মুম্বই : 2014 সালে 'মর্দানি' ছবিটা মনে আছে? ছবিতে হিংস্র শিবানী শিবাজী রায় রূপী রানি মুখার্জি মন কেড়ে নিয়েছিলেন দর্শকের। সৎ, সাহসী, ডেডিকেটেড শিবানীর থেকে অনেকটাই আলাদা বলিউডের অন্য এক পুলিশকর্তা সলমন খান অভিনীত বিখ্যাত চরিত্র চুলবুল পাণ্ডে। সততা, দৃষ্টিভঙ্গি, কাজের পদ্ধতি সবকিছুই একেবারে আলাদা দু'জনের।
সম্প্রতি একটি ইভেন্টে 'মর্দানি 2'-এর স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির ছিলেন রানি মুখার্জি। তাঁকে এই দুই চরিত্রের পার্থক্য প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি মজার ছলে বলেন যে, "উনি পুরুষ অফিসার আর আমি মহিলা অফিসার। আমি সুপারিন্টেন্ডেন্ট অফ পুলিশ, আমি ওর সিনিয়র। আর চুলবুল পাণ্ডে এখনও দু'টো স্টারেই পড়ে রয়েছে।"
রানির এই রসিক উত্তরে হেসে উঠলেন সাংবাদিকরা। কোনও বিতর্কে না জড়িয়ে মজার ছলে পুরো ব্যাপারটা হ্যান্ডল করলেন রানি।
'মর্দানি 2'-এর এক সপ্তাহ পরই মুক্তি পাচ্ছে 'দাবাং 3'। ফের একবার নিজের 'চুলবুল পাণ্ডে' অবতারেই দেখা যাবে সলমন খানকে। তবে কাকে বেশি পছন্দ করবেন দর্শক? উত্তর পাওয়া যাবে তাড়াতাড়ি।
- " class="align-text-top noRightClick twitterSection" data="">