ETV Bharat / sitara

সচিনের সঙ্গে ব্যাট হাতে রণবীর, ছবি পোস্ট নিতুর - ranbir kapoor plays cricket with sachin tendulkar

সচিনের সঙ্গে ব্যাট হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন রণবীর । সম্প্রতি পুরোনো এই ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেন রণবীরের মা নিতু কাপুর ।

sdf
df
author img

By

Published : Apr 17, 2020, 1:30 PM IST

মুম্বই : বরফে ঢাকা রয়েছে চারিপাশ । জমে যাচ্ছে হাত পা । আর তার মধ্যেই আনন্দের সঙ্গে ক্রিকেট খেলতে ব্যস্ত সচিন তেন্ডুলকর ও রণবীর কাপুর । সম্প্রতি পুরোনো এই ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেন রণবীরের মা নিতু কাপুর ।

ছবিতে রণবীর ও সচিন দু'জনের পরনেই গ্রে কালারের টি শার্ট ও কালো ট্রাউজ়ার । দুটি ছবি পোস্ট করেন নিতু । একটি ছবিতে ব্যাট করতে দেখা গিয়েছে রণবীরকে । আর অন্য ছবিতে সচিনের পাশে ব্যাট হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন তিনি । ব্যাট রয়েছে সচিনের হাতেও । আর বরফের মধ্যে হাত পা জমে যাওয়ার উপক্রম ।

লকডাউনের জেরে এখন গৃহবন্দী সবাই । হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তারকারা । তার মধ্যে কেউ কেউ আবার সময় কাটাতে করছেন ঘরের কাজ । বাজন মাজছেন , রান্না করছেন, ঘর পরিষ্কার করছেন, পরিবারের সঙ্গেও চুটিয়ে সময় কাটাচ্ছেন । পাশাপাশি স্বাভাবিক জীবনে ফেরার দিকে তাকিয়ে রয়েছেন সবাই । আর তার মধ্যে মাঝে মধ্যে ঘুরে আসছেন স্মৃতির সরণি দিয়ে ।

ঘরে বসে এখন পুরোনো ছবি দেখে স্মৃতিগুলো আরও একবার তাজা করে তুলছেন তারকারা । মাঝে মধ্যেই সোশাল মিডিয়ায় পোস্ট করছেন পুরোনো ছবি । ফ্যানদের সঙ্গে শেয়ার করে নিচ্ছেন তখনকার অভিজ্ঞতার কথা । ঠিক যেমন সচিনের সঙ্গে রণবীরের পুরোনো ছবি পোস্ট করলেন নিতু ।

এখন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন রণবীর । শোনা যাচ্ছে, আলিয়া ভাটের সঙ্গেই কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি । কিছুদিন আগে একটি কম্পাউন্ডের মধ্যে বাড়ির পোশাকে একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের ।

আরও শোনা যাচ্ছে, ডিসেম্বরেই আলিয়ার সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন রণবীর । যদিও এ বিষয়ে ভাট ও কাপুর পরিবারের তরফে নিশ্চিতভাবে কিছুই বলা হয়নি ।

মুম্বই : বরফে ঢাকা রয়েছে চারিপাশ । জমে যাচ্ছে হাত পা । আর তার মধ্যেই আনন্দের সঙ্গে ক্রিকেট খেলতে ব্যস্ত সচিন তেন্ডুলকর ও রণবীর কাপুর । সম্প্রতি পুরোনো এই ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেন রণবীরের মা নিতু কাপুর ।

ছবিতে রণবীর ও সচিন দু'জনের পরনেই গ্রে কালারের টি শার্ট ও কালো ট্রাউজ়ার । দুটি ছবি পোস্ট করেন নিতু । একটি ছবিতে ব্যাট করতে দেখা গিয়েছে রণবীরকে । আর অন্য ছবিতে সচিনের পাশে ব্যাট হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন তিনি । ব্যাট রয়েছে সচিনের হাতেও । আর বরফের মধ্যে হাত পা জমে যাওয়ার উপক্রম ।

লকডাউনের জেরে এখন গৃহবন্দী সবাই । হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তারকারা । তার মধ্যে কেউ কেউ আবার সময় কাটাতে করছেন ঘরের কাজ । বাজন মাজছেন , রান্না করছেন, ঘর পরিষ্কার করছেন, পরিবারের সঙ্গেও চুটিয়ে সময় কাটাচ্ছেন । পাশাপাশি স্বাভাবিক জীবনে ফেরার দিকে তাকিয়ে রয়েছেন সবাই । আর তার মধ্যে মাঝে মধ্যে ঘুরে আসছেন স্মৃতির সরণি দিয়ে ।

ঘরে বসে এখন পুরোনো ছবি দেখে স্মৃতিগুলো আরও একবার তাজা করে তুলছেন তারকারা । মাঝে মধ্যেই সোশাল মিডিয়ায় পোস্ট করছেন পুরোনো ছবি । ফ্যানদের সঙ্গে শেয়ার করে নিচ্ছেন তখনকার অভিজ্ঞতার কথা । ঠিক যেমন সচিনের সঙ্গে রণবীরের পুরোনো ছবি পোস্ট করলেন নিতু ।

এখন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন রণবীর । শোনা যাচ্ছে, আলিয়া ভাটের সঙ্গেই কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি । কিছুদিন আগে একটি কম্পাউন্ডের মধ্যে বাড়ির পোশাকে একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের ।

আরও শোনা যাচ্ছে, ডিসেম্বরেই আলিয়ার সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন রণবীর । যদিও এ বিষয়ে ভাট ও কাপুর পরিবারের তরফে নিশ্চিতভাবে কিছুই বলা হয়নি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.