মুম্বই : বড় পরদায় ঢিশুম ঢিশুম করা অভিনেতাদের সাধারণত 'হিরো' বলা হয় । তাঁর হলেন রিল লাইফ হিরো । কিন্তু, বাস্তব জীবনে কারা হিরো ? বর্ডারে দাঁড়িয়ে থাকা মানুষগুলো, যাঁরা প্রতিদিন নিজেদের জীবনের বাজি রেখে দেশকে রক্ষা করছেন তাঁরাই তো প্রকৃত হিরো । যাঁরা কোরোনার ভয়কে তুচ্ছ করে দিনরাত পথে কাটাচ্ছেন নাগরিকদের সুরক্ষা দিতে, তাঁরাই তো সত্যিকারের হিরো ।
তাই সেই মানুষগুলোকে 'হিরো' বলে ডাকার আর্জি পরেশ রাওয়ালের । তাহলে পরদার 'হিরো'-দের কী হবে ? সেই উপায়ও বলেছেন পরেশ । পরদার হিরোদের 'এন্টারটেনার' বলার উপদেশ দিলেন বর্ষীয়ান অভিনেতা ।
পরেশ লিখেছেন, "আমাদের পরবর্তী প্রজন্মকে প্রকৃত হিরোর অর্থ বোঝাতে সেনাবাহিনী ও পুলিশদের 'হিরো' বলা উচিত । আর অভিনেতাদের 'এন্টারটেনার' বলে ডাকা উচিত ।"
পরেশের এই প্রস্তাব বেশ পছন্দ করেছেন নেটিজেনরা । প্রায় 25 হাজার লোক টুইটটি শেয়ার করেছেন নিজেদের ওয়ালে । খুব একটা ভুল কথা বলেননি পরেশ, মনে করছেন তাঁরা ।
দেখে নিন টুইট...