ETV Bharat / sitara

"যা করেছি সব নিজের টাকায় করেছি", ED-কে বললেন রিয়া - সুশান্ত সিং রাজপুতের খবর

সুশান্ত মামলায় রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে উঠেছে আর্থিক প্রতারণার অভিযোগ । তিনি নাকি সুশান্তের অ্যাকাউন্ট থেকে বড় অঙ্কের টাকা তুলেছেন দীর্ঘ কয়েক বছর ধরে এবং সেটা সুশান্তকে বেশ পীড়া দিয়েছে বলেও সংবাদমাধ্যম সূত্রে খবর । কিন্তু, এই অভিযোগ ওড়ালেন রিয়া ।

rhea chakrabarty on Sushant Singh Rajput's money
rhea chakrabarty on Sushant Singh Rajput's money
author img

By

Published : Aug 8, 2020, 1:07 PM IST

মুম্বই : সুশান্তের টাকায় নয়, নিজের টাকাতেই সমস্ত খরচ করেছেন বলে ED-কে জানালেন স্বয়ং রিয়া চক্রবর্তী । তাঁর দু'টো ফ্ল্যাট, দামী গাড়ি, বিলাসবহুল জীবন, ইউরোপ ভ্রমণ সবকিছু নিজের টাকাতেই করেছেন, দাবি রিয়ার ।

রিয়া বলেন যে, খড় (ইস্ট)-এ তাঁর নামে যে ফ্ল্যাটটা রয়েছে, সেটি কেনার জন্য একটি হাউজ়িং লোন নিয়েছিলেন তিনি । 60 লক্ষ টাকার সেই লোন নেওয়ার পরও 25 লক্ষ টাকা দিতে হয়েছিল রিয়াকে । সেই টাকাটা নাকি নিজের রোজগার থেকেই দিয়েছিলেন তিনি । রিয়ার আরও একটি ফ্ল্যাট রয়েছে 60 লক্ষ টাকার ।

সুশান্তের সঙ্গে তিনটি কম্পানির পার্টনার ছিলেন রিয়া । মূলধন হিসেবে যে টাকাটা দেওয়া হয়েছিল, সেই এক লক্ষ টাকা ভাগ করা হয় সুশান্ত, রিয়া এবং রিয়ার ভাই শোভিকের মধ্যে । সেটা ছাড়া সেই কম্পানি থেকে আর কোনও লেনদেন হয়নি রিয়ার, জানালেন তিনি ।

rhea chakrabarty on Sushant Singh Rajput's money
.

সুশান্ত যে দুটো কম্পানি খুলেছিলেন তার মধ্যে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কম্পানি । সেখানে অভিনেতার পার্টনার ছিলেন রিয়ার ভাই শোভিক । সুশান্তের দ্বিতীয় কম্পানি ভিভিড্রেজ রিয়্যালিটিক্স চালু হয়েছিল 2019 সালের সেপ্টেম্বরে । এই কম্পানি ভার্চুয়াল রিয়্যালিটি নিয়ে কাজ করে । কম্পানির তিন পার্টনারের মধ্যে ছিলেন সুশান্ত নিজে, রিয়া এবং রিয়ার ভাই ।

তবে এই খবর জানা যাচ্ছে সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে, ETV ভারত সিতারা এর সত্যতা যাচাই করেনি ।

মুম্বই : সুশান্তের টাকায় নয়, নিজের টাকাতেই সমস্ত খরচ করেছেন বলে ED-কে জানালেন স্বয়ং রিয়া চক্রবর্তী । তাঁর দু'টো ফ্ল্যাট, দামী গাড়ি, বিলাসবহুল জীবন, ইউরোপ ভ্রমণ সবকিছু নিজের টাকাতেই করেছেন, দাবি রিয়ার ।

রিয়া বলেন যে, খড় (ইস্ট)-এ তাঁর নামে যে ফ্ল্যাটটা রয়েছে, সেটি কেনার জন্য একটি হাউজ়িং লোন নিয়েছিলেন তিনি । 60 লক্ষ টাকার সেই লোন নেওয়ার পরও 25 লক্ষ টাকা দিতে হয়েছিল রিয়াকে । সেই টাকাটা নাকি নিজের রোজগার থেকেই দিয়েছিলেন তিনি । রিয়ার আরও একটি ফ্ল্যাট রয়েছে 60 লক্ষ টাকার ।

সুশান্তের সঙ্গে তিনটি কম্পানির পার্টনার ছিলেন রিয়া । মূলধন হিসেবে যে টাকাটা দেওয়া হয়েছিল, সেই এক লক্ষ টাকা ভাগ করা হয় সুশান্ত, রিয়া এবং রিয়ার ভাই শোভিকের মধ্যে । সেটা ছাড়া সেই কম্পানি থেকে আর কোনও লেনদেন হয়নি রিয়ার, জানালেন তিনি ।

rhea chakrabarty on Sushant Singh Rajput's money
.

সুশান্ত যে দুটো কম্পানি খুলেছিলেন তার মধ্যে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কম্পানি । সেখানে অভিনেতার পার্টনার ছিলেন রিয়ার ভাই শোভিক । সুশান্তের দ্বিতীয় কম্পানি ভিভিড্রেজ রিয়্যালিটিক্স চালু হয়েছিল 2019 সালের সেপ্টেম্বরে । এই কম্পানি ভার্চুয়াল রিয়্যালিটি নিয়ে কাজ করে । কম্পানির তিন পার্টনারের মধ্যে ছিলেন সুশান্ত নিজে, রিয়া এবং রিয়ার ভাই ।

তবে এই খবর জানা যাচ্ছে সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে, ETV ভারত সিতারা এর সত্যতা যাচাই করেনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.