ETV Bharat / sitara

জাহ্নবীকে অপহরণ করলেন রাজকুমার? দেখুন ভিডিয়ো - বলিউড

জাহ্নবী কাপুরের বেশ বড় ফ্যানবেস রয়েছে। তাই বলে রাস্তার মধ্যিখান থেকে অপহৃত হতে হল অভিনেত্রীকে? তাও আবার রাজকুমার রাওয়ের হাতে?

রাজকুমার রাও
author img

By

Published : Jun 19, 2019, 11:42 PM IST

দেরাদুন : রাজকুমার রাওয়ের সঙ্গে 'রুহি আফজ়া' ছবিতে অভিনয় করছেন জাহ্নবী কাপুর। দেরাদুনে সেই ছবির শুটিংয়ে এখন ব্যস্ত তাঁরা । ছবিটিরই একটি অপহরণের দৃশ্যে অভিনয় করছিলেন জাহ্নবী-রাজকুমার।

এই প্রথম একসঙ্গে কাজ করছেন রাজকুমার আর জাহ্নবী। তাঁদের অনস্ক্রিন কেমিস্ট্রি নিয়ে বেশ প্রত্যাশা রয়েছে দর্শকের মধ্যে। এর আগে রাজকুমার অভিনীত হরর কমেডি 'স্ত্রী' বক্স অফিস কাঁপিয়েছিল। 'রুহি আফজ়া'-ও একটি হরর কমেডি। ভয় পাওয়ার সঙ্গে সঙ্গে দর্শককে হাসতেও বাধ্য করবে এই ছবি।

দীনেশ ভিজান প্রযোজিত ও হার্দিক মেহতা পরিচালিত এই ছবিটি মুক্তি পাবে ২০২০ সালের ২০ মার্চ।

দেখুন শুটিংয়ের দৃশ্য

দেরাদুন : রাজকুমার রাওয়ের সঙ্গে 'রুহি আফজ়া' ছবিতে অভিনয় করছেন জাহ্নবী কাপুর। দেরাদুনে সেই ছবির শুটিংয়ে এখন ব্যস্ত তাঁরা । ছবিটিরই একটি অপহরণের দৃশ্যে অভিনয় করছিলেন জাহ্নবী-রাজকুমার।

এই প্রথম একসঙ্গে কাজ করছেন রাজকুমার আর জাহ্নবী। তাঁদের অনস্ক্রিন কেমিস্ট্রি নিয়ে বেশ প্রত্যাশা রয়েছে দর্শকের মধ্যে। এর আগে রাজকুমার অভিনীত হরর কমেডি 'স্ত্রী' বক্স অফিস কাঁপিয়েছিল। 'রুহি আফজ়া'-ও একটি হরর কমেডি। ভয় পাওয়ার সঙ্গে সঙ্গে দর্শককে হাসতেও বাধ্য করবে এই ছবি।

দীনেশ ভিজান প্রযোজিত ও হার্দিক মেহতা পরিচালিত এই ছবিটি মুক্তি পাবে ২০২০ সালের ২০ মার্চ।

দেখুন শুটিংয়ের দৃশ্য
Intro:Body:

জাহ্নবীকে অপহরণ করলেন রাজকুমার? দেখুন ভিডিয়ো



জাহ্নবী কাপুরের বেশ বড় ফ্যানবেস রয়েছে। তাই বলে রাস্তার মধ্যিখান থেকে অপহৃত হতে হল অভিনেত্রীকে? তাও আবার রাজকুমার রাওয়ের হাতে?



দেরাদুন : রাজকুমার রাওয়ের সঙ্গে 'রুহি আফজ়া' ছবিতে অভিনয় করছেন জাহ্নবী কাপুর।  দেরাদুনে সেই ছবির শুটিংয়ে এখন ব্যস্ত তাঁরা । ছবিরটিরই একটি অপহরণের দৃশ্যে অভিনয় করছিলেন জাহ্নবী-রাজকুমার।



এই প্রথম একসঙ্গে কাজ করছেন রাজকুমার আর জাহ্নবী। তাঁদের অনস্ক্রিন কেমিস্ট্রি নিয়ে বেশ প্রত্যাশা রয়েছে দর্শকের মধ্যে। এর আগে রাজকুমার অভিনীত হরর কমেডি 'স্ত্রী' বক্স অফিস কাঁপিয়েছিল। 'রুহি আফজ়া'-ও একটি হরর কমেডি। ভয় পাওয়ার সঙ্গে সঙ্গে দর্শককে হাসতেও বাধ্য করবে এই ছবি।



দীনেশ ভিজান প্রযোজিত ও হার্দিক মেহতা পরিচালিত এই ছবিটি মুক্তি পাবে ২০২০ সালের ২০ মার্চ।




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.