মুম্বই : নিজের পরবর্তী ছবি 'দা স্কাই ইজ় পিঙ্ক'-র প্রথম পোস্টার শেয়ার করলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া । ছবিতে প্রিয়াঙ্কা ছাড়াও রয়েছেন ফারহান আখতার, জ়ায়রা ওয়াসিম ও রোহিত সরফ ।
সোনালি বোস পরিচালিত 'দা স্কাই ইজ় পিঙ্ক'-র স্ক্রিনিং হবে 13 সেপ্টেম্বর টরেন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে ।
প্রিয়াঙ্কা ইনস্টাগ্রামে ছবির প্রথম পোস্টার শেয়ার করেছেন । যেটি দেখে আপনাদের পরিবারের কথা মনে হতে পারে । পোস্টারে মুখ্য চরিত্রগুলিকে খুব খুশির মধ্যে দেখা গেছে ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
পোস্টারটির মধ্যে খুশি, আনন্দ, ভালবাসা, মজা ও রিফ্রেশমেন্ট খুঁজে পাবে দর্শক । পোস্টারে দেখা যাচ্ছে, প্রিয়াঙ্কা ফারহানের কাঁধে চড়েছে । ফারহান ওইভাবেই রোহিত ও জ়াইরার সঙ্গে দৌড়চ্ছে । একটা ক্রেজ়ি পরিবারের জার্নি যেন এটা ।
পোস্টারটি শেয়ারের পাশাপাশি প্রিয়াঙ্কা জানিয়েছেন, আগামীকাল ছবির ট্রেলার মুক্তি পাবে । তিনি ক্যাপশনে লেখেন, "এই পরিবারে কোনও জেনারেশন পাগলামোকে স্কিপ করেনি । আগামীকাল সকাল 10 টায় ছবির ট্রেলার মুক্তি পাবে ।"
'দা স্কাই ইজ় পিঙ্ক'-এ অভিনয় করে তিন বছর পর বলিউডে ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া । আয়েসা চৌধুরির জীবনের উপর তৈরি ছবিটি । 13 বছর বয়সে ইমিউন ডিফিসিয়েন্সি ধরা পড়ে তাঁর । পরে তিনি একজন মোটিভেশনাল স্পিকার হয়ে ওঠেন ।
11 অক্টোবর মুক্তি পাবে 'দা স্কাই ইজ় পিঙ্ক' ।