ETV Bharat / sitara

"যদি একটা ছবি করে কঙ্গনা নিজেকে রানি লক্ষ্মীবাই ভাবেন তাহলে..." - Kangana think she Rani Laxmi Bai

সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন প্রকাশ রাজ । তার ক্যাপশনে লেখেন, "যদি একটা ছবি করে কঙ্গনা নিজেকে রানি লক্ষ্মীবাই ভাবেন তাহলে দীপিকা পদ্মাবতী, হৃতিক আকবর, শাহরুখ অশোক, অজয় ভগৎ সিং, আমির মঙ্গল পান্ডে আর বিবেক মোদি জি।"

AS
as
author img

By

Published : Sep 14, 2020, 4:27 PM IST

মুম্বই : কয়েকটা ছবির কোলাজ । যেখানে এক একজন অভিনেতার অভিনীত কয়েকটি ঐতিহাসিক চরিত্রের ছবি রয়েছে । রয়েছে রানি লক্ষ্মীবাইয়ের চরিত্রে অভিনীত কঙ্গনার ছবিও । আর তার মাধ্যমেই তাঁর উদ্দেশে কটাক্ষ ছুড়ে দিলেন অভিনেতা প্রকাশ রাজ ।

তাঁর শেয়ার করা কোলাজে অশোকের চরিত্রে শারুখকে, মঙ্গল পান্ডের চরিত্রে আমির খানকে, দীপিকা পাডুকোনকে রানি পদ্মাবতীর চরিত্রে, হৃতিককে আকবর, অজয় দেবগনকে ভগৎ সিং এবং বিবেক ওবেরয়কে নরেন্দ্র মোদির ভূমিকায় দেখা গিয়েছে । সঙ্গে রয়েছে রানি লক্ষ্মীবাইয়ের চরিত্রে অভিনীত কঙ্গনার ছবিও ।

শুধু সেই ছবি পোস্টই করেননি, সঙ্গে লেখেন "যদি একটা ছবি করে কঙ্গনা নিজেকে রানি লক্ষ্মীবাই ভাবেন তাহলে দীপিকা পদ্মাবতী, হৃতিক আকবর, শাহরুখ অশোক, অজয় ভগৎ সিং, আমির মঙ্গল পান্ডে আর বিবেক মোদি জি।"

সঙ্গে সঙ্গে তাঁর উত্তর দিতে ছাড়েননি কঙ্গনার ফ্যানেরা । একজন লেখেন, "আপনার যদি অফিস ভাঙা হত তাহলে আপনি কী করতেন ।" আরও অনেকেই এর প্রতিক্রিয়া দিয়েছেন ।

মুম্বইকে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করার পর থেকেই কঙ্গনাকে আক্রমণ করে চলেছে শিবসেনা নেতৃত্ব । পালটা আক্রমণ করেছেন কঙ্গনাও ।

এর আগে নিজেকে জাতীয়তাবাদী প্রমাণ করতে একাধিকবার 'মণিকর্ণিকা'-র উদাহরণ তুলে ধরেছেন কঙ্গনা । দাবি করেছেন তিনি কীভাবে মহারাষ্ট্রের পাশে দাঁড়িয়েছেন । চলতি মাসের শুরুতে তিনি টুইট করেছিলেন, "যাঁরা মহারাষ্ট্রের প্রতি তাঁদের ভালোবাসা দেখাচ্ছেন তাঁদের জানা উচিত আমি হিন্দি সিনেমার ইতিহাসে প্রথম অভিনেতা বা পরিচালক যে কি না মারাঠিদের গর্ব শিবাজী মহারাজ ও রানি লক্ষ্মীবাইকে বড় পরদায় এনেছি ।"

মুম্বই : কয়েকটা ছবির কোলাজ । যেখানে এক একজন অভিনেতার অভিনীত কয়েকটি ঐতিহাসিক চরিত্রের ছবি রয়েছে । রয়েছে রানি লক্ষ্মীবাইয়ের চরিত্রে অভিনীত কঙ্গনার ছবিও । আর তার মাধ্যমেই তাঁর উদ্দেশে কটাক্ষ ছুড়ে দিলেন অভিনেতা প্রকাশ রাজ ।

তাঁর শেয়ার করা কোলাজে অশোকের চরিত্রে শারুখকে, মঙ্গল পান্ডের চরিত্রে আমির খানকে, দীপিকা পাডুকোনকে রানি পদ্মাবতীর চরিত্রে, হৃতিককে আকবর, অজয় দেবগনকে ভগৎ সিং এবং বিবেক ওবেরয়কে নরেন্দ্র মোদির ভূমিকায় দেখা গিয়েছে । সঙ্গে রয়েছে রানি লক্ষ্মীবাইয়ের চরিত্রে অভিনীত কঙ্গনার ছবিও ।

শুধু সেই ছবি পোস্টই করেননি, সঙ্গে লেখেন "যদি একটা ছবি করে কঙ্গনা নিজেকে রানি লক্ষ্মীবাই ভাবেন তাহলে দীপিকা পদ্মাবতী, হৃতিক আকবর, শাহরুখ অশোক, অজয় ভগৎ সিং, আমির মঙ্গল পান্ডে আর বিবেক মোদি জি।"

সঙ্গে সঙ্গে তাঁর উত্তর দিতে ছাড়েননি কঙ্গনার ফ্যানেরা । একজন লেখেন, "আপনার যদি অফিস ভাঙা হত তাহলে আপনি কী করতেন ।" আরও অনেকেই এর প্রতিক্রিয়া দিয়েছেন ।

মুম্বইকে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করার পর থেকেই কঙ্গনাকে আক্রমণ করে চলেছে শিবসেনা নেতৃত্ব । পালটা আক্রমণ করেছেন কঙ্গনাও ।

এর আগে নিজেকে জাতীয়তাবাদী প্রমাণ করতে একাধিকবার 'মণিকর্ণিকা'-র উদাহরণ তুলে ধরেছেন কঙ্গনা । দাবি করেছেন তিনি কীভাবে মহারাষ্ট্রের পাশে দাঁড়িয়েছেন । চলতি মাসের শুরুতে তিনি টুইট করেছিলেন, "যাঁরা মহারাষ্ট্রের প্রতি তাঁদের ভালোবাসা দেখাচ্ছেন তাঁদের জানা উচিত আমি হিন্দি সিনেমার ইতিহাসে প্রথম অভিনেতা বা পরিচালক যে কি না মারাঠিদের গর্ব শিবাজী মহারাজ ও রানি লক্ষ্মীবাইকে বড় পরদায় এনেছি ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.