ETV Bharat / sitara

লোকসভা ভোটের জের, মুক্তির তারিখ বদল মোদির বায়োপিকের - boipic

ভোটের দিন ঘোষণা হয়েছে। রাজনৈতিক দলগুলি আটঘাট বেঁধে ময়দানে নেমেছে। তবে এর মাঝেই এগিয়ে গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বায়োপিকের তারিখ। ১২ এপ্রিলের বদলে এবার ছবি মুক্তি পাবে ৫ এপ্রিল। কিন্তু, হঠাৎ মুক্তির তারিখ বদল কেন ?

পোস্টার
author img

By

Published : Mar 19, 2019, 11:53 AM IST

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে ছবির প্রযোজক সন্দীপ এস সিং জানান যে, জনগণের দাবিতেই একসপ্তাহ এগিয়ে আনা হয়েছে। সন্দীপের কথায়, "পাবলিক ডিমান্ডে ছবিটিকে আমরা একসপ্তাহ এগিয়ে এনেছি। মানুষের থেকে এত প্রশংসা ও ভালো পাচ্ছি যে আমরা তাঁদের অপেক্ষা করাতে চাইনি বেশিদিন। এই গল্পটা ১৩০ কোটি মানুষের। এবং আমি তাঁদের অপেক্ষা করতে দেখতে পারব না।"

২৩টি আলাদা ভাষায় আসতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বায়োপিক। মোদির চরিত্রে অভিনয় করছেন বিবেক ওবেরয়। এছাড়াও ছবিতে আছেন বমন ইরানি, যতীন কারেকার, রমাকান্ত ধ্যামা সহ আরও অনেকে।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে ছবির প্রযোজক সন্দীপ এস সিং জানান যে, জনগণের দাবিতেই একসপ্তাহ এগিয়ে আনা হয়েছে। সন্দীপের কথায়, "পাবলিক ডিমান্ডে ছবিটিকে আমরা একসপ্তাহ এগিয়ে এনেছি। মানুষের থেকে এত প্রশংসা ও ভালো পাচ্ছি যে আমরা তাঁদের অপেক্ষা করাতে চাইনি বেশিদিন। এই গল্পটা ১৩০ কোটি মানুষের। এবং আমি তাঁদের অপেক্ষা করতে দেখতে পারব না।"

২৩টি আলাদা ভাষায় আসতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বায়োপিক। মোদির চরিত্রে অভিনয় করছেন বিবেক ওবেরয়। এছাড়াও ছবিতে আছেন বমন ইরানি, যতীন কারেকার, রমাকান্ত ধ্যামা সহ আরও অনেকে।

Intro:Body:Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.