ETV Bharat / sitara

মিউজ়িক অর্গানাইজার প্রসেনজিৎ মহাপাত্রের বায়োপিক আসছে বলিউডে - ডেসটিনি কালচক্র

'ম্যানে পেয়ার কিয়া', 'রুদালী'-র মতো ছবিতে নেপথ্য মিউজ়িক অর্গানাইজার হিসেবে কাজ করেছিলেন প্রসেনজিৎ মহাপাত্র। স্বীকৃতি পাননি। তাই বলিউড ছেড়ে ব্যবসা শুরু করেন।

প্রসেনজিৎ মহাপাত্র
author img

By

Published : Apr 25, 2019, 1:45 PM IST

কলকাতা : বলিউডে প্রসেনজিৎ মহাপাত্রের জীবনের উপর ছবি তৈরি হচ্ছে। ছবির নাম 'ডেস্টিনি কালচক্র'। বলিউডে তাঁর লড়াই এতটাই ইন্টারেস্টিং, যে তা নিয়ে ছবি তৈরি হচ্ছে।


'ম্যানে পেয়ার কিয়া', 'রুদালী'-র মতো ছবিতে নেপথ্য মিউজ়িক অর্গানাইজার হিসেবে কাজ করেছিলেন প্রসেনজিৎ মহাপাত্র। কাজ করেছেন ভূপেন হাজারিকার মতো কিংবদন্তি সংগীত শিল্পীদের সঙ্গে। তারপর নানা কারণে বলিউড ছেড়ে নিজের ব্যবসা শুরু করেন। এক সময় তাঁকে প্রাণে মেরে দেওয়ার হুমকিও দেওয়া হয়। কিন্তু সে সবকে উপেক্ষা করেই ঠিক নিজের কাজ চালিয়ে গিয়েছেন প্রসেনজিৎ মহাপাত্র। নিজের জীবন নতুন করে শুরু করেছেন। বাংলায় ফিরে এসেছেন। হিন্দিতেও কাজ করছেন। বন্ধু-প্রিয়জনদের জোরাজুরিতে নতুন করে শুরু করা সবকিছু। এই মুহূর্তে 'ঘুন' ছবির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছেন তিনি। তাঁর কম্পানি এই ছবিটি তৈরিতে সাহায্য করছেন।

প্রসেনজিৎ মহাপাত্রকে পাওয়া গেল 'ঘুন'-এর শুটিং ফ্লোরে। প্রসেনজিৎ মহাপাত্রর একান্ত সাক্ষাৎকার ETV Bharat-তে।

প্রসেনজিৎ মহাপাত্র

কলকাতা : বলিউডে প্রসেনজিৎ মহাপাত্রের জীবনের উপর ছবি তৈরি হচ্ছে। ছবির নাম 'ডেস্টিনি কালচক্র'। বলিউডে তাঁর লড়াই এতটাই ইন্টারেস্টিং, যে তা নিয়ে ছবি তৈরি হচ্ছে।


'ম্যানে পেয়ার কিয়া', 'রুদালী'-র মতো ছবিতে নেপথ্য মিউজ়িক অর্গানাইজার হিসেবে কাজ করেছিলেন প্রসেনজিৎ মহাপাত্র। কাজ করেছেন ভূপেন হাজারিকার মতো কিংবদন্তি সংগীত শিল্পীদের সঙ্গে। তারপর নানা কারণে বলিউড ছেড়ে নিজের ব্যবসা শুরু করেন। এক সময় তাঁকে প্রাণে মেরে দেওয়ার হুমকিও দেওয়া হয়। কিন্তু সে সবকে উপেক্ষা করেই ঠিক নিজের কাজ চালিয়ে গিয়েছেন প্রসেনজিৎ মহাপাত্র। নিজের জীবন নতুন করে শুরু করেছেন। বাংলায় ফিরে এসেছেন। হিন্দিতেও কাজ করছেন। বন্ধু-প্রিয়জনদের জোরাজুরিতে নতুন করে শুরু করা সবকিছু। এই মুহূর্তে 'ঘুন' ছবির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছেন তিনি। তাঁর কম্পানি এই ছবিটি তৈরিতে সাহায্য করছেন।

প্রসেনজিৎ মহাপাত্রকে পাওয়া গেল 'ঘুন'-এর শুটিং ফ্লোরে। প্রসেনজিৎ মহাপাত্রর একান্ত সাক্ষাৎকার ETV Bharat-তে।

প্রসেনজিৎ মহাপাত্র
Intro:বলিউডে তাঁর জীবনের উপর ছবি তৈরি হচ্ছে। ছবির নাম ডেস্টিনি কালচক্র। কথা হচ্ছে প্রসেনজিৎ মহাপাত্র সম্পর্কে। বলিউডে তাঁর লড়াই এতটাই ইন্টারেস্টিং, যে তা নিয়ে ছবি তৈরি হচ্ছে।


Body:ম্যানে পেয়ার কিয়া রুদ আলীর মতো ছবিতে নেপথ্য মিউজিক অর্গানাইজার হিসেবে কাজ করেছিলেন প্রসেনজিৎ মহাপাত্র। কাজ করেছেন ভূপেন হাজারিকার মতো কিংবদন্তি সঙ্গীত শিল্পীদের সঙ্গে। তারপর নানা কারণে বলিউড ছেড়ে নিজের ব্যবসা শুরু করেন। এক সময় তাঁকে প্রাণে মেরে দেওয়ার হুমকিও দেওয়া হয়। কিন্তু সেসবকে উপেক্ষা করে ঠিক নিজের কাজ চালিয়ে গিয়েছেন প্রসেনজিৎ মহাপাত্র। নিজের জীবন নতুন করে শুরু করেছেন। বাংলায় ফিরে এসেছেন। হিন্দিতেও কাজ করছেন। বন্ধু-প্রিয়জনদের জোরাজুরিতে নতুন করে শুরু করা সবকিছু। এই মুহূর্তে ঘুন ছবির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছেন তিনি। তাঁর কম্পানি এই ছবিটি তৈরিতে সাহায্য করছেন।


Conclusion:প্রসেনজিৎ মহাপাত্রকে পাওয়া গেল ঘুনের শুটিং ফ্লোরে। প্রসেনজিৎ মহাপাত্রর একান্ত সাক্ষাৎকার ETV Bharatতে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.