দিল্লি : এবার সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে CBI তদন্তের দাবি জানাল রাজপুত করনি সেনা । এই দাবি তুলে গতকাল ইন্ডিয়া গেটের সামনে বিক্ষোভ দেখায় তারা ।
14 জুন সকালে বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্তের ঝুলন্ত দেহ । ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পুলিশের দাবি, আত্মহত্যা করেছেন তিনি । যদিও মৃত্যুর পর 2 মাস কেটে গেলেও এখনও আত্মহত্যার কারণ জানা যায়নি । ঘটনার তদন্ত শুরু করে মহারাষ্ট্র পুলিশ । অভিনেতার ঘনিষ্ঠদের পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হয় ইন্ডাস্ট্রির প্রথম সারির বেশ কয়েকজনকে । যদিও আত্মহত্যার কারণ নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি । যত দিন যাচ্ছে আরও ঘনীভূত হচ্ছে মৃত্যু রহস্য ।
এই পরিস্থিতিতে মহারাষ্ট্র পুলিশের উপর ভরসা রাখতে পারছিলেন না সুশান্তের বাবা কৃষ্ণ কুমার সিং । 25 জুলাই বিহারের রাজীব নগর থানায় রিয়া চক্রবর্তী সহ 6 জনের বিরুদ্ধে FIR দায়ের করেন তিনি । পাশাপাশি CBI তদন্তের দাবিও জানান ।
সেই FIR-এ সুশান্তকে মানসিক ও শারীরিক হেনস্থা এবং ছেলের থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আনেন সুশান্তের বাবা । তার ভিত্তিতে আর্থিক তছরুপের মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে ED । এদিকে FIR বিহার থেকে মুম্বইতে সরানোর জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানান রিয়া । শুনানি চলাকালীন রিয়া জানান, সুপ্রিম কোর্ট মামলাটি CBI-এর হাতে দিলে তাঁর কোনও আপত্তি নেই ।
তবে শুধু সুশান্তের বাবাই নন । অভিনেতার মৃত্যুতে CBI তদন্তের দাবি জানিয়েছেন একাধিক তারকা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বও । আর এবার দাবি জানাল করনি সেনাও ।
গতকাল ইন্ডিয়া গেটের সামনে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখায় তারা । 'বলিউড মুর্দাবাদ', 'সুশান্ত সিং রাজপুতের খুনিদের ফাঁসি দেওয়া হোক', 'শুধুমাত্র CBI তদন্ত' ও 'মহারাষ্ট্র সরকার মুর্দাবাদ'-এর মতো একাধিক বিষয় লেখা ছিল প্ল্যাকার্ডগুলিতে ।
বিক্ষোভ ঠেকাতে ঘটনাস্থানে উপস্থিত ছিল দিল্লি পুলিশ । অনুমতি ছাড়া এই ধরনের বিক্ষোভ করার জন্য করনি সেনার চারজন সদস্যকে গ্রেপ্তার করা হয় । পরে অবশ্য জামিনে মুক্তি পান তাঁরা ।