ETV Bharat / sitara

প্রিয়াঙ্কার সঙ্গে কাজ করা নিয়ে উত্তেজিত রাজকুমার - mumbai

অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে কাজ করা নিয়ে উত্তেজিত অভিনেতা রাজকুমার রাও । ম্যান বুকার পুরস্কারপ্রাপ্ত উপন্যাস অবলম্বনে তৈরি হতে চলেছে 'দা হোয়াইট টাইগার' । ছবিতে একসঙ্গে অভিনয় করবেন রাজকুমার ও প্রিয়াঙ্কা ।

দা হোয়াইট টাইগার
author img

By

Published : Sep 24, 2019, 9:27 AM IST

মুম্বই : ম্যান বুকার পুরস্কার প্রাপ্ত উপন্যাস 'দা হোয়াইট টাইগার' অবলম্বনে তৈরি হচ্ছে একই নামের ছবি । 'দা হোয়াইট টাইগার'-এ অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে অভিনয় করা নিয়ে উত্তেজিত অভিনেতা রাজকুমার রাও ।

প্রিয়াঙ্কা ও ছবির টিমের সঙ্গে কয়েকটি ছবি টুইটারে শেয়ার করেছেন অভিনেতা । সঙ্গে লেখেন, "দা হোয়াইট টাইগারে সর্বোচ্চ প্রতিভাবান মানুষগুলোর সঙ্গে কাজ শুরু করার জন্য আর অপেক্ষা করতে পারছি না ।"

একটি ছবিতে রাজকুমার ও প্রিয়াঙ্কাকে পরিচালক রমিন বহরানি ও প্রযোজক মুকুল দেওরার সঙ্গে দেখা যায় । অন্য একটি ছবিতে শুধু প্রিয়াঙ্কার সঙ্গে দেখা যায় 'নিউটন' অভিনেতাকে ।

প্রিয়াঙ্কা ও রাজকুমার ছাড়াও আদর্শ গৌরবকেও 'দা হোয়াইট টাইগার'-এ অভিনয় করতে দেখা যাবে । ছবির শুটিং শুরু হবে অক্টোবরে ।

অরবিন্দ আদিগার লেখা বইয়ের ওপর ভিত্তি করেই তৈরি হচ্ছে ছবিটি । একজন ব্য়ক্তির একটি গ্রামের ছোটো চা দোকানের কর্মচারী থেকে বড় শহরের একজন সফল উদ্যোক্তা হয়ে ওঠার গল্প বলবে 'দা হোয়াইট টাইগার' ।

মুকুলের সঙ্গে ছবিতে একজ়িকিউটিভ প্রোডিউসার হিসেবে প্রযোজনা করছেন প্রিয়াঙ্কা চোপড়া ।

প্রিয়াঙ্কা চোপড়া তিন বছর পর 'দা স্কাই ইজ় পিঙ্ক'-এ অভিনয় করে বলিউডে ফিরলেন । অন্যদিকে, দিওয়ালিতে মুক্তি পেতে চলেছে রাজকুমার রাও অভিনীত 'মেড ইন চায়না' ।

মুম্বই : ম্যান বুকার পুরস্কার প্রাপ্ত উপন্যাস 'দা হোয়াইট টাইগার' অবলম্বনে তৈরি হচ্ছে একই নামের ছবি । 'দা হোয়াইট টাইগার'-এ অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে অভিনয় করা নিয়ে উত্তেজিত অভিনেতা রাজকুমার রাও ।

প্রিয়াঙ্কা ও ছবির টিমের সঙ্গে কয়েকটি ছবি টুইটারে শেয়ার করেছেন অভিনেতা । সঙ্গে লেখেন, "দা হোয়াইট টাইগারে সর্বোচ্চ প্রতিভাবান মানুষগুলোর সঙ্গে কাজ শুরু করার জন্য আর অপেক্ষা করতে পারছি না ।"

একটি ছবিতে রাজকুমার ও প্রিয়াঙ্কাকে পরিচালক রমিন বহরানি ও প্রযোজক মুকুল দেওরার সঙ্গে দেখা যায় । অন্য একটি ছবিতে শুধু প্রিয়াঙ্কার সঙ্গে দেখা যায় 'নিউটন' অভিনেতাকে ।

প্রিয়াঙ্কা ও রাজকুমার ছাড়াও আদর্শ গৌরবকেও 'দা হোয়াইট টাইগার'-এ অভিনয় করতে দেখা যাবে । ছবির শুটিং শুরু হবে অক্টোবরে ।

অরবিন্দ আদিগার লেখা বইয়ের ওপর ভিত্তি করেই তৈরি হচ্ছে ছবিটি । একজন ব্য়ক্তির একটি গ্রামের ছোটো চা দোকানের কর্মচারী থেকে বড় শহরের একজন সফল উদ্যোক্তা হয়ে ওঠার গল্প বলবে 'দা হোয়াইট টাইগার' ।

মুকুলের সঙ্গে ছবিতে একজ়িকিউটিভ প্রোডিউসার হিসেবে প্রযোজনা করছেন প্রিয়াঙ্কা চোপড়া ।

প্রিয়াঙ্কা চোপড়া তিন বছর পর 'দা স্কাই ইজ় পিঙ্ক'-এ অভিনয় করে বলিউডে ফিরলেন । অন্যদিকে, দিওয়ালিতে মুক্তি পেতে চলেছে রাজকুমার রাও অভিনীত 'মেড ইন চায়না' ।

Intro:Body:

Rajkumar Rao


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.