ETV Bharat / sitara

সিনেমার প্রচারে নামবে ভারতীয় রেল, প্রথম কাস্টমার 'হাউজ়ফুল 4' - Akshay Kumar news

ভারতীয় রেলের আয় বৃদ্ধি করতে তৈরি হল এক নতুন উদ্যোগ। সিনেমার প্রচারে নামবে ভারতীয় রেল। আর এই জার্নির প্রথম কাস্টমার 'হাউজ়ফুল 4'।

Housefull 4 promotion in train
author img

By

Published : Oct 16, 2019, 10:20 AM IST

Updated : Oct 16, 2019, 1:43 PM IST

মুম্বই : অক্ষয় কুমার অভিনীত ও ফারহাদ সামজি পরিচালিত 'হাউজ়ফুল 4' মুক্তি পাবে 25 অক্টোবর। চুটিয়ে চলছে ছবির প্রোমোশন। সারা দেশজুড়ে সহজে ছবির প্রোমোশন করতে ভারতীয় রেলের আনা এই নতুন উদ্যোগে সবার প্রথম সামিল হয়েছে টিম 'হাউজ়ফুল 4'।

'প্রোমোশন অন হুইলস' নামের এই স্কিমে একটি ট্রেন বুক করা হবে ফিল্ম নির্মাতাদের পক্ষ থেকে। সেই ট্রেনে থাকবে ছবির কলাকুশলী ও মিডিয়া। এবার ট্রেনটি একটি নির্দিষ্ট শহর থেকে আর একটি শহরে পাড়ি দেবে এবং এভাবেই চলবে ছবির ইন্টারস্টেট প্রোমোশন। 'হাউজ়ফুল 4'-এর জন্য প্রস্তুত করা ট্রেনটি মুম্বই সেন্ট্রাল থেকে ছাড়ছে আজ এবং সেটি নিউ দিল্লি পৌঁছবে বৃহস্পতিবার।

আরও পড়ুন : এবার দক্ষিণ ভারতে রাণু

IRCTC ও ওয়েস্টার্ন রেলওয়ের যৌথ উদ্যোগে পরিকল্পনা করা হয়েছে এই স্কিমের। ওয়েস্টার্ন রেলওয়ের মুখপাত্র রবীন্দ্র ভাকর একটি প্রেস রিলিজ়ে জানান যে, ট্রেনটি বিভিন্ন রাজ্যে ঘুরবে। সুরাট ভাদোদরা বা কোটার মতো গুরুত্বপূর্ণ জেলাতেও যাবে এই বিশেষ ট্রেন।

ভারতীয় রেলের তরফ থেকেই যোগাযোগ করা হয়েছে ভারতের বড় বড় প্রযোজনা সংস্থাগুলোর কাছে। তার মধ্যেই পড়েছে সাজিদ নাদিয়াওয়ালার প্রযোজনা সংস্থা, যারা 'হাউজ়ফুল 4'-এর প্রযোজনার দায়িত্বে রয়েছে।

মুম্বই : অক্ষয় কুমার অভিনীত ও ফারহাদ সামজি পরিচালিত 'হাউজ়ফুল 4' মুক্তি পাবে 25 অক্টোবর। চুটিয়ে চলছে ছবির প্রোমোশন। সারা দেশজুড়ে সহজে ছবির প্রোমোশন করতে ভারতীয় রেলের আনা এই নতুন উদ্যোগে সবার প্রথম সামিল হয়েছে টিম 'হাউজ়ফুল 4'।

'প্রোমোশন অন হুইলস' নামের এই স্কিমে একটি ট্রেন বুক করা হবে ফিল্ম নির্মাতাদের পক্ষ থেকে। সেই ট্রেনে থাকবে ছবির কলাকুশলী ও মিডিয়া। এবার ট্রেনটি একটি নির্দিষ্ট শহর থেকে আর একটি শহরে পাড়ি দেবে এবং এভাবেই চলবে ছবির ইন্টারস্টেট প্রোমোশন। 'হাউজ়ফুল 4'-এর জন্য প্রস্তুত করা ট্রেনটি মুম্বই সেন্ট্রাল থেকে ছাড়ছে আজ এবং সেটি নিউ দিল্লি পৌঁছবে বৃহস্পতিবার।

আরও পড়ুন : এবার দক্ষিণ ভারতে রাণু

IRCTC ও ওয়েস্টার্ন রেলওয়ের যৌথ উদ্যোগে পরিকল্পনা করা হয়েছে এই স্কিমের। ওয়েস্টার্ন রেলওয়ের মুখপাত্র রবীন্দ্র ভাকর একটি প্রেস রিলিজ়ে জানান যে, ট্রেনটি বিভিন্ন রাজ্যে ঘুরবে। সুরাট ভাদোদরা বা কোটার মতো গুরুত্বপূর্ণ জেলাতেও যাবে এই বিশেষ ট্রেন।

ভারতীয় রেলের তরফ থেকেই যোগাযোগ করা হয়েছে ভারতের বড় বড় প্রযোজনা সংস্থাগুলোর কাছে। তার মধ্যেই পড়েছে সাজিদ নাদিয়াওয়ালার প্রযোজনা সংস্থা, যারা 'হাউজ়ফুল 4'-এর প্রযোজনার দায়িত্বে রয়েছে।

Intro:Body:

সিনেমার প্রচারে নামবে ভারতীয় রেল, প্রথম কাস্টমার 'হাউজ়ফুল 4'



ভারতীয় রেলের আয় বৃদ্ধি করতে তৈরি হল এক নতুন উদ্যোগ। সিনেমার প্রচারে নামবে ভারতীয় রেল। আর এই জার্নির প্রথম কাস্টমার 'হাউজ়ফুল 4'।



মুম্বই : অক্ষয় কুমার অভিনীত ও ফারহাদ সামজি পরিচালিত 'হাউজ়ফুল 4' মুক্তি পাবে 25 অক্টোবর। চুটিয়ে চলছে ছবির প্রোমোশন। ছবি প্রোমোশনের জন্য ভারতীয় রেলের আনা এই নতুন উদ্যোগে সবার প্রথম সামিল হয়েছে টিম 'হাউজ়ফুল 4'।



'প্রোমোশন অন হুইলস' নামের এই স্কিমে একটি ট্রেন বুক করা হবে ফিল্ম নির্মাতাদের পক্ষ থেকে। সেই ট্রেনে থাকবে ছবির কলাকুশলী ও মিডিয়া। এবার ট্রেনটি একটি নির্দিষ্ট শহর থেকে আর একটি শহরে পাড়ি দেবে এবং এভাবেই চলবে ছবির প্রোমোশন। 'হাউজ়ফুল 4'-এর জন্য প্রস্তুত করা ট্রেনটি মুম্বই সেন্ট্রাল থেকে ছাড়ছে আজ এবং সেটি নিউ দিল্লি পৌঁছবে বৃহস্পতিবার।



IRCTC ও ওয়েস্টার্ন রেলওয়ের যৌথ উদ্যোগে পরিকল্পনা করা হয়েছে এই স্কিমের।  ওয়েস্টার্ন রেলওয়ের মুখপাত্র রবীন্দ্র ভাকর একটি প্রেস রিলিজ়ে জানান যে, ট্রেনটি বিভিন্ন রাজ্যে ঘুরবে। সুরাট ভাদোদরা বা কোটার মতো গুরুত্বপূর্ণ জেলাতেও যাবে এই বিশেষ ট্রেন।



ভারতীয় রেলের তরফ থেকেই যোগাযোগ করা হয়েছে ভারতের বড় বড় প্রযোজনা সংস্থাগুলোর কাছে। তার মধ্যেই পড়েছে সাজিদ নাদিয়াওয়ালার প্রযোজনা সংস্থা, যারা 'হাউজ়ফুল 4'-এর প্রযোজনার দায়িত্বে রয়েছে।   




Conclusion:
Last Updated : Oct 16, 2019, 1:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.