মুম্বই : সুশান্ত মামলায় মাদক যোগের তদন্তে NCB ইতিমধ্যেই রিয়া চক্রবর্তীর ভাই সৌভিক চক্রবর্তী, সুশান্তের ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা এবং তাঁর পরিচারক দীপেশ সাওয়ান্তকে গ্রেপ্তার করেছে । রিয়াকেও টাকা 6 ঘণ্টা জেরা করে NCB । সেখানে নাকি রিয়া স্বীকার করে নেন যে, ভাইকে দিয়ে সুশান্তের জন্য ড্রাগ আনাতেন তিনি ।
সূত্রের খবর, জেরায় রিয়া নিজে মাদক সেবন করা এবং সরাসরি মাদক পাচারের অভিযোগ অস্বীকার করেছেন । তবে তিনি এটা জানিয়েছেন যে, ভাইয়ের মাধ্যমে সুশান্তের জন্য মাদক সংগ্রহ করতে বলেছিলেন তিনি ।
15 মার্চ রিয়ার সঙ্গে সৌভিকের চ্যাট সামনে আসে সম্প্রতি । সেখানে মাদক সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছিলেন ভাই-বোন । সেই চ্যাটও সত্যি, জানিয়েছেন রিয়া । ভাই যে মাদকপাচারকারী বসিতের কাছ থেকে মাদক সংগ্রহ করে সেটা জানতেন অভিনেত্রী । তাঁদের বাড়িতেও নাকি একবার এসেছিলেন বাসিত ।
আরও পড়ুন : রিয়াকে টানা 6 ঘণ্টা জিজ্ঞাসাবাদ NCB-র
এদিকে রিয়ার আইনজীবী সতীশ মানশিন্দে জানিয়েছেন, "গ্রেপ্তার হওয়ার জন্য তৈরি রিয়া চক্রবর্তী, কারণ এখানে ডাইনির খোঁজ চলছে । যদি কাউকে ভালোবাসা অপরাধ হয়ে থাকে তাহলে তাঁকে ভালোবাসার ফল ভুগতে হবে । নির্দোষ হওয়া সত্ত্বেও কোনও আদালতে আগাম জামিনের জন্য আবেদন করেননি তিনি ।"
সুশান্তের মৃত্যু রহস্য ক্রমে ঘণীভূত হচ্ছে । প্রকৃত দোষীর খোঁজ কবে পাওয়া যাবে ? উত্তর দেবে সময় ।