ETV Bharat / sitara

ঋষি কাপুরের মৃত্যুর পরেও পরিবারের সঙ্গে নেই রণবীর, সমালোচনা সোশাল মিডিয়ায় - আলিয়া ভাটের খবর

ঋষি কাপুরের মৃত্যুর পরে রণবীর কাপুর কেন মা নীতু কাপুর আর বোন ঋদ্ধিমা কাপুরের সঙ্গে থাকছেন না ? কেন পরিবারের বদলে গার্লফ্রেন্ড আলিয়াকে বেছে নিলেন তিনি ? এই ধরনের প্রশ্নে উত্তাল সোশাল মিডিয়া ।

Ranbir kapoor chooses alia over neetu kapoor
Ranbir kapoor chooses alia over neetu kapoor
author img

By

Published : May 15, 2020, 1:25 PM IST

মুম্বই : গত 30 মে মারা গেছেন ঋষি কাপুর । তাঁর পরিবারে এখনও শোকের ছায়া লেগে রয়েছে । আর তারই মধ্যে সোশাল মিডিয়ার বিচারসভায় দাঁড় করানো হল রণবীর কাপুরকে । কেন তিনি এই সময়ে মা ও বোনের সঙ্গে না থেকে আলিয়ার সঙ্গে রয়েছেন, প্রশ্ন তোলা হল রণবীরের উদ্দেশে ।

ঋষি কাপুরের মৃত্যুর 13 দিনের মাথায় একটি প্রার্থনাসভার আয়োজন করা হয়েছিল তাঁর বান্দ্রার বাড়িতে । সেখানে আলিয়ার সঙ্গে গাড়ি করে এসেছিলেন রণবীর । আর তারপরই নেটিজেনরা একের পর এক আক্রমণ শুরু করেন অভিনেতার দিকে ।

কেউ বলেন, "অন্তত কিছুদিন তো মায়ের সঙ্গে থাকতে পারতে", তো কারও মতে, "নিজের বাড়িতে গেস্টের মতো আসছ, লজ্জা পাওয়া উচিত তোমার" । যদিও প্রতিবারের মতো এবারও চুপ থেকেছে কাপুর পরিবার । নিজেদের ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে কারও কাছে জবাবদিহি করতে যাননি তাঁরা ।

দেখে নেওয়া যাক কয়েকটি মন্তব্য...

Ranbir kapoor chooses alia over neetu kapoor
সৌজন্যে সোশাল মিডিয়া
Ranbir kapoor chooses alia over neetu kapoor
সৌজন্যে সোশাল মিডিয়া
Ranbir kapoor chooses alia over neetu kapoor
সৌজন্যে সোশাল মিডিয়া
Ranbir kapoor chooses alia over neetu kapoor
সৌজন্যে সোশাল মিডিয়া
Ranbir kapoor chooses alia over neetu kapoor
সৌজন্যে সোশাল মিডিয়া

মুম্বই : গত 30 মে মারা গেছেন ঋষি কাপুর । তাঁর পরিবারে এখনও শোকের ছায়া লেগে রয়েছে । আর তারই মধ্যে সোশাল মিডিয়ার বিচারসভায় দাঁড় করানো হল রণবীর কাপুরকে । কেন তিনি এই সময়ে মা ও বোনের সঙ্গে না থেকে আলিয়ার সঙ্গে রয়েছেন, প্রশ্ন তোলা হল রণবীরের উদ্দেশে ।

ঋষি কাপুরের মৃত্যুর 13 দিনের মাথায় একটি প্রার্থনাসভার আয়োজন করা হয়েছিল তাঁর বান্দ্রার বাড়িতে । সেখানে আলিয়ার সঙ্গে গাড়ি করে এসেছিলেন রণবীর । আর তারপরই নেটিজেনরা একের পর এক আক্রমণ শুরু করেন অভিনেতার দিকে ।

কেউ বলেন, "অন্তত কিছুদিন তো মায়ের সঙ্গে থাকতে পারতে", তো কারও মতে, "নিজের বাড়িতে গেস্টের মতো আসছ, লজ্জা পাওয়া উচিত তোমার" । যদিও প্রতিবারের মতো এবারও চুপ থেকেছে কাপুর পরিবার । নিজেদের ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে কারও কাছে জবাবদিহি করতে যাননি তাঁরা ।

দেখে নেওয়া যাক কয়েকটি মন্তব্য...

Ranbir kapoor chooses alia over neetu kapoor
সৌজন্যে সোশাল মিডিয়া
Ranbir kapoor chooses alia over neetu kapoor
সৌজন্যে সোশাল মিডিয়া
Ranbir kapoor chooses alia over neetu kapoor
সৌজন্যে সোশাল মিডিয়া
Ranbir kapoor chooses alia over neetu kapoor
সৌজন্যে সোশাল মিডিয়া
Ranbir kapoor chooses alia over neetu kapoor
সৌজন্যে সোশাল মিডিয়া
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.