মুম্বই : পরিচালক ওম রাউতের পরবর্তী ছবি 'আদিপুরুষ'। সেখানে প্রভাসের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে সইফ আলি খানকে । 2022 সালের 11 অগাস্ট সিনেমা হলে মুক্তি পাবে ছবিটি ।
ছবিটি প্রযোজনা করছে টি সিরিজ় । 'রামায়ণ'-এর থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হবে এই ছবি । সেখানে রামের চরিত্রে দেখা যাবে 'বাহুবলী' খ্যাত অভিনেতা প্রভাস । আর রাবণের চরিত্রে সইফ ।
চলতি বছরের জানুয়ারিতে মুক্তি পেয়েছিল ওম রাউতের 'তানাজি : দা আনসাং ওয়ারিয়র'। বক্স অফিসে ব্যাপক সাফল্য পায় এই ছবি । তারপরই 'আদিপুরুষ' তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
রাউত ও প্রভাস দু'জনেই এই ছবির মুক্তির দিন সোশাল মিডিয়ায় ঘোষণা করেন । তার সঙ্গে ছবির লোগোও প্রকাশ করেছিলেন ।
আপাতত ছবির শুটিং হয়নি । সব ঠিক থাকলে 2021 সালের জানুয়ারিতে শুরু হবে শুটিং । হিন্দি ও তেলুগুতে 'আদিপুরুষ'-এর শুটিং করা হবে । এরপর তামিল, মালায়লম, কন্নড় ও বিভিন্ন বিদেশি ভাষায় এই ছবির ডাবিং করা হবে ।
এর আগে এই ছবি প্রসঙ্গে ওম রাউত বলেছিলেন, "এই ছবির মুখ্য চরিত্রের জন্য প্রভাস সঠিক । তাঁর একটা আলাদা ব্যক্তিত্ব রয়েছে । আমি তার মধ্যে 'আদিপুরুষ'-এর একটা সত্ত্বা দেখতে পাই ।"