ETV Bharat / sitara

গ্রেপ্তার রিয়া চক্রবর্তী

author img

By

Published : Sep 8, 2020, 3:59 PM IST

Updated : Sep 8, 2020, 5:55 PM IST

মাদক যোগের অভিযোগে গ্রেপ্তার করা হল রিয়া চক্রবর্তীকে । আজ তাঁকে গ্রেপ্তার করে NCB ।

sdf
sdf

মুম্বই : মাদক যোগের অভিযোগে গ্রেপ্তার করা হল রিয়া চক্রবর্তীকে । তিনদিন টানা জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেপ্তার করে নারকোটিকস কন্ট্রোল বিওরো (NCB) । তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে । আজ সন্ধে সাড়ে 7টার সময় অনলাইনে ম্য়াজিস্ট্রেটের সামনে হাজির করা হবে তাঁকে ।

14 জুন সকালে বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্তের ঝুলন্ত দেহ । তারপর যতদিন যাচ্ছে ততই ঘনীভূত হচ্ছে তাঁর মৃত্যুরহস্য । তাঁর মৃত্যুর জন্য রিয়া সহ ছ'জনের বিরুদ্ধে বিহারের রাজীব নগর থানায় 25 জুলাই FIR দায়ের করেন সুশান্তের বাবা কে কে সিং । তাঁর অভিযোগ, সুশান্তকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন রিয়া । এছাড়া রিয়া ও তাঁর পরিবারের বিরুদ্ধে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও তোলেন তিনি ।

সেই FIR-এর ভিত্তিতে 31 জুলাই আর্থিক তছরুপের মামলা দায়ের করে তদন্ত শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। তদন্তের সময় রিয়ার হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে মাদকচক্রের সঙ্গে তাঁর জড়িত থাকার ইঙ্গিত পান তদন্তকারীরা । এরপর বিষয়টি খতিয়ে দেখার জন্য NCB-কে লিখিভভাবে অনুরোধ করা হয় ED-র তরফে । তখনই রিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করে NCB ।

আরও পড়ুন : NCB অফিসে রিয়া

তদন্তে নেমে 4 সেপ্টেম্বর মাদক যোগে রিয়ার ভাই সৌভিক ও সুশান্তের সহকারী স্যামুয়েল মিরান্ডাকে গ্রেপ্তার করে NCB । 5 সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয় সুশান্তের পরিচারক দীপেশ সাওয়ান্তকে । এরপর রবিবার NCB দপ্তরে হাজিরার জন্য প্রথমবার সমন পাঠানো হয় রিয়াকে । সেইদিন টানা 6 ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে । সূত্রের খবর, ওইদিন রিয়ার উত্তরে সন্তুষ্ট হননি তদন্তকারীরা । তাই গতকাল তাঁকে ফের তলব করে টানা 8 ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় । এরপর আজ ফের তলব করা হয়েছিল তাঁকে । টানা তিনদিন জিজ্ঞাসাবাদের পর আজ তাঁকে গ্রেপ্তার করে NCB ।

মুম্বই : মাদক যোগের অভিযোগে গ্রেপ্তার করা হল রিয়া চক্রবর্তীকে । তিনদিন টানা জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেপ্তার করে নারকোটিকস কন্ট্রোল বিওরো (NCB) । তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে । আজ সন্ধে সাড়ে 7টার সময় অনলাইনে ম্য়াজিস্ট্রেটের সামনে হাজির করা হবে তাঁকে ।

14 জুন সকালে বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্তের ঝুলন্ত দেহ । তারপর যতদিন যাচ্ছে ততই ঘনীভূত হচ্ছে তাঁর মৃত্যুরহস্য । তাঁর মৃত্যুর জন্য রিয়া সহ ছ'জনের বিরুদ্ধে বিহারের রাজীব নগর থানায় 25 জুলাই FIR দায়ের করেন সুশান্তের বাবা কে কে সিং । তাঁর অভিযোগ, সুশান্তকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন রিয়া । এছাড়া রিয়া ও তাঁর পরিবারের বিরুদ্ধে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও তোলেন তিনি ।

সেই FIR-এর ভিত্তিতে 31 জুলাই আর্থিক তছরুপের মামলা দায়ের করে তদন্ত শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। তদন্তের সময় রিয়ার হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে মাদকচক্রের সঙ্গে তাঁর জড়িত থাকার ইঙ্গিত পান তদন্তকারীরা । এরপর বিষয়টি খতিয়ে দেখার জন্য NCB-কে লিখিভভাবে অনুরোধ করা হয় ED-র তরফে । তখনই রিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করে NCB ।

আরও পড়ুন : NCB অফিসে রিয়া

তদন্তে নেমে 4 সেপ্টেম্বর মাদক যোগে রিয়ার ভাই সৌভিক ও সুশান্তের সহকারী স্যামুয়েল মিরান্ডাকে গ্রেপ্তার করে NCB । 5 সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয় সুশান্তের পরিচারক দীপেশ সাওয়ান্তকে । এরপর রবিবার NCB দপ্তরে হাজিরার জন্য প্রথমবার সমন পাঠানো হয় রিয়াকে । সেইদিন টানা 6 ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে । সূত্রের খবর, ওইদিন রিয়ার উত্তরে সন্তুষ্ট হননি তদন্তকারীরা । তাই গতকাল তাঁকে ফের তলব করে টানা 8 ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় । এরপর আজ ফের তলব করা হয়েছিল তাঁকে । টানা তিনদিন জিজ্ঞাসাবাদের পর আজ তাঁকে গ্রেপ্তার করে NCB ।

Last Updated : Sep 8, 2020, 5:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.