মুম্বই : এই সময় কাছের মানুষকে কাছে নিয়েই রয়েছেন রাজকুমার । পত্রলেখা আর তিনি রয়েছেন একসঙ্গে । আর তারই মধ্য়ে পত্রলেখার চুল কেটে দিলেন রাজকুমার । সেই ভিডিয়ো সোশাল মিডিয়ায় শেয়ার করলেন অভিনেত্রী ।
লকডাউনে বন্ধ বিউটিপার্লার, সেলুন সবকিছুই । কিন্তু চুল বেশ বড় হয়ে গেছে পত্রলেখার । কী উপায় ? রাজকুমার পাকা নাপিতের মতো চুল কেটে দিলেন অভিনেত্রীর ।
কাঁচি দিয়ে নয়, দাড়ি কাটার ট্রিমার দিয়েই সুন্দর করে পত্রলেখার চুল ট্রিম করে দিলেন অভিনেতা । ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, "ইচ্ছে থাকলে উপায় হবেই ।"
ভিডিয়ো দেখে ফ্যানেরা বেশ মজা পেয়েছেন । কেউ লিখেছেন, "আমাদের ভিকি ভাইয়া অলরাউন্ডার", প্রসঙ্গত 'ভিকি' ছিল 'স্ত্রী' ছবিতে রাজকুমারের চরিত্রের নাম ।
আবার এক ফ্যানের প্রশ্ন, "তোমরা কি লিভ ইনে আছ ?"
শুধু ফ্যানেরা নন, প্রতিক্রিয়া জানিয়েছেন তারকারও । অদিতি রাও হায়দার অবাক হয়ে লিখেছেন, "ও মাই গড !" অন্যদিকে দুই লাভবার্ডসের এই অ্যাক্টিভিটি খুব কিউট মনে হয়েছে ফাতিমা সানা শেখের ।
দেখে নিন ভিডিয়ো...
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">