মুম্বই : লকডাউনের মধ্যে বাড়িতেই রয়েছেন প্রীতি জ়িন্টা । পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছেন তিনি । আর তাছাড়া সময় পেলেই মেতে উঠছেন পোষ্যর সঙ্গে । প্রায় প্রতিদিনই পোষ্যর সঙ্গে তোলা কোনও ছবি পোস্ট করেন তিনি । আর এবার পোষ্যর সঙ্গে ঘুমাতে দেখা গেল তাঁকে ।
আজ ইনস্টাগ্রামে পোষ্য ব্রুনোর সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেন প্রীতি । যেখানে পোষ্যকে জড়িয়ে ধরে ঘুমাতে দেখা গিয়েছে তাঁকে । নিশ্চিন্তে ঘুমাচ্ছে তাঁর পোষ্যও । ছবির ক্যাপশনে প্রীতি লেখেন, "যদি কাউকে ভালোবাসো তাহলে তাকে ঘুমাতে দাও ।"
- View this post on Instagram
If you love someone let them sleep ❤️ #Nap #stayhome #staysafe #Bruno #dutchie #cuddle #ting
">
এর আগে ইনস্টাগ্রামে মা ও স্বামী জিনে গুডএনাফের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেন প্রীতি । সবার মুখেই রয়েছে মাস্ক । ছবির ক্যাপশনে প্রীতি লেখেন, "লাইফ আজ কাল । আশা করি আপনারা সবাই মাস্ক পরছেন ? একমাত্র এর মাধ্যমেই আমরা কোরোনা ভাইরাসের সঙ্গে লড়াই করতে পারব ।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
তবে লকডাউনের মধ্যো পোষ্যর সঙ্গেই বেশি সময় কাটাচ্ছেন তিনি । যোগা থেকে শুরু করে সব জায়গাতেই প্রীতির সঙ্গে দেখা যাচ্ছে ব্রুনোকে । কখনও আবার ব্রুনোর সঙ্গে খেলায় মেতে উঠছেন তিনি ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">