ETV Bharat / sitara

নিজের বিয়ে সফল হয়নি, অন্য দম্পতি দেখলে হিংসা হয় রাখির ! - রাখি সাওয়ান্তের খবর

নিজের মুখেই এই কথাগুলো বললেন রাখি সাওয়ান্ত । এতদিন ধরে নিজের বিয়ে নিয়ে সেভাবে মুখ খোলেননি তিনি । আজ জানিয়ে দিলেন যে, বিয়েটা তাঁর সফল নয় । যদিও রাখির বিয়ে নিয়ে সন্দেহ রয়েছে অনেকের মনে । আদৌ বিয়ে করেছেন অভিনেত্রী ?

Rakhi Sawant money from bigg boss
Rakhi Sawant money from bigg boss
author img

By

Published : Feb 23, 2021, 12:30 PM IST

মুম্বই : 'বিগ বস 14' শেষ হল । জনপ্রিয় এই রিয়েলিটি শোয়ে গিয়ে অনেক নাটক করেছেন রাখি সাওয়ান্ত । অভিনব শুক্লাকে তিনি নাকি ভালোবেসে ফেলেছিলেন । অভিনবের স্ত্রী ও শোয়ের বিজেতা রুবিনাকে তিনি নাকি সহ্যই করতে পারছিলেন না । বিবাহিত হওয়া সত্ত্বেও এমন আচরণ কেন রাখির ?

অভিনেত্রী বললেন, "সবাই বিগ বসের বাড়িতে গিয়ে ভেঙে পড়ে । আমিও ভেঙে পড়েছিলাম কারণ অনেক কিছু চলছিল আমার জীবনে । আমার মা অসুস্থ, আমার প্রেম অসফল, আমার বিয়েটাও অসফল । তাই কোনও দম্পতিকে দেখলে আমি নিজেকে ঠিক রাখতে পারি না ।"

রাখি আদৌ বিবাহিত কিনা সেই নিয়ে সন্দেহ রয়েছে । কারণ আজ অবধি তাঁর 'স্বামী' রীতেশের অস্তিত্বের কোনও প্রমাণ পাওয়া যায়নি । স্বামীর সঙ্গে কোনও ছবিও শেয়ার করেননি রাখি । তাঁর বিয়ের দিনে তোলা ছবিতে রাখির সঙ্গে শুধুমাত্র একটা হাত দেখা গেছে । যে হাতটা নাকি রীতেশের ।

Rakhi Sawant money from bigg boss
...

রাখি এটাও জানালেন যে, অস্তগামী ক্যারিয়ারকে ঊর্ধ্বমুখী করতেই 'বিগ বস 14'-তে গেছিলেন তিনি । টাকাটাও একটা বড় ফ্যাক্টর । অসুস্থ মায়ের চিকিৎসা করতে অনেক টাকা খরচ হচ্ছে রাখির । সব মিলিয়ে জীবনে একটা কিক দিতে বিগ বসে যাওয়াটা জরুরি ছিল অভিনেত্রীর জন্য ।

মুম্বই : 'বিগ বস 14' শেষ হল । জনপ্রিয় এই রিয়েলিটি শোয়ে গিয়ে অনেক নাটক করেছেন রাখি সাওয়ান্ত । অভিনব শুক্লাকে তিনি নাকি ভালোবেসে ফেলেছিলেন । অভিনবের স্ত্রী ও শোয়ের বিজেতা রুবিনাকে তিনি নাকি সহ্যই করতে পারছিলেন না । বিবাহিত হওয়া সত্ত্বেও এমন আচরণ কেন রাখির ?

অভিনেত্রী বললেন, "সবাই বিগ বসের বাড়িতে গিয়ে ভেঙে পড়ে । আমিও ভেঙে পড়েছিলাম কারণ অনেক কিছু চলছিল আমার জীবনে । আমার মা অসুস্থ, আমার প্রেম অসফল, আমার বিয়েটাও অসফল । তাই কোনও দম্পতিকে দেখলে আমি নিজেকে ঠিক রাখতে পারি না ।"

রাখি আদৌ বিবাহিত কিনা সেই নিয়ে সন্দেহ রয়েছে । কারণ আজ অবধি তাঁর 'স্বামী' রীতেশের অস্তিত্বের কোনও প্রমাণ পাওয়া যায়নি । স্বামীর সঙ্গে কোনও ছবিও শেয়ার করেননি রাখি । তাঁর বিয়ের দিনে তোলা ছবিতে রাখির সঙ্গে শুধুমাত্র একটা হাত দেখা গেছে । যে হাতটা নাকি রীতেশের ।

Rakhi Sawant money from bigg boss
...

রাখি এটাও জানালেন যে, অস্তগামী ক্যারিয়ারকে ঊর্ধ্বমুখী করতেই 'বিগ বস 14'-তে গেছিলেন তিনি । টাকাটাও একটা বড় ফ্যাক্টর । অসুস্থ মায়ের চিকিৎসা করতে অনেক টাকা খরচ হচ্ছে রাখির । সব মিলিয়ে জীবনে একটা কিক দিতে বিগ বসে যাওয়াটা জরুরি ছিল অভিনেত্রীর জন্য ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.