ETV Bharat / sitara

সলমনকে ধন্যবাদ জানানোর ভাষা নেই রেমো-পত্নী লিজ়েলের - রেমো ডিসুজ়ার স্ত্রী

সলমন খানকে ধন্যবাদ জানানোর ভাষা নেই রেমো ডিসুজ়ার স্ত্রী লিজ়েল ডিসুজ়ার । স্বামীর অসুস্থতার সময় সলমন যেভাবে তাঁদের পাশে দাঁড়িয়েছেন, তার জন্য চিরকৃতজ্ঞ লিজ়েল ।

Remo D'souza to salman khan
Remo D'souza to salman khan
author img

By

Published : Dec 25, 2020, 4:57 PM IST

মুম্বই : হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি ছিলেন রেমো ডিসুজ়া । তবে সম্প্রতি সুস্থ হয়ে বাড়িও ফিরে এসেছেন তিনি । স্বামীকে ফিরে পেয়ে আবেগপ্রবণ তাঁর স্ত্রী লিজ়েল । এই বড়দিনে এটাই তাঁর সবচেয়ে বড় উপহার ।

রেমোর অসুস্থতার সময় লিজ়েল যাঁদের পাশে পেয়েছেন, প্রত্যেককে আলাদা করে ধন্যবাদ জানিয়েছেন । সেই তালিকার অন্যতম নাম সলমন খান ।

লিজ়েল লিখেছেন, "আমি সলমন খানকে মনের গভীর থেকে কৃতজ্ঞতা জানাতে চাই । উনি আমাদের সবচেয়ে বড় ইমোশনাল সাপোর্ট হয়ে উঠেছিলেন ওই সময় । ঠিক যেন ঈশ্বরের পাঠানো দূত । আমাদের পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই ।"

রেমোর পরিচালনায় 'রেস 3' ছবিতে কাজ করেছেন সলমন । যদিও ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে । তবে তাতে কিছু এসে যায় না । সলমনের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব রেমোর । ভাইজানের বহু গানে কোরিওগ্রাফি করেছেন রেমো ।

মুম্বই : হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি ছিলেন রেমো ডিসুজ়া । তবে সম্প্রতি সুস্থ হয়ে বাড়িও ফিরে এসেছেন তিনি । স্বামীকে ফিরে পেয়ে আবেগপ্রবণ তাঁর স্ত্রী লিজ়েল । এই বড়দিনে এটাই তাঁর সবচেয়ে বড় উপহার ।

রেমোর অসুস্থতার সময় লিজ়েল যাঁদের পাশে পেয়েছেন, প্রত্যেককে আলাদা করে ধন্যবাদ জানিয়েছেন । সেই তালিকার অন্যতম নাম সলমন খান ।

লিজ়েল লিখেছেন, "আমি সলমন খানকে মনের গভীর থেকে কৃতজ্ঞতা জানাতে চাই । উনি আমাদের সবচেয়ে বড় ইমোশনাল সাপোর্ট হয়ে উঠেছিলেন ওই সময় । ঠিক যেন ঈশ্বরের পাঠানো দূত । আমাদের পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই ।"

রেমোর পরিচালনায় 'রেস 3' ছবিতে কাজ করেছেন সলমন । যদিও ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে । তবে তাতে কিছু এসে যায় না । সলমনের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব রেমোর । ভাইজানের বহু গানে কোরিওগ্রাফি করেছেন রেমো ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.