্রযোজক সেই পথেই হাঁটবেন ।"

লকডাউনের পর সিনেমা হল খুললেও দর্শক কতটা যেতে চাইবেন সেখানে সেই নিয়ে সন্দেহ রয়েছে রিচারও । তিনি বললেন, "এখনও বোঝা যাচ্ছে না যে, থিয়েটার খুললে দর্শক সেখানে ঢুকতে চাইবেন কিনা ।" শুধু রিচা নয়, এই প্রশ্ন সমস্ত ফিল্ম ইন্ডাস্ট্রিরই ।

Richa Chadda on Ott platforms
.

তবে ফিল্মের ভবিষ্যৎ নিয়ে ভাবলে মাধ্যম নিয়ে অতটা চিন্তা না করলেও চলবে, মত রিচার । "আমরা অবশ্যই নিজেদের বড় পরদায় দেখতে চাই । তবে এই পরিস্থিতিতে এটাই ভাবার যে, ফিল্মটা বেশি সংখ্যক দর্শক দেখছেন কিনা । মাধ্যমটা নিয়ে ভাবার প্রয়োজন নেই ।"

রিচার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি 'সেকশন 375' । ছবিটি সমালোচকদের কাছে খুবই প্রশংসিত হয় । তাঁর পরবর্তী প্রোজেক্ট 'আভি তো পার্টি শুরু হুই হ্য়ায়' আরে 'শাকিলা' ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.