ETV Bharat / sitara

"আত্মহত্যা কর, নাহলে আমি লোক পাঠাব", রিয়াকে হুমকি নেটিজেনের - Rhea Chakrabarty alleges

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর রিয়া চক্রবর্তীকে সোশাল মিডিয়ায় নানাভাবে হেনস্থা করা হয়েছে । তিনি চুপ থেকেছেন । তবে এবার ধৈর্য্যের বাঁধ ভাঙল । প্রতিবাদ করলেন রিয়া, কারণ এবার তাঁকে খুন এবং ধর্ষণের হুমকি দেওয়া হল ।

Rhea Charabarty gets rape threat
Rhea Charabarty gets rape threat
author img

By

Published : Jul 16, 2020, 3:11 PM IST

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর সোশাল মিডিয়ায় একের পর এক আক্রমণের শিকার করা হয়েছে রিয়া চক্রবর্তীকে । তবে এবার যেন মাত্রা ছাড়িয়ে গেল । আত্মহত্যা না করলেন লোক পাঠিয়ে রিয়াকে ধর্ষণ ও খুন করিয়ে দেওয়ার হুমকি দিল এক নেটিজেন । আর মখু বন্ধ রাখলেন না রিয়া ।

সোশাল মিডিয়ায় পাওয়া সেই মেসেজের একটা স্ক্রিনশট শেয়ার করেছেন রিয়া । সেখানে লেখা, "তোমায় যেন ধর্ষণ করে খুন করা হয়, আমি সেটা নিশ্চিত করব । তুমি যদি আত্মহত্যা না কর, তাহলে আমি লোক পাঠিয়ে দেব । সে তোমায় খুন করবে ।"

স্ক্রিনশটটি শেয়ার করে রিয়া প্রশ্ন তুলেছেন, "আমি গোল্ড ডিগার বলা হয়েছে । খুনী বলা হয়েছে । দেহ ব্যবসায়ী বলা হয়েছে । আমি চুপ থেকেছি । তার মানে কি এটা যে, আমি আত্মহত্যা না করলে ধর্ষণ আর খুন করাতে লোক পাঠানোর কথা বলা হবে আমায়?"

দেখে নিন রিয়ার পোস্ট...

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর সোশাল মিডিয়ায় একের পর এক আক্রমণের শিকার করা হয়েছে রিয়া চক্রবর্তীকে । তবে এবার যেন মাত্রা ছাড়িয়ে গেল । আত্মহত্যা না করলেন লোক পাঠিয়ে রিয়াকে ধর্ষণ ও খুন করিয়ে দেওয়ার হুমকি দিল এক নেটিজেন । আর মখু বন্ধ রাখলেন না রিয়া ।

সোশাল মিডিয়ায় পাওয়া সেই মেসেজের একটা স্ক্রিনশট শেয়ার করেছেন রিয়া । সেখানে লেখা, "তোমায় যেন ধর্ষণ করে খুন করা হয়, আমি সেটা নিশ্চিত করব । তুমি যদি আত্মহত্যা না কর, তাহলে আমি লোক পাঠিয়ে দেব । সে তোমায় খুন করবে ।"

স্ক্রিনশটটি শেয়ার করে রিয়া প্রশ্ন তুলেছেন, "আমি গোল্ড ডিগার বলা হয়েছে । খুনী বলা হয়েছে । দেহ ব্যবসায়ী বলা হয়েছে । আমি চুপ থেকেছি । তার মানে কি এটা যে, আমি আত্মহত্যা না করলে ধর্ষণ আর খুন করাতে লোক পাঠানোর কথা বলা হবে আমায়?"

দেখে নিন রিয়ার পোস্ট...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.