ETV Bharat / sitara

দীপিকার জন্য কেক বানালেন রণবীর ! - ranveer singh cake

কিছুদিন আগে রণবীরের জন্য পিৎজ়া বানিয়েছিলেন দীপিকা । আর এবার দীপিকার জন্য কেক বানালেন রণবীর ।

sdf
sdf
author img

By

Published : Apr 15, 2020, 9:34 AM IST

মুম্বই : কখনও রণবীর । আবার কখনও দীপিকা । মাঝে মধ্যে প্রকাশ্যেই একে অপরকে টিজ় করেন তাঁরা । কোয়ারেন্টাইনের মধ্যেও তার কোনও খামতি হয়নি । তবে শুধু টিজ়ই নয় । একে অপরের খেয়াল কীভাবে রাখতে হয় সেটাও ভালোই জানেন তাঁরা । কিছুদিন আগে রণবীরের জন্য পিৎজ়া বানিয়েছিলেন দীপিকা । আর এবার স্ত্রীর জন্য নিজের হাতে কেক বানালেন রণবীর ।

কিছুদিন আগেই বাড়িতে রণবীরের জন্য হরেক রকমের পিৎজ়া বানিয়েছিলেন দীপিকা । কোনওটা ভেজ তো কোনওটা নন ভেজ । আবার কোনওটাকে গার্নিশ করা হয়েছে একটু অন্যরকমভাবে । পাকা শেফের মতোই পিৎজ়া বানিয়েছিলেন দীপিকা । আর সেই ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন রণবীর ।

sdf
দীপিকার বানানো পিৎজ়া

দীপিকা যেখানে তাঁকে সুস্বাদু পিৎজ়া বানিয়ে খাইয়েছেন সেখানে রণবীরের থেমে থাকলে চলে কীভাবে ? তাই এবার ময়দানে নেমে পড়েছেন তিনিও । অ্যাপ্রন পরে ঢুকে পড়েছেন হেঁশেলে । আর নিজের হাতে দীপিকার জন্য বানান কেকও । সম্প্রতি প্রকাশ্যে এসেছে রণবীরের কেক বানানোর একটি বুমেরাং ভিডিয়ো । যদি সেটি শেয়ার করা হয়েছে তাঁর ফ্যান পেজের তরফে ।

কিছুদিন আগে ইনস্টাগ্রামে একটি স্কেচ পোস্ট করেছিলেন রণবীর । সেখানে রণবীর হয়ে গিয়েছেন মিকি মাউস আর দীপিকা মিনি মাউস । যদিও তাঁদের হাতে দেখা গিয়েছিল রান্নার সামগ্রী । এই লকডাউনের মধ্যে যে তাঁরা রান্না ও খাওয়ার মধ্যে দিয়েই বেশি সময় কাটাচ্ছেন তা অবশ্য ওই স্কেচ থেকেই স্পষ্ট হয়ে গিয়েছিল । তারপরই সামনে আসে দীপিকার পিৎজ়া ও রণবীরের কেক বানানোর ভিডিয়ো ।

এই লকডাউনকে ভালোই উপভোগ করছেন রণবীর ও দীপিকা । রান্না করা থেকে শুরু করে একসঙ্গে ওয়ার্ক আউট করা, সিনেমা দেখা সবই করছেন তাঁরা । আর সেটা তাঁদের সোশাল মিডিয়া পোস্ট থেকেই স্পষ্ট হয়ে গিয়েছে । এদিকে লকডাউন শেষ হয়ে গেলেই আবার নিজেদের কাজ নিয়ে ব্যস্ত হয়ে যাবেন তাঁরা । হয়তো একে অপরের সঙ্গে রোজ দেখাও হবে না তাঁদের । তাই এই সময়টা একে অপরের সঙ্গে চুটিয়ে সময় কাটাচ্ছেন এই তারকা দম্পতি ।

মুম্বই : কখনও রণবীর । আবার কখনও দীপিকা । মাঝে মধ্যে প্রকাশ্যেই একে অপরকে টিজ় করেন তাঁরা । কোয়ারেন্টাইনের মধ্যেও তার কোনও খামতি হয়নি । তবে শুধু টিজ়ই নয় । একে অপরের খেয়াল কীভাবে রাখতে হয় সেটাও ভালোই জানেন তাঁরা । কিছুদিন আগে রণবীরের জন্য পিৎজ়া বানিয়েছিলেন দীপিকা । আর এবার স্ত্রীর জন্য নিজের হাতে কেক বানালেন রণবীর ।

কিছুদিন আগেই বাড়িতে রণবীরের জন্য হরেক রকমের পিৎজ়া বানিয়েছিলেন দীপিকা । কোনওটা ভেজ তো কোনওটা নন ভেজ । আবার কোনওটাকে গার্নিশ করা হয়েছে একটু অন্যরকমভাবে । পাকা শেফের মতোই পিৎজ়া বানিয়েছিলেন দীপিকা । আর সেই ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন রণবীর ।

sdf
দীপিকার বানানো পিৎজ়া

দীপিকা যেখানে তাঁকে সুস্বাদু পিৎজ়া বানিয়ে খাইয়েছেন সেখানে রণবীরের থেমে থাকলে চলে কীভাবে ? তাই এবার ময়দানে নেমে পড়েছেন তিনিও । অ্যাপ্রন পরে ঢুকে পড়েছেন হেঁশেলে । আর নিজের হাতে দীপিকার জন্য বানান কেকও । সম্প্রতি প্রকাশ্যে এসেছে রণবীরের কেক বানানোর একটি বুমেরাং ভিডিয়ো । যদি সেটি শেয়ার করা হয়েছে তাঁর ফ্যান পেজের তরফে ।

কিছুদিন আগে ইনস্টাগ্রামে একটি স্কেচ পোস্ট করেছিলেন রণবীর । সেখানে রণবীর হয়ে গিয়েছেন মিকি মাউস আর দীপিকা মিনি মাউস । যদিও তাঁদের হাতে দেখা গিয়েছিল রান্নার সামগ্রী । এই লকডাউনের মধ্যে যে তাঁরা রান্না ও খাওয়ার মধ্যে দিয়েই বেশি সময় কাটাচ্ছেন তা অবশ্য ওই স্কেচ থেকেই স্পষ্ট হয়ে গিয়েছিল । তারপরই সামনে আসে দীপিকার পিৎজ়া ও রণবীরের কেক বানানোর ভিডিয়ো ।

এই লকডাউনকে ভালোই উপভোগ করছেন রণবীর ও দীপিকা । রান্না করা থেকে শুরু করে একসঙ্গে ওয়ার্ক আউট করা, সিনেমা দেখা সবই করছেন তাঁরা । আর সেটা তাঁদের সোশাল মিডিয়া পোস্ট থেকেই স্পষ্ট হয়ে গিয়েছে । এদিকে লকডাউন শেষ হয়ে গেলেই আবার নিজেদের কাজ নিয়ে ব্যস্ত হয়ে যাবেন তাঁরা । হয়তো একে অপরের সঙ্গে রোজ দেখাও হবে না তাঁদের । তাই এই সময়টা একে অপরের সঙ্গে চুটিয়ে সময় কাটাচ্ছেন এই তারকা দম্পতি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.