ETV Bharat / sitara

কঙ্গনাকে বয়কট করার সিদ্ধান্তে অনড় প্রেস ক্লাব - boycott

এই প্রথম নয় । আগেও কঙ্গনা এরকম ব্যবহার করেছেন । তাই তাঁকে বয়কট করার সিদ্ধান্তে অনড় থাকলেন প্রেস ক্লাব অফ ইন্ডিয়া ।

কঙ্গনা
author img

By

Published : Jul 14, 2019, 7:59 PM IST

মুম্বই : 'জাজমেন্টাল হ্যায় কেয়া'-র গানের লঞ্চের অনুষ্ঠানে PTI-র সাংবাদিক জাস্টিন রাওয়ের সঙ্গে বিতর্কে জড়িয়েছিলেন বলিউড 'কুইন' কঙ্গনা রানাওয়াত । এই বিতর্কের জন্য ক্ষমা চাওয়ার ব্যাপারে না করে দেওয়ায় কঙ্গনাকে বয়কট করার সিদ্ধান্তেই অনড় থাকলেন এন্টারটেইনমেন্ট জার্নালিস্ট গিল্ডের সদস্যরা । গতকাল এই সিদ্ধান্তের কথা ঘোষণা করল প্রেস ক্লাব অফ ইন্ডিয়া ।

প্রেস ক্লাব অফ ইন্ডিয়া একটি বিবৃতিতে বলে, "একজন বলিউড অভিনেত্রীর মিডিয়া পারসনের বিরুদ্ধে অসভ্য, সংস্কৃতিহীন, অকথ্য ও অশ্লীল ভাষা ব্যবহার করায় আমরা, প্রেস ক্লাব অফ ইন্ডিয়া হতবুদ্ধি, বেদনার্থ ও অবাক । আমরা সম্ভাব্য শক্তিশালী শব্দ দিয়ে এর নিন্দা করছি । সাংবাদিকদের প্রতি এই আচরণ গ্রহণযোগ্য নয় ।"

বিবৃতিতে আরও বলা হয়েছে, "মুম্বইয়ে বিনোদন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত সাংবাদিকরা (এন্টারটেনমেন্ট জার্নালিস্টস গিল্ড) যে বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন আমরা তাকে সমর্থন করি ।"

'জাজমেন্টাল হ্যায় কেয়া'-র প্রযোজক একতা কাপুরের হয়ে বালাজী টেলিফিল্মস্ এই ঘটনার জন্য ক্ষমা চাইলেও কঙ্গনা ক্ষমা চাইবেন না বলে জানিয়ে দিয়েছেন ।

মুম্বই : 'জাজমেন্টাল হ্যায় কেয়া'-র গানের লঞ্চের অনুষ্ঠানে PTI-র সাংবাদিক জাস্টিন রাওয়ের সঙ্গে বিতর্কে জড়িয়েছিলেন বলিউড 'কুইন' কঙ্গনা রানাওয়াত । এই বিতর্কের জন্য ক্ষমা চাওয়ার ব্যাপারে না করে দেওয়ায় কঙ্গনাকে বয়কট করার সিদ্ধান্তেই অনড় থাকলেন এন্টারটেইনমেন্ট জার্নালিস্ট গিল্ডের সদস্যরা । গতকাল এই সিদ্ধান্তের কথা ঘোষণা করল প্রেস ক্লাব অফ ইন্ডিয়া ।

প্রেস ক্লাব অফ ইন্ডিয়া একটি বিবৃতিতে বলে, "একজন বলিউড অভিনেত্রীর মিডিয়া পারসনের বিরুদ্ধে অসভ্য, সংস্কৃতিহীন, অকথ্য ও অশ্লীল ভাষা ব্যবহার করায় আমরা, প্রেস ক্লাব অফ ইন্ডিয়া হতবুদ্ধি, বেদনার্থ ও অবাক । আমরা সম্ভাব্য শক্তিশালী শব্দ দিয়ে এর নিন্দা করছি । সাংবাদিকদের প্রতি এই আচরণ গ্রহণযোগ্য নয় ।"

বিবৃতিতে আরও বলা হয়েছে, "মুম্বইয়ে বিনোদন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত সাংবাদিকরা (এন্টারটেনমেন্ট জার্নালিস্টস গিল্ড) যে বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন আমরা তাকে সমর্থন করি ।"

'জাজমেন্টাল হ্যায় কেয়া'-র প্রযোজক একতা কাপুরের হয়ে বালাজী টেলিফিল্মস্ এই ঘটনার জন্য ক্ষমা চাইলেও কঙ্গনা ক্ষমা চাইবেন না বলে জানিয়ে দিয়েছেন ।

Intro:Body:

kangana press


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.