মুম্বই : অবশেষে মুক্তি পাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বায়োপিক। আগামী ২৪ মে ছবির মুক্তি বলে জানিয়েছেন নির্মাতারা।
আজ প্রযোজকদের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে ছবিটি মুক্তি পাবে লোকসভা নির্বাচনের ফলাফল বেরোনর পরই। তাঁদের কথায়, "দায়িত্বপূর্ণ নাগরিক হিসেবে দেশের আইনকে শ্রদ্ধা করি। অনেক আলোচনা করে এবং ছবির উৎসাহ সব মিলিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছে যে লোকসভা নির্বাচনের পরই ছবিটি মুক্তি পাবে।"
২৩ মে নির্বাচনের ফলাফল। প্রযোজক সন্দীপ সিং জানিয়েছেন, "আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ২৪ মে ছবিটি মুক্তি পাবে।" ১৯ মে নির্বাচন শেষ। ছবির নির্মাতাদের হাতে মাত্র ৪ দিন সময় থাকছে প্রচারের জন্য।
তিনি আরও বলেন, "এবার বোধহয় আর কারোর কোনও সমস্যা থাকবে না এবং আমরা সহজে ছবিটি রিলিজ় করতে পারব।"
লোকসভা নির্বাচন শুরুর একসপ্তাহ আগে ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। তবে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র না পাওয়ায় ছবিটি একসপ্তাহ পিছিয়ে যায়। ততদিনে নির্বাচন কমিশনের কাছে বিরোধীপক্ষ থেকে একাধিক অভিযোগ পড়তে থাকে। এরপরই নির্বাচন কমিশন ছবিটির মুক্তিতে নিষেধাজ্ঞা জারি করে। নির্মাতারা সুপ্রিম কোর্টে গেলেও কোনও লাভ হয়নি। শীর্ষ আদালত গোটা সিদ্ধান্তই ছেড়ে দেয় কমিশনের উপর।
- " class="align-text-top noRightClick twitterSection" data="">