ETV Bharat / sitara

কে কার ফ্যান? কিং খানের মুখে রাজকুমারের সংলাপ - রাজকুমারের খবর

কে কার ফ্যান বলা দায়। রাজকুমার যাঁকে দেখে অভিনেতা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, সেই শাহরুখ খানের মুখে রাজকুমারের সংলাপ।

Rajkumar Rao With Shah Rukh Khan
author img

By

Published : Nov 10, 2019, 12:53 PM IST

মুম্বই : রাজকুমার রাও অভিনীত 'স্ত্রী' খুবই জনপ্রিয় হয়েছিল 2018 সালে। বিশেষ করে রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠী, অপারশক্তি খুরানা, অভিষেক ব্যানার্জির মতো অভিনেতাদের অভিনয় একটা ভিশুয়াল ট্রিট ছিল দর্শকের জন্য। ছবিটির একটি সংলাপ খুবই জনপ্রিয় হয়। রাজকুমারের মুখে 'ভিকি প্লিজ়' সংলাপটি আজও মনে রেখেছে দর্শক। সেই সংলাপটি রিক্রিয়েট করলেন শাহরুখ।

মুহূর্তটি রাজকুমারের জন্য খুবই স্পেশাল। কারণ ছোটো থেকে তিনি কিং খানের সংলাপ বলে আসছেন আর এখন সেই কিং খানের মুখেই রাজকুমারের সংলাপ। রাজকুমার লিখেছেন, "সেই ছোটোবেলা থেকে আমি ওঁর সংলাপ বলে আসছি। এবার উনি স্থির করলেন যে, আমার সংলাপ বলবেন, কি অসাধারণ অনুভূতি।"

তিনি আরও লিখেছেন, "আপনার মতো কেউ নেই শাহরুখ স্যার। আপনিই আমায় অভিনেতা হওয়ার জন্য অনুপ্রাণিত করেছেন। আমি আপনার সবচেয়ে বড় ফ্যান।" এর আগেও রাজকুমার তাঁর শাহরুখ প্রীতির কথা বলেছেন জনসমক্ষে।

সংলাপ বলার সঙ্গে রাজকুমারকে চুম্বনও করলেন শাহরুখ। সবমিলিয়ে রাজকুমার একেবারে ক্লাউড 9-এ রয়েছেন। দেখে নিন সেই ভিডিয়ো...

মুম্বই : রাজকুমার রাও অভিনীত 'স্ত্রী' খুবই জনপ্রিয় হয়েছিল 2018 সালে। বিশেষ করে রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠী, অপারশক্তি খুরানা, অভিষেক ব্যানার্জির মতো অভিনেতাদের অভিনয় একটা ভিশুয়াল ট্রিট ছিল দর্শকের জন্য। ছবিটির একটি সংলাপ খুবই জনপ্রিয় হয়। রাজকুমারের মুখে 'ভিকি প্লিজ়' সংলাপটি আজও মনে রেখেছে দর্শক। সেই সংলাপটি রিক্রিয়েট করলেন শাহরুখ।

মুহূর্তটি রাজকুমারের জন্য খুবই স্পেশাল। কারণ ছোটো থেকে তিনি কিং খানের সংলাপ বলে আসছেন আর এখন সেই কিং খানের মুখেই রাজকুমারের সংলাপ। রাজকুমার লিখেছেন, "সেই ছোটোবেলা থেকে আমি ওঁর সংলাপ বলে আসছি। এবার উনি স্থির করলেন যে, আমার সংলাপ বলবেন, কি অসাধারণ অনুভূতি।"

তিনি আরও লিখেছেন, "আপনার মতো কেউ নেই শাহরুখ স্যার। আপনিই আমায় অভিনেতা হওয়ার জন্য অনুপ্রাণিত করেছেন। আমি আপনার সবচেয়ে বড় ফ্যান।" এর আগেও রাজকুমার তাঁর শাহরুখ প্রীতির কথা বলেছেন জনসমক্ষে।

সংলাপ বলার সঙ্গে রাজকুমারকে চুম্বনও করলেন শাহরুখ। সবমিলিয়ে রাজকুমার একেবারে ক্লাউড 9-এ রয়েছেন। দেখে নিন সেই ভিডিয়ো...

Intro:Body:

কে কার ফ্যান? কিং খানের মুখে রাজকুমারের সংলাপ



কে কার ফ্যান বলা দায়। রাজকুমার যাঁকে দেখে অভিনেতা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, সেই শাহরুখ খানের মুখে রাজকুমারের সংলাপ।



মুম্বই : রাজকুমার রাও অভিনীত 'স্ত্রী' খুবই জনপ্রিয় হয়েছিল 2018 সালে। বিশেষ করে রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠী, অপারশক্তি খুরানা, অভিষেক ব্যানার্জির মতো অভিনেতাদের অভিনয় একটা ভিশুয়াল ট্রিট ছিল দর্শকের জন্য। ছবিটির একটি সংলাপ খুবই জনপ্রিয় হয়। রাজকুমারের মুখে 'ভিকি প্লিজ়' সংলাপটি আজও মনে রেখেছে দর্শক। সেই সংলাপটি রিক্রিয়েট করলেন শাহরুখ।



মুহূর্তটি রাজকুমারের জন্য খুবই স্পেশাল। কারণ ছোটো থেকে তিনি কিং খানের সংলাপ বলে আসছেন আর এখন সেই কিং খানের মুখেই রাজকুমারের সংলাপ। রাজকুমার লিখেছেন, "সেই ছোটোবেলা থেকে আমি ওঁর সংলাপ বলে আসছি। এবার উনি স্থির করলেন যে, আমার সংলাপ বলবেন, কি অসাধারণ অনুভূতি।"



তিনি আরও লিখেছেন, "আপনার মতো কেউ নেই শাহরুখ স্যার। আপনিই আমায় অভিনেতা হওয়ার জন্য অনুপ্রাণিত করেছেন। আমি আপনার সবচেয়ে বড় ফ্যান।" এর আগেও রাজকুমার তাঁর শাহরুখ প্রীতির কথা বলেছেন জনসমক্ষে।



সংলাপ বলার সঙ্গে রাজকুমারকে চুম্বনও করলেন শাহরুখ। সবমিলিয়ে রাজকুমার একেবারে ক্লাউড 9-এ রয়েছেন। দেখে নিন সেই ভিডিয়ো...

 


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.