মুম্বই : এবার ডিজিটালে ডেবিউ করছেন পরেশ রাওয়াল । যদিও অভিনেতা হিসেবে নয় । প্রযোজকের ভূমিকায় দেখা যাবে তাঁকে ।
একটি সাইকোলজিকাল-থ্রিলার ছবি প্রযোজনা করেছেন পরেশ রাওয়াল । ছবির নাম 'ওয়েলকাম হোম'। ডিজিটাল প্ল্যাটফর্ম সোনি লিভে আজই মুক্তি পাবে ছবিটি ।
আজ একথা ঘোষণা করেন সিনেমা সমালোচক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ । টুইট করে তিনি লেখেন, "প্রযোজক হিসেবে ডিজিটালে ডেবিউ করছেন পরেশ রাওয়াল...হেমল এ ঠাক্কার ও স্বরূপ রাওয়ালের সঙ্গে হাত মিলিয়ে #ওয়েলকাম হোম নামে একটি সাইকো-থ্রিলারের প্রযোজনা করেছেন তিনি ।"
-
PARESH RAWAL'S DIGITAL DEBUT AS PRODUCER... #PareshRawal and Hemal A Thakkar join hands for a psycho-thriller... Film titled #WelcomeHome... Directed by Pushkar Mahabal... Produced by #PareshRawal, #HemalAThakkar and #SwaroopRawal... Streams on on #SonyLiv from today. pic.twitter.com/I3Sjnj5Thk
— taran adarsh (@taran_adarsh) November 6, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">PARESH RAWAL'S DIGITAL DEBUT AS PRODUCER... #PareshRawal and Hemal A Thakkar join hands for a psycho-thriller... Film titled #WelcomeHome... Directed by Pushkar Mahabal... Produced by #PareshRawal, #HemalAThakkar and #SwaroopRawal... Streams on on #SonyLiv from today. pic.twitter.com/I3Sjnj5Thk
— taran adarsh (@taran_adarsh) November 6, 2020PARESH RAWAL'S DIGITAL DEBUT AS PRODUCER... #PareshRawal and Hemal A Thakkar join hands for a psycho-thriller... Film titled #WelcomeHome... Directed by Pushkar Mahabal... Produced by #PareshRawal, #HemalAThakkar and #SwaroopRawal... Streams on on #SonyLiv from today. pic.twitter.com/I3Sjnj5Thk
— taran adarsh (@taran_adarsh) November 6, 2020
ছবিটি পরিচালনা করেন পুষ্কর মহাবল । আজ থেকে সোনি লিভে দেখা যাবে এই ছবি ।
কাজের দিক থেকে এই মুহূর্তে একাধিক ছবি রয়েছে পরেশ রাওয়ালের হাতে । তার মধ্যে রয়েছে 'হেরা ফেরি 3', 'হাঙ্গামা 2', 'তুফান', 'আঁখ মিচোলি'-র মতো ছবি ।