মুম্বই : আম্বালাতে জন্ম পরিণীতি চোপড়ার । বড় হয়ে ওঠাও সেখানেই । ইতিমধ্যেই একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি । নিজের শহরে শুটিংয়ের বড়ই ইচ্ছে ছিল তাঁর । কিন্তু, সেই সুযোগ কখনও পাননি তিনি । তবে এবার তাঁর সেই স্বপ্ন পূরণ হতে চলেছে বলে জানা গিয়েছে ।
'লেডিস ভার্সেস রিকি বহেল' ছবির একটি ছোটো দৃশ্য দিয়ে অভিনয় শুরু করেছিলেন পরিণীতি । এরপর অর্জুন কাপুরের সঙ্গে 'ইশকজ়াদে' ছবিতে স্ক্রিন শেয়ার করে প্রশংসা কুড়িয়ে নিয়েছিলেন । তাছাড়া বিজ্ঞাপন ও সিনেমার জন্য দেশ-বিদেশের নানা প্রান্তে শুটিং করেছেন তিনি । কিন্তু, কখনও আম্বালায় শুটিং করা হয়ে ওঠেনি । এবার এই স্বপ্ন পূরণ করতে চলেছেন তিনি ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
সূত্রের খবর, আম্বালায় একটি ব্র্যান্ডের শুটিং করবেন পরিণীতি । এর মাধ্যমে ওই শহরে প্রথমবার শুটিং করতে দেখা যাবে তাঁকে । আর এই শুটিংয়ের মাধ্যমে কয়েকটা দিন পরিবারের সঙ্গে কাটাতে পারবেন তিনি । এর জন্য খুবই আনন্দিত অভিনেত্রী ।
আম্বলায় ওই ব্র্যান্ডের শুটিং শেষ করে ফের মুম্বইতে ফিরে যাবেন পরিণীতি । তারপর আপকামিং ছবি 'দা গার্ল অন দা ট্রেন'-এর প্রচার করবেন তিনি । 26 ফেব্রুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পাবে ছবিটি ।
এছাড়া দিবাকর ব্যানার্জির 'সন্দীপ অউর পিঙ্কি ফারার' ছবিতেও দেখা যাবে পরিণীতিকে । মুক্তির অপেক্ষায় রয়েছে ছবিটি । পাশাপাশি সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত 'অ্যানিম্যাল'-এ রণবীর কাপুরের স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন তিনি ।