ETV Bharat / sitara

'জার্সি'-তে ফের বাবার সঙ্গে শাহিদ - শাহিদ কাপুর

ছবিতে ক্রিকেটারের চরিত্রে অভিনয় করবেন শাহিদ । আর তাঁর মেন্টরের ভূমিকায় থাকবেন পঙ্কজ কাপুর ।

df
dg
author img

By

Published : Dec 5, 2019, 2:17 PM IST

মুম্বই : ফের ছেলের সঙ্গে কাজ করতে চলেছেন পঙ্কজ কাপুর । আপকামিং 'জার্সি' ছবিতে শাহিদের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি । এর আগে 'সান্দার' ছবিতে একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন তাঁরা ।

'জার্সি' একটি তেলুগু ছবি । সেটিকে হিন্দিতে রিমেক করা হচ্ছে । তবে হিন্দিতেও ছবিটির নাম একই । সেখানে ক্রিকেটারের চরিত্রে অভিনয় করবেন শাহিদ । আর তাঁর মেন্টরের ভূমিকায় থাকবেন পঙ্কজ কাপুর ।

ছবিটি পরিচালনা করছেন গৌতম তিন্নানুরি । তেলুগুতে তিনিই এই ছবির পরিচালনা করেছিলেন । ছবির মূল চরিত্রের নাম অর্জুন । তিনি একজন ক্রিকেটার । ক্রিকেটারের জীবনের লড়াই ফুটে উঠবে ছবিতে ।

'জার্সি' ছবিতে যোগ দিয়ে পঙ্কজ কাপুর বলেন, "এই ছবিতে যোগ দিতে পেরে আমি খুবই আনন্দিত । আর শাহিদের সঙ্গে সব সময় কাজ করতে আমার খুবই ভালো লাগে । ও স্ক্রিনে ইমোশনকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলে । আমি সব সময় এটার প্রশংসা করি ।"

পঙ্কজ কাপুরের সঙ্গে কাজ করা প্রসঙ্গে পরিচালক বলেন, "পঙ্কজ স্যার খুব বড় মাপের অভিনেতা । আমরা বড় হয়েছি তাঁর কাজ দেখে । তাঁকে ডিরেক্ট করা আমার কাছে গর্বের বিষয় । আর আমি জানি ছবিতে মেন্টর হিসেবে তাঁকে খুবই ভালো লাগবে ।"

ক্রিকেটারের চরিত্র স্ক্রিনে ফুটিয়ে তুলতে রীতিমতো কসরত করছেন শাহিদ । প্রায় রোজই ক্রিকেট খেলছেন তিনি । কিছুদিন আগে তাঁর ক্রিকেট খেলার একটি ছবি প্রকাশ্যে এসেছিল । সেখানে ব্যাট হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল তাঁকে । এছাড়া ক্রিকেট অনুশীলন নেওয়ার একটি ভিডিয়ো ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন তিনি ।

আগামী সপ্তাহেই ছবির শুটিং শুরু হবে বলে জানা গেছে । প্রথম পর্যায়ের শুটিং হবে চণ্ডীগড়ে । ছবির প্রযোজনা করবেন আল্লু আরবিন্দ, আমন গিল, দিল রাজু । সব ঠিক থাকলে 2020 সালের 28 অগাস্ট মুক্তি পাবে 'জার্সি' ।

মুম্বই : ফের ছেলের সঙ্গে কাজ করতে চলেছেন পঙ্কজ কাপুর । আপকামিং 'জার্সি' ছবিতে শাহিদের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি । এর আগে 'সান্দার' ছবিতে একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন তাঁরা ।

'জার্সি' একটি তেলুগু ছবি । সেটিকে হিন্দিতে রিমেক করা হচ্ছে । তবে হিন্দিতেও ছবিটির নাম একই । সেখানে ক্রিকেটারের চরিত্রে অভিনয় করবেন শাহিদ । আর তাঁর মেন্টরের ভূমিকায় থাকবেন পঙ্কজ কাপুর ।

ছবিটি পরিচালনা করছেন গৌতম তিন্নানুরি । তেলুগুতে তিনিই এই ছবির পরিচালনা করেছিলেন । ছবির মূল চরিত্রের নাম অর্জুন । তিনি একজন ক্রিকেটার । ক্রিকেটারের জীবনের লড়াই ফুটে উঠবে ছবিতে ।

'জার্সি' ছবিতে যোগ দিয়ে পঙ্কজ কাপুর বলেন, "এই ছবিতে যোগ দিতে পেরে আমি খুবই আনন্দিত । আর শাহিদের সঙ্গে সব সময় কাজ করতে আমার খুবই ভালো লাগে । ও স্ক্রিনে ইমোশনকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলে । আমি সব সময় এটার প্রশংসা করি ।"

পঙ্কজ কাপুরের সঙ্গে কাজ করা প্রসঙ্গে পরিচালক বলেন, "পঙ্কজ স্যার খুব বড় মাপের অভিনেতা । আমরা বড় হয়েছি তাঁর কাজ দেখে । তাঁকে ডিরেক্ট করা আমার কাছে গর্বের বিষয় । আর আমি জানি ছবিতে মেন্টর হিসেবে তাঁকে খুবই ভালো লাগবে ।"

ক্রিকেটারের চরিত্র স্ক্রিনে ফুটিয়ে তুলতে রীতিমতো কসরত করছেন শাহিদ । প্রায় রোজই ক্রিকেট খেলছেন তিনি । কিছুদিন আগে তাঁর ক্রিকেট খেলার একটি ছবি প্রকাশ্যে এসেছিল । সেখানে ব্যাট হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল তাঁকে । এছাড়া ক্রিকেট অনুশীলন নেওয়ার একটি ভিডিয়ো ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন তিনি ।

আগামী সপ্তাহেই ছবির শুটিং শুরু হবে বলে জানা গেছে । প্রথম পর্যায়ের শুটিং হবে চণ্ডীগড়ে । ছবির প্রযোজনা করবেন আল্লু আরবিন্দ, আমন গিল, দিল রাজু । সব ঠিক থাকলে 2020 সালের 28 অগাস্ট মুক্তি পাবে 'জার্সি' ।

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.