ETV Bharat / sitara

জল্পনার উপর ভিত্তি করে সুশান্তের দিদিদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন রিয়া : CBI

সুশান্তের দিদি প্রিয়াঙ্কা ও মিতু সিংয়ের বিরুদ্ধে FIR দায়ের করেছিল মুম্বই পুলিশ । তার প্রেক্ষিতে আজ হাইকোর্টে শুনানি চলাকালীন CBI বলে, "জল্পনার উপর ভিত্তি করে কখনওই FIR করা যায় না ।"

asd
asd
author img

By

Published : Oct 28, 2020, 8:02 PM IST

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের দিদিদের বিরুদ্ধে রিয়া চক্রবর্তী যে FIR করেছেন তা পুরোপুরি জল্পনার উপর ভিত্তি করে করা হয়েছে । আজ বম্বে হাইকোর্টে শুনানি চলাকীল একথা CBI-এর তরফে জানানো হয় ।

সেপ্টেম্বরের শুরুর দিকেই বান্দ্রা থানায় সুশান্তের দুই দিদি প্রিয়াঙ্কা ও নিতু এবং দিল্লির আরএমএল হাসপাতালের চিকিৎসক তরুণ কুমারের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন রিয়া । ভারতীয় দণ্ডবিধি, নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রফিক সাবসট্যান্সেস অ্যাক্ট ও টেলিমেডিসিন প্র্যাকটিস গাইডলাইন্স অনুযায়ী তাঁদের বিরুদ্ধে FIR দায়ের করা হয় ।

রিয়ার অভিযোগ, তরুণ কুমারের দেওয়া একটি প্রেসক্রিপশন সুশান্তকে পাঠিয়েছিলেন প্রিয়াঙ্কা । সুশান্তকে না দেখে, তাঁর সঙ্গে কথা না বলে সমস্যার কথা না জেনে কীভাবে ওই চিকিৎসক ওষুধ লিখে দিয়েছিলেন তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন রিয়া । এরপরই সুশান্তের দুই দিদি ও ওই চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ জানান তিনি । তার ভিত্তিতে FIR দায়ের করে মুম্বই পুলিশ ।

এদিকে সেই FIR বাতিল করার দাবিতে কয়েকদিন আগে হাইকোর্টে একটি পিটিশন জমা দেন প্রিয়াঙ্কা ও মিতু । যদিও তাঁদের পিটিশন বাতিল করার আরজি জানান রিয়া । আজ সেই মামলার শুনানি চলাকালীন CBI বলে, "জল্পনার উপর ভিত্তি করে কখনওই FIR করা যায় না ।"

CBI-এর তরফে আরও বলা হয়, "একই ঘটনার উপর কখনওই দুটো FIR করা যায় না । CBI ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত করছে । সুশান্তের বাবা কৃষ্ণ কুমার সিং যে অভিযোগ দায়ের করেছিলেন তার ভিত্তিতে তদন্ত হচ্ছে । তাই মুম্বই পুলিশের উচিত ছিল আলাদা করে এই ঘটনায় কোনও FIR দায়ের না করে CBI-কে বিষয়টি হস্তান্তর করা ।"

এই মামলার পরবর্তী শুনানি 4 নভেম্বর ।

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের দিদিদের বিরুদ্ধে রিয়া চক্রবর্তী যে FIR করেছেন তা পুরোপুরি জল্পনার উপর ভিত্তি করে করা হয়েছে । আজ বম্বে হাইকোর্টে শুনানি চলাকীল একথা CBI-এর তরফে জানানো হয় ।

সেপ্টেম্বরের শুরুর দিকেই বান্দ্রা থানায় সুশান্তের দুই দিদি প্রিয়াঙ্কা ও নিতু এবং দিল্লির আরএমএল হাসপাতালের চিকিৎসক তরুণ কুমারের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন রিয়া । ভারতীয় দণ্ডবিধি, নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রফিক সাবসট্যান্সেস অ্যাক্ট ও টেলিমেডিসিন প্র্যাকটিস গাইডলাইন্স অনুযায়ী তাঁদের বিরুদ্ধে FIR দায়ের করা হয় ।

রিয়ার অভিযোগ, তরুণ কুমারের দেওয়া একটি প্রেসক্রিপশন সুশান্তকে পাঠিয়েছিলেন প্রিয়াঙ্কা । সুশান্তকে না দেখে, তাঁর সঙ্গে কথা না বলে সমস্যার কথা না জেনে কীভাবে ওই চিকিৎসক ওষুধ লিখে দিয়েছিলেন তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন রিয়া । এরপরই সুশান্তের দুই দিদি ও ওই চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ জানান তিনি । তার ভিত্তিতে FIR দায়ের করে মুম্বই পুলিশ ।

এদিকে সেই FIR বাতিল করার দাবিতে কয়েকদিন আগে হাইকোর্টে একটি পিটিশন জমা দেন প্রিয়াঙ্কা ও মিতু । যদিও তাঁদের পিটিশন বাতিল করার আরজি জানান রিয়া । আজ সেই মামলার শুনানি চলাকালীন CBI বলে, "জল্পনার উপর ভিত্তি করে কখনওই FIR করা যায় না ।"

CBI-এর তরফে আরও বলা হয়, "একই ঘটনার উপর কখনওই দুটো FIR করা যায় না । CBI ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত করছে । সুশান্তের বাবা কৃষ্ণ কুমার সিং যে অভিযোগ দায়ের করেছিলেন তার ভিত্তিতে তদন্ত হচ্ছে । তাই মুম্বই পুলিশের উচিত ছিল আলাদা করে এই ঘটনায় কোনও FIR দায়ের না করে CBI-কে বিষয়টি হস্তান্তর করা ।"

এই মামলার পরবর্তী শুনানি 4 নভেম্বর ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.