2000 সালে মিস ওয়ার্ল্ড বিউটি পেজেন্ট জেতেন প্রিয়াঙ্কা । তখন কতই বা বয়স তাঁর..অষ্টাদশীর ছোঁয়া লেগেছে সবে । গ্ল্যামার জগতে সেই পা রাখা । তখন কে জানত এই বাচ্চা মেয়েটাই একদিন গ্লোবাল আইকন হয়ে উঠবে ?
২০০২ সালে তামিল ছবি 'থামিজ়ান'-এর মাধ্যমে সিনেমা দুনিয়ায় পদার্পণ প্রিয়াঙ্কার । আর 2003 সালে 'দা হিরো : লাভ স্টোরি অফ অ্যা স্পাই' ছবি দিয়ে বলিউডে ডেবিউ করেন তিনি । তারপর আর ফিরে তাকানো নেই । 'অ্যাতরাজ়', 'ব্লাফমাস্টার', 'ডন'-এর মতো ছবি ধীরে ধীরে বলিউডে প্রতিষ্ঠা করে প্রিয়াঙ্কাকে ।
তবে প্রিয়াঙ্কা চোপড়া আজ শুধুমাত্র একজন অভিনেত্রী নন । তিনি একজন মাল্টি ট্যালেন্টেড ব্যাক্তিত্ব, যিনি অভিনয়ের পাশাপাশি গায়িকা ও সোশাল অ্যাক্টিভিস্ট হিসেবেও নজর কেড়েছেন ।
ডেবিউ ছবি 'থামিজ়ান'-এই প্রথম প্লেব্যাক করেছিলেন প্রিয়াঙ্কা । এছাড়াও 'বরসাত' ছবির 'সাজন সাজন', 'মেরি কম' ছবির 'ছাওড়ো' বা 'দিল ধড়কনে দো' ছবির টাইটেল ট্র্যাকে প্রিয়াঙ্কার গলা শোনার সৌভাগ্য হয়েছে দর্শকের । প্রিয়াঙ্কার গাওয়া মারাঠী গান 'বাবা' মন ছুঁয়ে যায় শ্রোতার । এই গানের জন্য 'মিরচি মিউজ়িক অ্যাওয়ার্ড মারাঠী' পুরস্কার পান প্রিয়াঙ্কা ।
বহুমুখী প্রতিভার অধিকারী প্রিয়াঙ্কা শুধুমাত্র এই দেশের গণ্ডির মধ্যেই সীমাবন্ধ থাকেননি । হলিউডেও আজ তাঁর গান আর অভিনয় আলোচ্য বিষয় । টিভি সিরিজ় 'কোয়ান্টিকো' প্রিয়াঙ্কাকে অনেক বেশি জনপ্রিয়তা এনে দেয় হলিউডের দরবারে।
ক্যারিয়ারের মধ্যগগনে থাকাকালীন প্রিয়াঙ্কা বিয়ে করেন নিক জোনাসকে । আর বিয়ের পরও চুটিয়ে কাজ করছেন তিনি । বিয়ে যে কোনও নারীর ক্যারিয়ারে ফুলস্টপ নয়, সেটা প্রমাণ করলেন প্রিয়াঙ্কা ।
আপাতত নিজের ম্যারেড লাইফ চুটিয়ে উপভোগ করছেন প্রিয়াঙ্কা । একইসঙ্গে তাঁর ঝুলিতে রয়েছে অনেক নতুন প্রোজেক্ট । প্রতীক্ষায় দর্শক ।
জন্মদিনের প্রিয়াঙ্কা চোপড়াকে ETV ভারত সিতারার তরফ থেকে অনেক শুভেচ্ছা ।