ETV Bharat / sitara

একাধিক ভাষায় তাঁর সিনেমার রিমেক নিয়ে উচ্ছ্বসিত আয়ুষ্মান

তেলুগু ও তামিলে রিমেক করা হচ্ছে আয়ুষ্মানের 'অন্ধাধুন'। অন্যদিনে, 'ড্রিম গার্ল' ও 'বধাই হো'-র রিমেক হচ্ছে তেলুগুতে । আর তামিলে রিমেক করা হয়েছে 'ভিকি ডোনর'। শোনা যাচ্ছে, তামিলে রিমেক করা হতে পারে 'আর্টিকেল 15'।

dfg
dfg
author img

By

Published : May 25, 2020, 10:33 AM IST

মুম্বই : 'ভিকি ডোনর' ছবি দিয়ে অভিনয় পা রাখেন আয়ুষ্মান খুরানা । 2012-তে মুক্তি পায় এই ছবি । তারপর থেকেই আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে । ইতিমধ্যেই বিভিন্ন ধরনের সিনেমায়, একাধিক চরিত্রে অভিনয় করেছেন তিনি । কুড়িয়েছেন প্রশংসাও । আর এবার তাঁর পাঁচটি হিট ছবির রিমেক করতে চলেছে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি । এই খবর জানতে পেরে খুবই খুশি আয়ুষ্মান । তাঁর মতে, সিনেমা ভাষা, সংস্কৃতি এবং যে কোনও সীমানাকে ছাড়িয়ে যাওয়ার ক্ষমতা রাখে ।

তেলুগু ও তামিলে রিমেক করা হচ্ছে আয়ুষ্মানের 'অন্ধাধুন'। অন্যদিনে, 'ড্রিম গার্ল' ও 'বধাই হো'-র রিমেক হচ্ছে তেলুগুতে । আর তামিলে রিমেক করা হয়েছে 'ভিকি ডোনর'। শোনা যাচ্ছে, তামিলে রিমেক করা হতে পারে 'আর্টিকেল 15'।

এই খবর শুনে খুবই খুশি আয়ুষ্মান । তিনি বলেন, "এটা জেনে খুবই ভালো লাগছে যে আমার এতগুলো সিনেমার রিমেক করা হচ্ছে । আমি সবসময় বিশ্বাস করি যে একটা সিনেমার আসল পরীক্ষাটাই হল যে সেটা কতটা সবার কাছে পৌঁছতে পারল । কারণ ভাষা, সংস্কৃতি এবং যে কোনও সীমানাকে ছাড়িয়ে যাওয়ার ক্ষমতা রাখে একটা সিনেমা ।"

এতদিন বলিউড ইন্ডাস্ট্রির যে সব পরিচালক ও লেখকদের সঙ্গে কাজ করেছেন তাঁদের ধন্যবাদ জানান আয়ুষ্মান । ওই ছবিগুলিতে তাঁকে নেওয়ার জন্য সেইসব মানুষের কাছে কৃতজ্ঞ তিনি ।

এ প্রসঙ্গে আয়ুষ্মান বলেন, "সৃজনশীলতা একটি সহযোগী প্রক্রিয়া এবং হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির কিছু অসাধারণ মানুষের সঙ্গে পরিচয় হওয়াটা আমার সৌভাগ্য । পরিচালক ও স্ক্রিপ্টরাইটারদের ধন্যবাদ জানাই । কারণ তাঁদের চিন্তাভাবনা পছন্দ করেছেন দর্শক । আর সেই সব সিনেমায় আমাকে সুযোগ দেওয়ার জন্য তাঁদের কাছে আমি কৃতজ্ঞ ।"

মুম্বই : 'ভিকি ডোনর' ছবি দিয়ে অভিনয় পা রাখেন আয়ুষ্মান খুরানা । 2012-তে মুক্তি পায় এই ছবি । তারপর থেকেই আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে । ইতিমধ্যেই বিভিন্ন ধরনের সিনেমায়, একাধিক চরিত্রে অভিনয় করেছেন তিনি । কুড়িয়েছেন প্রশংসাও । আর এবার তাঁর পাঁচটি হিট ছবির রিমেক করতে চলেছে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি । এই খবর জানতে পেরে খুবই খুশি আয়ুষ্মান । তাঁর মতে, সিনেমা ভাষা, সংস্কৃতি এবং যে কোনও সীমানাকে ছাড়িয়ে যাওয়ার ক্ষমতা রাখে ।

তেলুগু ও তামিলে রিমেক করা হচ্ছে আয়ুষ্মানের 'অন্ধাধুন'। অন্যদিনে, 'ড্রিম গার্ল' ও 'বধাই হো'-র রিমেক হচ্ছে তেলুগুতে । আর তামিলে রিমেক করা হয়েছে 'ভিকি ডোনর'। শোনা যাচ্ছে, তামিলে রিমেক করা হতে পারে 'আর্টিকেল 15'।

এই খবর শুনে খুবই খুশি আয়ুষ্মান । তিনি বলেন, "এটা জেনে খুবই ভালো লাগছে যে আমার এতগুলো সিনেমার রিমেক করা হচ্ছে । আমি সবসময় বিশ্বাস করি যে একটা সিনেমার আসল পরীক্ষাটাই হল যে সেটা কতটা সবার কাছে পৌঁছতে পারল । কারণ ভাষা, সংস্কৃতি এবং যে কোনও সীমানাকে ছাড়িয়ে যাওয়ার ক্ষমতা রাখে একটা সিনেমা ।"

এতদিন বলিউড ইন্ডাস্ট্রির যে সব পরিচালক ও লেখকদের সঙ্গে কাজ করেছেন তাঁদের ধন্যবাদ জানান আয়ুষ্মান । ওই ছবিগুলিতে তাঁকে নেওয়ার জন্য সেইসব মানুষের কাছে কৃতজ্ঞ তিনি ।

এ প্রসঙ্গে আয়ুষ্মান বলেন, "সৃজনশীলতা একটি সহযোগী প্রক্রিয়া এবং হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির কিছু অসাধারণ মানুষের সঙ্গে পরিচয় হওয়াটা আমার সৌভাগ্য । পরিচালক ও স্ক্রিপ্টরাইটারদের ধন্যবাদ জানাই । কারণ তাঁদের চিন্তাভাবনা পছন্দ করেছেন দর্শক । আর সেই সব সিনেমায় আমাকে সুযোগ দেওয়ার জন্য তাঁদের কাছে আমি কৃতজ্ঞ ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.