ETV Bharat / sitara

"অ্যাকশন" শোনার অপেক্ষায় রাজকুমার - রাজকুমার রাওয়ের শুটিং

একজন অভিনেতা কতদিন অভিনয় থেকে দূরে থাকতে পারেন ? একটা সময়ের পর তিনি হাঁপিয়ে উঠবেন এটাই স্বাভাবিক । ঠিক তেমনই অবস্থা রাজকুমার রাওয়ের ।

Rajkumar rao waiting for actor
Rajkumar rao waiting for actor
author img

By

Published : Jun 25, 2020, 10:01 PM IST

মুম্বই : লকডাউন উঠে গেলেও মুম্বইয়ের শুটিং পাড়া এখনও স্বাভাবিক ছন্দে ফেরেনি । কতদিন এভাবে থাকতে ভালো লাগে একজন আদ্যাপান্ত অভিনেতার ? "অ্যাকশন" শোনার অপেক্ষায় রাজকুমার রাও ।

ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন অভিনেতা । সানগ্লাস আর স্ট্রাইপড টি-শার্ট পরে একেবারে হ্যান্ডসম হাঙ্ক রাজকুমার । পিছনের কাচে তাঁর প্রতিবিম্ব ।

ক্যাপশনে রাজকুমার লিখেছেন, "আমি আর আমার প্রতিবিম্ব "অ্যাকশন" শোনার অপেক্ষায়.."

পরিচালক ও কোরিওগ্রাফার ফারাহ খান সেই আশ মিটিয়েছেন রাজকুমারের । কমেন্ট বক্সে লিখেছেন, "অ্যাকশনননননন"..

দেখে নিন রাজকুমারের পোস্ট...

মুম্বই : লকডাউন উঠে গেলেও মুম্বইয়ের শুটিং পাড়া এখনও স্বাভাবিক ছন্দে ফেরেনি । কতদিন এভাবে থাকতে ভালো লাগে একজন আদ্যাপান্ত অভিনেতার ? "অ্যাকশন" শোনার অপেক্ষায় রাজকুমার রাও ।

ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন অভিনেতা । সানগ্লাস আর স্ট্রাইপড টি-শার্ট পরে একেবারে হ্যান্ডসম হাঙ্ক রাজকুমার । পিছনের কাচে তাঁর প্রতিবিম্ব ।

ক্যাপশনে রাজকুমার লিখেছেন, "আমি আর আমার প্রতিবিম্ব "অ্যাকশন" শোনার অপেক্ষায়.."

পরিচালক ও কোরিওগ্রাফার ফারাহ খান সেই আশ মিটিয়েছেন রাজকুমারের । কমেন্ট বক্সে লিখেছেন, "অ্যাকশনননননন"..

দেখে নিন রাজকুমারের পোস্ট...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.