ETV Bharat / sitara

শুধুমাত্র নগ্নতা দেখতে পর্ণো দেখুন, ওয়েব সিরিজ় কেন দেখবেন? : পঙ্কজ ত্রিপাঠী - ওয়েব সিরিজ়ে সেক্স

ডিজিটাল কনটেন্টে সেন্সরশিপের প্রয়োজনীয়তা নিয়ে বেশ কিছু দিন ধরেই একটা বিতর্ক তৈরি হয়েছে আমাদের দেশে। বিষয়টি নিয়ে দ্বিধাবিভক্ত বিদ্বজ্জনেরা। ওয়েব সিরিজ়ের অন্যতম পরিচিত মুখ পঙ্কজ ত্রিপাঠী নিজের মত জানালেন এই প্রসঙ্গে।

পঙ্কজ ত্রিপাঠী
author img

By

Published : Aug 3, 2019, 5:44 PM IST

মুম্বই : পঙ্কজ ত্রিপাঠীকে 'সেক্রেড গেমস' বা 'মিরজ়াপুর'-এর মতো ওয়েব সিরিজ়ে দেখা গেছে। দেখা গেছে 'ক্রিমিনাল জাস্টিস'-এও। এই সব ওয়েব সিরিজ়ে একাধিক যৌনতার দৃশ্য রয়েছে। তবে শুধু নগ্নতা দেখার জন্য কেন কেউ ওয়েব সিরিজ় দেখবে? প্রশ্ন তুলেছেন পঙ্কজ।

IANS-কে পঙ্কজ বলেন, "যদি কোনও দৃশ্য বাদ দিলে সিনটির বক্তব্য অসমাপ্ত থাকে, তাহলে সেটা একটা ভাবার বিষয়। আমার মনে হয়, সমস্ত দৃশ্য শুট করার পিছনে একটা কারণ থাকে। আর পর্ণোগ্রাফি তো ইন্টারনেটে রয়েছে। শুধুমাত্র নগ্নতা দেখার জন্য কেন কেউ ওয়েব সিরিজ় দেখবে?"

পঙ্কজ ত্রিপাঠী
মিরজ়াপুর-এ পঙ্কজ

পঙ্কজের আসন্ন সিরিজ় 'সেক্রেড গেমস ২' নিয়েও কথা বললেন অভিনেতা। এই সিরিজ়ের প্রথম ভাগে এমন অনেক যৌন দৃশ্য ছিল, যা হয়তো সেন্সরশিপের অধীনে থাকলে বাদ পড়ে যেত। কিন্তু, পঙ্কজের বিশ্বাস সিরিজ়ের দুই পরিচালক - অনুরাগ কাশ্যপ ও বিক্রমাদিত্য মোতওয়ানে খুব দায়িত্বশীল মানুষ। তাঁরা কোনও কারণ ছাড়া কোনও দৃশ্য অন্তর্ভুক্ত করবেন না।

পঙ্কজ ত্রিপাঠী
সেক্রেড গেমস-এ পঙ্কজ

পঙ্কজ বললেন, "আমার মনে হয় না বিক্রমাদিত্য বা অনুরাগের মতো পরিচালক শুধুমাত্র সেনসেশন তৈরি করার জন্য কোনও বিশেষ দৃশ্য যোগ করবে সিরিজ়ে।"

অগাস্টের ১৫ তারিখ থেকে নেটফ্লিক্সে মুক্তি পাবে 'সেক্রেড গেমস'।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

মুম্বই : পঙ্কজ ত্রিপাঠীকে 'সেক্রেড গেমস' বা 'মিরজ়াপুর'-এর মতো ওয়েব সিরিজ়ে দেখা গেছে। দেখা গেছে 'ক্রিমিনাল জাস্টিস'-এও। এই সব ওয়েব সিরিজ়ে একাধিক যৌনতার দৃশ্য রয়েছে। তবে শুধু নগ্নতা দেখার জন্য কেন কেউ ওয়েব সিরিজ় দেখবে? প্রশ্ন তুলেছেন পঙ্কজ।

IANS-কে পঙ্কজ বলেন, "যদি কোনও দৃশ্য বাদ দিলে সিনটির বক্তব্য অসমাপ্ত থাকে, তাহলে সেটা একটা ভাবার বিষয়। আমার মনে হয়, সমস্ত দৃশ্য শুট করার পিছনে একটা কারণ থাকে। আর পর্ণোগ্রাফি তো ইন্টারনেটে রয়েছে। শুধুমাত্র নগ্নতা দেখার জন্য কেন কেউ ওয়েব সিরিজ় দেখবে?"

পঙ্কজ ত্রিপাঠী
মিরজ়াপুর-এ পঙ্কজ

পঙ্কজের আসন্ন সিরিজ় 'সেক্রেড গেমস ২' নিয়েও কথা বললেন অভিনেতা। এই সিরিজ়ের প্রথম ভাগে এমন অনেক যৌন দৃশ্য ছিল, যা হয়তো সেন্সরশিপের অধীনে থাকলে বাদ পড়ে যেত। কিন্তু, পঙ্কজের বিশ্বাস সিরিজ়ের দুই পরিচালক - অনুরাগ কাশ্যপ ও বিক্রমাদিত্য মোতওয়ানে খুব দায়িত্বশীল মানুষ। তাঁরা কোনও কারণ ছাড়া কোনও দৃশ্য অন্তর্ভুক্ত করবেন না।

পঙ্কজ ত্রিপাঠী
সেক্রেড গেমস-এ পঙ্কজ

পঙ্কজ বললেন, "আমার মনে হয় না বিক্রমাদিত্য বা অনুরাগের মতো পরিচালক শুধুমাত্র সেনসেশন তৈরি করার জন্য কোনও বিশেষ দৃশ্য যোগ করবে সিরিজ়ে।"

অগাস্টের ১৫ তারিখ থেকে নেটফ্লিক্সে মুক্তি পাবে 'সেক্রেড গেমস'।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
Intro:Body:

শুধুমাত্র নগ্নতা দেখতে পর্ণো দেখুন, ওয়েব সিরিজ় কেন দেখবেন? : পঙ্কজ ত্রিপাঠী



ডিজিটাল কনটেন্টে সেন্সরশিপের প্রয়োজনীয়তা নিয়ে বেশ কিছু দিন ধরেই একটা বিতর্ক তৈরি হয়েছে আমাদের দেশে। বিষয়টি নিয়ে দ্বিধাবিভক্ত বিদ্বজ্জনেরা। ওয়েব সিরিজ়ের অন্যতম পরিচিত মুখ পঙ্কজ ত্রিপাঠী নিজের মত জানালেন এই প্রসঙ্গে।



মুম্বই : পঙ্কজ ত্রিপাঠীকে 'সেক্রেড গেমস' বা 'মিরজ়াপুর'-এর মতো ওয়েব সিরিজ়ে দেখা গেছে। দেখা গেছে 'ক্রিমিনাল জাস্টিস'-এও। এই সব ওয়েব সিরিজ়ে একাধিক যৌনতার দৃশ্য রয়েছে। তবে শুধু যৌনতা দেখার জন্য কেন কেউ ওয়েব সিরিজ় দেখবে? প্রশ্ন তুলেছেন পঙ্কজ।



IANS-কে পঙ্কজ বলেন, "যদি কোনও দৃশ্য বাদ দিলে সিনটির বক্তব্য অসমাপ্ত থাকে, তাহলে সেটা একটা ভাবার বিষয়। আমার মনে হয়, সমস্ত দৃশ্য শুট করার পিছনে একটা কারণ থাকে। আর পর্ণোগ্রাফি তো ইন্টারনেটে রয়েছে। শুধুমাত্র নগ্নতা দেখার জন্য কেন কেউ ওয়েব সিরিজ় দেখবে?"



পঙ্কজের আসন্ন সিরিজ় 'সেক্রেড গেমস ২' নিয়েও কথা বললেন অভিনেতা। এই সিরিজ়ের প্রথম ভাগে এমন অনেক যৌন দৃশ্য ছিল, যা হয়তো সেন্সরশিপের অধীনে থাকলে বাদ পড়ে যেত। কিন্তু, পঙ্কজের বিশ্বাস সিরিজ়ের দুই পরিচালক - অনুরাগ কাশ্যপ ও বিক্রমাদিত্য মোতওয়ানে খুব দায়িত্বশীল মানুষ। তাঁরা কোনও কারণ ছাড়া এই কাজ করবেন না।



পঙ্কজ বললেন, "আমার মনে হয় না বিক্রমাদিত্য বা অনুরাগের মতো পরিচালক শুধুমাত্র সেনসেশন তৈরি করার জন্য কোনও বিশেষ দৃশ্য যোগ করবে।"



অগাস্টের ১৫ তারিখ থেকে নেটফ্লিক্সে মুক্তি পাবে 'সেক্রেড গেমস'।




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.