ETV Bharat / sitara

ইচ্ছেপূরণ হল রণদীপ হুডার

দীর্ঘদিন ধরেই অভয়ারণ্যে গিয়ে চিতাবাঘ দেখার ইচ্ছে ছিল রণদীপ হুডার । এতদিন পর তাঁর সেই ইচ্ছেপূরণ হয়েছে ।

asd
sad
author img

By

Published : Oct 22, 2020, 6:00 PM IST

মুম্বই : দীর্ঘদিন ধরেই চিতাবাঘ দেখার ইচ্ছে ছিল রণদীপ হুডার । কিন্তু, লকডাউনের জেরে তা আর সম্ভব হচ্ছিল না । অবশেষে সেই ইচ্ছেপূরণ করলেন তিনি । প্রথমবারেই দেখা পেলেন চিতাবাঘের ।

দেশে করোনা থাবা বসানোর সঙ্গে সঙ্গেই বন্ধ করে দেওয়া হয়েছিল শুটিং । এরপর বাড়িতেই পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছিলেন রণদীপ । কিন্তু, লকডাউন শিথিল হওয়ার সঙ্গে সঙ্গেই কাজ শুরু করেন তিনি । যোগ দেন শুটিংয়ে ।

'রাধে : ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই'-এর শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন রণদীপ । মাত্র কয়েকদিন আগেই সেই ছবির শুটিং শেষ হয়েছে । ওই ছবিতে সলমান খান, জ্যাকি শ্রফ, দিশা পাটানির সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে । আর ছবির শুটিং শেষ হওয়ার পরই ঘুরতে বেরিয়ে পড়েন তিনি । এখন জয়পুরে রয়েছেন অভিনেতা ।

সম্প্রতি জয়পুরের ঝালানা চিতাবাঘ অভয়ারণ্যে যান রণদীপ । এর আগে অবশ্য কখনও সেখানে যাননি । আর প্রথমবার গিয়েই চিতাবাঘের দেখা পেলেন তিনি । ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেন । সেখানে জিপের মধ্যে থেকে ছবি তুলতে দেখা গিয়েছে তাঁকে । আর অনেকটা দূরে গাছের উপর বসে রয়েছে দুটি চিতাবাঘ ।

এই ভিডিয়োর ক্যাপশনে রণদীপ লেখেন, "লকডাউনের পর প্রথম বাইরে যাওয়া, অনেকদিনের ইচ্ছে ছিল অভয়ারণ্যতে গিয়ে চিতাবাঘ দেখব । অবশেষে প্রথমবার ঘুরতে গিয়েই তার দেখা পেলাম ।"

মুম্বই : দীর্ঘদিন ধরেই চিতাবাঘ দেখার ইচ্ছে ছিল রণদীপ হুডার । কিন্তু, লকডাউনের জেরে তা আর সম্ভব হচ্ছিল না । অবশেষে সেই ইচ্ছেপূরণ করলেন তিনি । প্রথমবারেই দেখা পেলেন চিতাবাঘের ।

দেশে করোনা থাবা বসানোর সঙ্গে সঙ্গেই বন্ধ করে দেওয়া হয়েছিল শুটিং । এরপর বাড়িতেই পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছিলেন রণদীপ । কিন্তু, লকডাউন শিথিল হওয়ার সঙ্গে সঙ্গেই কাজ শুরু করেন তিনি । যোগ দেন শুটিংয়ে ।

'রাধে : ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই'-এর শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন রণদীপ । মাত্র কয়েকদিন আগেই সেই ছবির শুটিং শেষ হয়েছে । ওই ছবিতে সলমান খান, জ্যাকি শ্রফ, দিশা পাটানির সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে । আর ছবির শুটিং শেষ হওয়ার পরই ঘুরতে বেরিয়ে পড়েন তিনি । এখন জয়পুরে রয়েছেন অভিনেতা ।

সম্প্রতি জয়পুরের ঝালানা চিতাবাঘ অভয়ারণ্যে যান রণদীপ । এর আগে অবশ্য কখনও সেখানে যাননি । আর প্রথমবার গিয়েই চিতাবাঘের দেখা পেলেন তিনি । ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেন । সেখানে জিপের মধ্যে থেকে ছবি তুলতে দেখা গিয়েছে তাঁকে । আর অনেকটা দূরে গাছের উপর বসে রয়েছে দুটি চিতাবাঘ ।

এই ভিডিয়োর ক্যাপশনে রণদীপ লেখেন, "লকডাউনের পর প্রথম বাইরে যাওয়া, অনেকদিনের ইচ্ছে ছিল অভয়ারণ্যতে গিয়ে চিতাবাঘ দেখব । অবশেষে প্রথমবার ঘুরতে গিয়েই তার দেখা পেলাম ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.