মুম্বই : অ্যামেরিকায় অনেকদিন আগেই থাবা বসিয়েছিল কোরোনা । তার জেরে টানা দু'মাস কোয়ারেন্টাইনে ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া । ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে অ্যামেরিকা । আর সেই কারণেই গতকাল দু'মাস পর বাড়ি থেকে বের হলেন প্রিয়াঙ্কা ।
অ্যামেরিকায় কোরোনায় আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 80 হাজার । আর আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে প্রায় 12 লাখ । সেখানকার পরিস্থিতির কথা চিন্তা করে টানা দু'মাস স্বামী নিক জোনাসের সঙ্গে হোম কোয়ারেন্টাইনে ছিলেন প্রিয়াঙ্কা । দু'মাস পর গতকাল বাড়ি থেকে বের হন তিনি ।
- View this post on Instagram
Eyes are never quiet. #FirstDayOutIn2Months Thanks for the masks @avoyermagyan
">
বাইরে বের হওয়ার ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন প্রিয়াঙ্কা । তবে বাইরে বের হলেও মাস্ক পরতে ভোলেননি তিনি । ছবির ক্যাপশনে লেখেন, "চোখ কখনওই শান্ত থাকে না । দু'মাস পর প্রথম বাড়ি থেকে বের হলাম ।" ছবি শেয়ার করার সঙ্গে সঙ্গেই তাতে কমেন্ট করেন অনেকে । ফ্যাশন ডিজ়াইনার মণীশ মলহোত্রা লেখেন, "তোমার চোখ সব সময় জ্বলজ্বল করে ।"
এদিকে অ্যামেরিকার পরিস্থিতি নিয়ে খুবই চিন্তায় ছিলেন প্রিয়াঙ্কার মা মধু চোপড়া । এক সর্বভারতীয় সংবাদমাধ্য়মকে মধু বলেছিলেন, "অ্যামেরিকার অবস্থা তো খুব খারাপ । আমার রোজ একাধিক বার ওঁর (প্রিয়াঙ্কা চোপড়া) সঙ্গে ফেসটাইমে কথা হয় ।"
এদিকে এই কঠিন পরিস্থিতির মধ্যেও মা মধু চোপড়া ও শাশুড়ি মা ডেনিস জোনাসকে আন্তর্জাতিক মাতৃদিবসের শুভেচ্ছা জানিয়েছিলেন প্রিয়াঙ্কা । তিনি লেখেন, "এই পরিস্থিতির মধ্যে আমার মা ও শাশুড়ি মা কাউকেই জড়িয়ে ধরতে বা তাদের সঙ্গে মাতৃদিবস পালন করতে পারলাম না । এই সময় যাঁরা পরিবারের সঙ্গে রয়েছেন তাঁরা সবার খেয়াল রাখুন ।"