ETV Bharat / sitara

চিনতে পারছেন এই বলিউড তারকাকে ? - প্রিয়াঙ্কা চোপড়ার খবর

ছবির এই ছোট্ট মেয়েটা এক বলিউড তারকা । শুধু বলিউড বললে ভুল বলা হবে, তিনি একজন আন্তর্জাতিক স্তরের তারকা । চেনা যাচ্ছে ?

Priyanka chopra in military uniform
Priyanka chopra in military uniform
author img

By

Published : Dec 11, 2020, 12:00 PM IST

মুম্বই : মেমরি লেন খুঁজে একটি পুরোনো ছবি বের করলেন প্রিয়াঙ্কা চোপড়া । হ্যাঁ, উপরের ছবিটি প্রিয়াঙ্কার । ভারতীয় সেনার ইউনিফর্ম পরে ঠিক রবি ঠাকুরের বীরপুরুষের মতোই লাগছে তাঁকে । খালি পোশাকের সাইজ়টা একটু বেশিই বড়, তাই না ?

আসলে প্রিয়াঙ্কার বাবা একজন ভারতীয় সৈনিক ছিলেন । বাবাকে ছোটো থেকেই অন্ধের মতো ফলো করতে অভিনেত্রী । তাই বাড়িতে বাবার পোশাক পরে থাকতেন তিনি । বড় হয়ে বাবার মতোই ইন্ডিয়ান আর্মিতে যোগ দেওয়ার ইচ্ছে ছিল প্রিয়াঙ্কার ।

তবে ভাগ্য অন্য কিছুই লেখা ছিল । তাই আর্মিতে যোগ দেওয়া হয়নি তাঁর । তার বদলে প্রিয়াঙ্কা আরও অনেক কিছু অ্যাচিভ করেছেন, যা নিয়ে তাঁর বাবা-মা খুব গর্বিত । নিজের আত্মজীবনী 'আনফিনিশড'-এর অ্যালবাম থেকে ছবিটি তুলে দিয়েছেন প্রিয়াঙ্কা । এমন আরও অনেক দুর্মূল্য ছবি থাকবে তাঁর বইতে বোঝাই যাচ্ছে ।

দেখে নিন তাঁর পোস্ট...

মুম্বই : মেমরি লেন খুঁজে একটি পুরোনো ছবি বের করলেন প্রিয়াঙ্কা চোপড়া । হ্যাঁ, উপরের ছবিটি প্রিয়াঙ্কার । ভারতীয় সেনার ইউনিফর্ম পরে ঠিক রবি ঠাকুরের বীরপুরুষের মতোই লাগছে তাঁকে । খালি পোশাকের সাইজ়টা একটু বেশিই বড়, তাই না ?

আসলে প্রিয়াঙ্কার বাবা একজন ভারতীয় সৈনিক ছিলেন । বাবাকে ছোটো থেকেই অন্ধের মতো ফলো করতে অভিনেত্রী । তাই বাড়িতে বাবার পোশাক পরে থাকতেন তিনি । বড় হয়ে বাবার মতোই ইন্ডিয়ান আর্মিতে যোগ দেওয়ার ইচ্ছে ছিল প্রিয়াঙ্কার ।

তবে ভাগ্য অন্য কিছুই লেখা ছিল । তাই আর্মিতে যোগ দেওয়া হয়নি তাঁর । তার বদলে প্রিয়াঙ্কা আরও অনেক কিছু অ্যাচিভ করেছেন, যা নিয়ে তাঁর বাবা-মা খুব গর্বিত । নিজের আত্মজীবনী 'আনফিনিশড'-এর অ্যালবাম থেকে ছবিটি তুলে দিয়েছেন প্রিয়াঙ্কা । এমন আরও অনেক দুর্মূল্য ছবি থাকবে তাঁর বইতে বোঝাই যাচ্ছে ।

দেখে নিন তাঁর পোস্ট...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.