কলকাতা, 12 জুলাই : আবির্ভাবের পরই অত্যন্ত সাহসী অবতারে ধরা দিয়েছিলেন পাওলি দাম (Paoli Dam) ৷ ছত্রাক ফিল্মে তাঁর নগ্ন শরীরের দৃশ্যটি নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল ৷ তবে সেই বিতর্ক বেশিদিন স্থায়ী হয়নি ৷ বরং যত দিন গড়িয়েছে, দাপুটে অভিনেত্রী হিসেবে নিজেকে মেলে ধরেছেন পাওলি দাম ৷ বুলবুল, এলার চার অধ্যায়, অঙ্কুর অরোর মার্ডার কেস, ক্ষত, কালবেলা - পরের পর ছবিতে তিনি দর্শকদের মনে স্থায়ী জায়গা প্রতিষ্ঠা করেছেন ৷ আবারও ছক ভাঙলেন পাওলি দাম ৷ তিনি ফের ধরা দিলেন সাহসী অবতারে ৷
নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ছবি পোস্ট করেছেন পাওলি ৷ সেখানে দেখা যাচ্ছে, বিকিনি পরে সমুদ্র সৈকতে শুয়ে আছেন অভিনেত্রী ৷ বালিতে একটি লাল কাপড় বিছিয়ে তার উপর টানটান হয়ে শুয়ে পাওলি ৷ তাঁর পরনে লাল বিকিনি ৷ চোখে রোদচশমা ৷ সূর্যের আলো গায়ে মেখে বিশ্রাম করছেন পাওলি ৷ অদূরেই বয়ে চলেছে নীল সমুদ্র ৷ ছবিটি অবশ্য নতুন নয় ৷ এক দশক পুরনো ৷ নিজেই ক্যাপশনে এ কথা জানিয়েছেন অভিনেত্রী ৷ লিখেছেন, "এক দশক আগের এক সকালে ৷" হ্যাশট্যাগে লিখেছেন কানমেমোরিস ৷
আরও পড়ুন: বেবি বাম্পে মাতৃত্বের জেল্লা, গর্ভাবস্থার ছবি পোস্ট করিনার
ইন্টারনেটে আগুন ধরিয়েছে পাওলি দামের এই ছবি ৷ কমেন্ট বক্সে অনেকেই আগুনের ইমোজি দিয়েছেন ৷ আবার কেউ লিখেছেন, "স্ক্রিনটা ভেঙে গেল ৷" কারও কথায়, "দমকল ডাকতে হবে তো ৷" একজন আবার ছত্রাকের প্রসঙ্গ টেনে লিখেছেন, "এই ছবি ছত্রাকের সেই দৃশ্যটির কথা মনে করিয়ে দিল ৷" কেউ লিখলেন, "লাল এমনিতেই হট, এই রঙে আপনাকে আরও হট লাগছে ৷"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
আরও পড়ুন: রতনে রতন চেনে, একসঙ্গে ছবি দিয়ে ট্রোলের শিকার নুসরত-শ্রাবন্তী-তনুশ্রী
কর্মক্ষেত্রে ৩ কোর্স মিল অ্যান্থোলজির বিরিয়ানি ফিল্মে অভিনয় করছেন পাওলি। অর্জুন দত্ত পরিচালিত এই ফিল্মের কাজ শুরু হয়ে গিয়েছে ৷ সেই ব্যস্ততার ফাঁকেই ছুটির আমেজ খুঁজতে পুরনো অ্যালবামের পাতায় চোখ ঘোরালেন পাওলি দাম ৷