ETV Bharat / sitara

কখনও ড্রাগ নেননি রিয়া, যে কোনও পরীক্ষার জন্য প্রস্তুত : আইনজীবী - Lawyer on Rhea drug consumed

রিয়ার মোবাইল থেকে কয়েকটি হোয়াটসঅ্যাপ চ্যাট পেয়েছে ED । যা থেকে ড্রাগ ডিলিংয়ের সঙ্গে তাঁর যুক্ত থাকার ইঙ্গিত পাওয়া গিয়েছে । তবে এ প্রসঙ্গে তাঁর আইনজীবী সাফ জানিয়ে দিয়েছেন, "জীবনে কখনও ড্রাগ নেননি রিয়া । যে কোনও সময় রক্ত পরীক্ষার জন্য প্রস্তুত তিনি ।"

asdasd
ads
author img

By

Published : Aug 26, 2020, 8:58 AM IST

মুম্বই : জীবনে কখনও ড্রাগ নেননি রিয়া চক্রবর্তী । যে কোনও পরীক্ষার জন্য প্রস্তুত রয়েছেন তিনি । সম্প্রতি একথা জানান তাঁর আইনজীবী সতীশ মানশিন্দে ।

তবে হঠাৎ রিয়ার ড্রাগ নেওয়ার প্রসঙ্গ উঠল কেন ? রিয়ার মোবাইল থেকে কয়েকটি হোয়াটসঅ্যাপ চ্যাট পেয়েছে ED । যা থেকে ড্রাগ ডিলিংয়ের সঙ্গে তাঁর যুক্ত থাকার ইঙ্গিত পাওয়া গিয়েছে । তবে এ প্রসঙ্গে তাঁর আইনজীবী সাফ জানিয়ে দিয়েছেন, "জীবনে কখনও ড্রাগ নেননি রিয়া । যে কোনও সময় রক্ত পরীক্ষার জন্য প্রস্তুত তিনি ।"

এদিকে তদন্তের সময় রিয়ার ফোন থেকে এই ধরনের ইঙ্গিত পাওয়ার পর সঙ্গে সঙ্গেই নারকোটিকস কন্ট্রোল বিওরোর (NCB) সঙ্গে যোগাযোগ করেন ED-র তদন্তকারীরা । বিষয়টি খতিয়ে দেখার জন্য NCB-কে লিখিতভাবে জানান তাঁরা । আসলে সুশান্তের মৃত্যুর সঙ্গে ড্রাগের কোনও যোগাযোগ রয়েছে কি না তা খতিয়ে দেখতে চান তদন্তকারীরা । তাঁদের অনুমান, সুশান্তকেও অজান্তে ড্রাগ দেওয়া হত । আর সেই কারণেই ধীরে ধীরে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন । তাই ড্রাগের বিষয়টি জোর দিয়ে দেখছে CBI ।

25 জুলাই বিহারের রাজীব নগর থানায় রিয়া সহ 6 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন সুশান্তের বাবা কৃষ্ণ কুমার সিং । তাঁর অভিযোগ, সুশান্তের কাছ থেকে মাঝেমধ্যেই টাকা আদায় করতেন রিয়া । এমনকী, দফায় দফায় রিয়ার পরিবারও অভিনেতার কাছ থেকে টাকা নিয়েছে । সুশান্তের অ্যাকাউন্টে 17 কোটি টাকা ছিল । সেখান থেকে অন্য অ্যাকাউন্টে 15 কোটি টাকা ট্রান্সফার করা হয় বলেও অভিযোগ তোলেন । পাশাপাশি রিয়ার বিরুদ্ধে সুশান্তকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগও তোলেন তিনি । ওই FIR-এর উপর ভিত্তি করেই 31 জুলাই আর্থিক তছরুপের মামলা দায়ের করে ED ।

এখনও পর্যন্ত এই মামলায় সুশান্তের বাবা, দিদি মিতু সিং, রিয়া, রিয়ার বাবা ইন্দ্রজিৎ ও ভাই শৌভিক, সুশান্তের প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদি, ফ্ল্যাটমেট সিদ্ধার্থ পিঠানি, চাটার্ড অ্যাকাউন্টেন্ট সন্দীপ শ্রীধর সহ রিয়ার চাটার্ড অ্যাকাউন্টেন্ট রীতেশ শাহকে জেরা করেছে ED ।

এরপর 19 অগাস্ট সুশান্ত মামলার তদন্ত মহারাষ্ট্র পুলিশের থেকে CBI-র হাতে স্থানান্তরিত করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট । সেই মতো তদন্তভার গ্রহণ করে 20 অগাস্টই মুম্বই পৌঁছয় CBI-এর বিশেষ তদন্তকারী দল । ইতিমধ্যেই সিদ্ধার্থ পিঠানি, সুশান্তের রাঁধুনি নীরজ সিং, পরিচারক দীপেশ সাওয়ান্ত, চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট সন্দীপ শ্রীধর, অ্যাকাউন্ট্যান্ট রজত মেওয়াতি ও পার্সোনাল স্টাফ কেশবকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে । শোনা যাচ্ছে, শীঘ্রই রিয়াকেও জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারীরা ।

মুম্বই : জীবনে কখনও ড্রাগ নেননি রিয়া চক্রবর্তী । যে কোনও পরীক্ষার জন্য প্রস্তুত রয়েছেন তিনি । সম্প্রতি একথা জানান তাঁর আইনজীবী সতীশ মানশিন্দে ।

তবে হঠাৎ রিয়ার ড্রাগ নেওয়ার প্রসঙ্গ উঠল কেন ? রিয়ার মোবাইল থেকে কয়েকটি হোয়াটসঅ্যাপ চ্যাট পেয়েছে ED । যা থেকে ড্রাগ ডিলিংয়ের সঙ্গে তাঁর যুক্ত থাকার ইঙ্গিত পাওয়া গিয়েছে । তবে এ প্রসঙ্গে তাঁর আইনজীবী সাফ জানিয়ে দিয়েছেন, "জীবনে কখনও ড্রাগ নেননি রিয়া । যে কোনও সময় রক্ত পরীক্ষার জন্য প্রস্তুত তিনি ।"

এদিকে তদন্তের সময় রিয়ার ফোন থেকে এই ধরনের ইঙ্গিত পাওয়ার পর সঙ্গে সঙ্গেই নারকোটিকস কন্ট্রোল বিওরোর (NCB) সঙ্গে যোগাযোগ করেন ED-র তদন্তকারীরা । বিষয়টি খতিয়ে দেখার জন্য NCB-কে লিখিতভাবে জানান তাঁরা । আসলে সুশান্তের মৃত্যুর সঙ্গে ড্রাগের কোনও যোগাযোগ রয়েছে কি না তা খতিয়ে দেখতে চান তদন্তকারীরা । তাঁদের অনুমান, সুশান্তকেও অজান্তে ড্রাগ দেওয়া হত । আর সেই কারণেই ধীরে ধীরে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন । তাই ড্রাগের বিষয়টি জোর দিয়ে দেখছে CBI ।

25 জুলাই বিহারের রাজীব নগর থানায় রিয়া সহ 6 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন সুশান্তের বাবা কৃষ্ণ কুমার সিং । তাঁর অভিযোগ, সুশান্তের কাছ থেকে মাঝেমধ্যেই টাকা আদায় করতেন রিয়া । এমনকী, দফায় দফায় রিয়ার পরিবারও অভিনেতার কাছ থেকে টাকা নিয়েছে । সুশান্তের অ্যাকাউন্টে 17 কোটি টাকা ছিল । সেখান থেকে অন্য অ্যাকাউন্টে 15 কোটি টাকা ট্রান্সফার করা হয় বলেও অভিযোগ তোলেন । পাশাপাশি রিয়ার বিরুদ্ধে সুশান্তকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগও তোলেন তিনি । ওই FIR-এর উপর ভিত্তি করেই 31 জুলাই আর্থিক তছরুপের মামলা দায়ের করে ED ।

এখনও পর্যন্ত এই মামলায় সুশান্তের বাবা, দিদি মিতু সিং, রিয়া, রিয়ার বাবা ইন্দ্রজিৎ ও ভাই শৌভিক, সুশান্তের প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদি, ফ্ল্যাটমেট সিদ্ধার্থ পিঠানি, চাটার্ড অ্যাকাউন্টেন্ট সন্দীপ শ্রীধর সহ রিয়ার চাটার্ড অ্যাকাউন্টেন্ট রীতেশ শাহকে জেরা করেছে ED ।

এরপর 19 অগাস্ট সুশান্ত মামলার তদন্ত মহারাষ্ট্র পুলিশের থেকে CBI-র হাতে স্থানান্তরিত করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট । সেই মতো তদন্তভার গ্রহণ করে 20 অগাস্টই মুম্বই পৌঁছয় CBI-এর বিশেষ তদন্তকারী দল । ইতিমধ্যেই সিদ্ধার্থ পিঠানি, সুশান্তের রাঁধুনি নীরজ সিং, পরিচারক দীপেশ সাওয়ান্ত, চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট সন্দীপ শ্রীধর, অ্যাকাউন্ট্যান্ট রজত মেওয়াতি ও পার্সোনাল স্টাফ কেশবকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে । শোনা যাচ্ছে, শীঘ্রই রিয়াকেও জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারীরা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.