ETV Bharat / sitara

রঙ্গোলি-কঙ্গনার নিশানায় এবার বরুণ - movie

কঙ্গনা রানাওয়াত ও রাজকুমার রাও অভিনীত 'জাজমেন্টাল হ্য়ায় কেয়া'-র ট্রেলারের প্রশংসা করেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান । কিন্তু নাম নেননি কঙ্গনার । আর এতেই কঙ্গনার বোন রঙ্গোলির ক্ষোভের মুখে পড়তে হয় বরুণকে । রঙ্গোলিকে পালটা কড়া জবাবও দেন বরুণ ।

কঙ্গনা, রঙ্গোলি ও বরুণ
author img

By

Published : Jul 4, 2019, 12:48 PM IST

মুম্বই : কঙ্গনা-রাজকুমারের 'জাজমেন্টাল হ্যায় কেয়া'-র ট্রেলার দর্শকের সামনে এসে গেছে । ভক্তদের পাশাপাশি বলিউড স্টাররাও ট্রেলারটির প্রশংসা করছেন । এই তালিকায় রয়েছে বরুণ ধাওয়ানের নামও । তিনি টুইট করে ট্রেলারটির প্রশংসা করেন । কিন্তু তা পছন্দ হয়নি কঙ্গনার বোন রঙ্গোলির ।

সোশাল মিডিয়ায় ছবিটির ট্রেলারের প্রশংসা করার সময় কঙ্গনার নামের উল্লেখ করেননি বরুণ । আর তাতেই খারাপ লেগেছে রঙ্গোলির । বরুণ টুইট করেন, "কি ভালো ট্রেলার । চমৎকার লিড ও সাপোর্টিং কাস্ট । খুব ভালো চিত্রনাট্য । দেখে খুব মজা হবে বলে মনে হচ্ছে ।"

রঙ্গোলি বরুণের এই টুইটকে রিটুইট করেন, "কঙ্গনার নামও লিখে দিতেন স্যর । উনিও কারও বাচ্চা, উনিও পরিশ্রম করেছেন ।"

রঙ্গোলির এই টুইটের প্রায় 40 মিনিট পর বরুণ ধাওয়ান আবার রিটুইট করেন, "সতীশ স্যর থেকে শুরু করে হুসেন, রাজ আর বিশেষ করে কঙ্গনা সবাই । আর লিড কাস্টের মানে এটাই ছিল ম্যাডাম । অনেক শুভেচ্ছা ।"

  • . Loving everyone from satish sir, Hussain,raj and specially Kangana aur lead cast ka wohi matlab tha maam 😎. Best wishes https://t.co/BTlafMqolu

    — Varun Dhawan (@Varun_dvn) July 3, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বরুণের এই পালটা জবাবে রঙ্গোলি লেখেন, "ধন্যবাদ স্যর ।" এই টুইটার চ্যাট নিয়ে ভক্তরা রঙ্গোলিকে নিয়ে ট্রোলও করেন । তবে সোশাল মিডিয়ায় রঙ্গোলিকে কঙ্গনার পক্ষে কথা বলতে এর আগেও দেখা গেছে ।

মুম্বই : কঙ্গনা-রাজকুমারের 'জাজমেন্টাল হ্যায় কেয়া'-র ট্রেলার দর্শকের সামনে এসে গেছে । ভক্তদের পাশাপাশি বলিউড স্টাররাও ট্রেলারটির প্রশংসা করছেন । এই তালিকায় রয়েছে বরুণ ধাওয়ানের নামও । তিনি টুইট করে ট্রেলারটির প্রশংসা করেন । কিন্তু তা পছন্দ হয়নি কঙ্গনার বোন রঙ্গোলির ।

সোশাল মিডিয়ায় ছবিটির ট্রেলারের প্রশংসা করার সময় কঙ্গনার নামের উল্লেখ করেননি বরুণ । আর তাতেই খারাপ লেগেছে রঙ্গোলির । বরুণ টুইট করেন, "কি ভালো ট্রেলার । চমৎকার লিড ও সাপোর্টিং কাস্ট । খুব ভালো চিত্রনাট্য । দেখে খুব মজা হবে বলে মনে হচ্ছে ।"

রঙ্গোলি বরুণের এই টুইটকে রিটুইট করেন, "কঙ্গনার নামও লিখে দিতেন স্যর । উনিও কারও বাচ্চা, উনিও পরিশ্রম করেছেন ।"

রঙ্গোলির এই টুইটের প্রায় 40 মিনিট পর বরুণ ধাওয়ান আবার রিটুইট করেন, "সতীশ স্যর থেকে শুরু করে হুসেন, রাজ আর বিশেষ করে কঙ্গনা সবাই । আর লিড কাস্টের মানে এটাই ছিল ম্যাডাম । অনেক শুভেচ্ছা ।"

  • . Loving everyone from satish sir, Hussain,raj and specially Kangana aur lead cast ka wohi matlab tha maam 😎. Best wishes https://t.co/BTlafMqolu

    — Varun Dhawan (@Varun_dvn) July 3, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বরুণের এই পালটা জবাবে রঙ্গোলি লেখেন, "ধন্যবাদ স্যর ।" এই টুইটার চ্যাট নিয়ে ভক্তরা রঙ্গোলিকে নিয়ে ট্রোলও করেন । তবে সোশাল মিডিয়ায় রঙ্গোলিকে কঙ্গনার পক্ষে কথা বলতে এর আগেও দেখা গেছে ।

Intro:Body:

Rangoli-Varun Twitter


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.