মুম্বই : অভিনেতা রাজকুমার রাওয়ের অভিনয় নিয়ে কোনও কথা হবে না । তিনি বলিউডের অন্যতম পরিশ্রমী অভিনেতা । যে কোনও চরিত্রকে নিপুণভাবে ফুটিয়ে তোলেন তিনি পরদায় । এহেন রাজকুমারের মুখে আজ অন্য কথা !
সোশাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে রাজকুমার লিখেছেন, "ডোন্ট ওয়ার্ক হার্ড, বাট ওয়ার্ক দ্য হার্ডেস্ট ।" অর্থাৎ কঠিন পরিশ্রম কোরো না, কঠিনতম পরিশ্রম কর । রাজকুমারের টুইস্টটা বুঝতে পেরেছেন ?
সাদা টিশার্ট আর ব্যাগি জিন্সের সঙ্গে উপযুক্ত রোদ চশমা পরে দারুণ স্টাইলিশ লাগছে অভিনেতাকে । হাতে তাঁর কফির গ্লাস । অভিনেতার ছবিতে প্রতিক্রিয়া জানিয়েছেন তাঁর গার্লফ্রেন্ড পত্রলেখাও ।
দেখে নিন..
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">