ETV Bharat / sitara

প্রযোজক হিসেবে ডিজিটালে ডেবিউ পরেশ রাওয়ালের - Paresh Rawal as producer

প্রযোজক হিসেবে এবার ডিজিটালে ডেবিউ করতে চলেছেন পরেশ রাওয়াল । ছবির নাম 'ওয়েলকাম হোম'। আজ থেকে সোনি লিভে দেখা যাবে ছবিটি ।

sfd
sdf
author img

By

Published : Nov 6, 2020, 3:48 PM IST

মুম্বই : এবার ডিজিটালে ডেবিউ করছেন পরেশ রাওয়াল । যদিও অভিনেতা হিসেবে নয় । প্রযোজকের ভূমিকায় দেখা যাবে তাঁকে ।

একটি সাইকোলজিকাল-থ্রিলার ছবি প্রযোজনা করেছেন পরেশ রাওয়াল । ছবির নাম 'ওয়েলকাম হোম'। ডিজিটাল প্ল্যাটফর্ম সোনি লিভে আজই মুক্তি পাবে ছবিটি ।

আজ একথা ঘোষণা করেন সিনেমা সমালোচক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ । টুইট করে তিনি লেখেন, "প্রযোজক হিসেবে ডিজিটালে ডেবিউ করছেন পরেশ রাওয়াল...হেমল এ ঠাক্কার ও স্বরূপ রাওয়ালের সঙ্গে হাত মিলিয়ে #ওয়েলকাম হোম নামে একটি সাইকো-থ্রিলারের প্রযোজনা করেছেন তিনি ।"

ছবিটি পরিচালনা করেন পুষ্কর মহাবল । আজ থেকে সোনি লিভে দেখা যাবে এই ছবি ।

কাজের দিক থেকে এই মুহূর্তে একাধিক ছবি রয়েছে পরেশ রাওয়ালের হাতে । তার মধ্যে রয়েছে 'হেরা ফেরি 3', 'হাঙ্গামা 2', 'তুফান', 'আঁখ মিচোলি'-র মতো ছবি ।

মুম্বই : এবার ডিজিটালে ডেবিউ করছেন পরেশ রাওয়াল । যদিও অভিনেতা হিসেবে নয় । প্রযোজকের ভূমিকায় দেখা যাবে তাঁকে ।

একটি সাইকোলজিকাল-থ্রিলার ছবি প্রযোজনা করেছেন পরেশ রাওয়াল । ছবির নাম 'ওয়েলকাম হোম'। ডিজিটাল প্ল্যাটফর্ম সোনি লিভে আজই মুক্তি পাবে ছবিটি ।

আজ একথা ঘোষণা করেন সিনেমা সমালোচক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ । টুইট করে তিনি লেখেন, "প্রযোজক হিসেবে ডিজিটালে ডেবিউ করছেন পরেশ রাওয়াল...হেমল এ ঠাক্কার ও স্বরূপ রাওয়ালের সঙ্গে হাত মিলিয়ে #ওয়েলকাম হোম নামে একটি সাইকো-থ্রিলারের প্রযোজনা করেছেন তিনি ।"

ছবিটি পরিচালনা করেন পুষ্কর মহাবল । আজ থেকে সোনি লিভে দেখা যাবে এই ছবি ।

কাজের দিক থেকে এই মুহূর্তে একাধিক ছবি রয়েছে পরেশ রাওয়ালের হাতে । তার মধ্যে রয়েছে 'হেরা ফেরি 3', 'হাঙ্গামা 2', 'তুফান', 'আঁখ মিচোলি'-র মতো ছবি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.