ETV Bharat / sitara

'ডিয়ার সুশান্ত..', সুশান্তের জন্মবার্ষিকীতে কদর্য আক্রমণ কঙ্গনার - কঙ্গনা রানাওয়াতের খবর

সুশান্তের জন্মবার্ষিকীতে সোশাল মিডিয়ায় খোলা চিঠি লিখলেন কঙ্গনা রানাওয়াত । ফের একবার বি-টাউনকে কাঠগড়ায় দাঁড় করালেন অভিনেত্রী ।

kangana ranaut slapped bollywood mafia
kangana ranaut slapped bollywood mafia
author img

By

Published : Jan 21, 2021, 1:52 PM IST

মুম্বই : সুশান্তের মৃত্যুর পর সোশাল মিডিয়ায় সবচেয়ে অ্যাক্টিভ সেলেব্রিটি ছিলেন কঙ্গনা রানাওয়াত । সবাই এই ঘটনায় শোকস্তব্ধ হয়েছিলেন ঠিকই, তবে কঙ্গনা সুশান্তের কথা বলতে গিয়ে নিজের ব্যক্তিগত ক্ষোভ প্রকাশ্যে আনতে থাকেন । ভিত্তিহীনভাবে তাঁর মৃত্যুর একাধিক থিয়োরি তৈরি করতে থাকেন । সুশান্তের জন্মবার্ষিকীতেও এর ব্যতিক্রম হল না ।

কঙ্গনা লিখলেন, "ডিয়ার সুশান্ত মুভি মাফিয়া তোমায় ব্যান করে দিয়েছিল, তোমায় হেনস্থা করেছিল । তুমি সোশাল মিডিয়ায় অনেকবার সাহায্য চেয়েছ । কিন্তু তখন আমি তোমায় সাহায্য করতে পারিনি । আমি ভেবেছিলাম তুমি এই হেনস্থার সঙ্গে লড়াই করতে পারবে...আমি ভুল করেছি ।"

  • Dear Sushant, movie mafia banned you bullied you and harassed you, many times on social media you aksed for help and I regret not being there for you. I wish I didn’t assume you are strong enough to handle mafia torture on your own. I wish ...
    Happy Birthday dear one #SushantDay pic.twitter.com/xqgq2PBi0Y

    — Kangana Ranaut (@KanganaTeam) January 21, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এটুকু লিখেই থেমে থাকেননি তিনি । সুশান্তের সঙ্গে কী কী হয়েছিল তালিকা করে পোস্ট করেছেন কঙ্গনা । আদিত্য চোপড়া, করণ জোহর এবং সবশেষে মহেশ ভাট তাঁর জীবন নষ্ট করেছেন বলে দাবি করেছেন অভিনেত্রী ।

মহেশ ভাটের বড় মেয়ে শাহিন ভাট ডিপ্রেশনের সঙ্গে লড়াই করেছেন অনেকদিন । সেদিকেও কদর্য আক্রমণ করতে ছাড়েননি কঙ্গনা ।

লিখেছেন, "ডিপ্রেশন হলে সবাই যদি পরভিন ববির পথ অবলম্বন করে, তাহলে তো আপনার মেয়ে শাহিন ভাটেরও তো সেটা করা উচিত । কারণ ও তো ডিপ্রেশনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ।" প্রসঙ্গত, পরভিন ববি ডিপ্রেশনের বশে আত্মহত্যা করেছিলেন বলে শোনা যায় ।

দেখে নিন কঙ্গনার টুইট....

  • 4) Just then Mahesh Bhatt entred his life and started to psyche him that he is bound to go Parveen Babi way because he was depressed, Bhatt saab if all depressed people go Babi way then your daughter Shaheen should also go that way she is official brand ambassador of depression.

    — Kangana Ranaut (@KanganaTeam) January 21, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মুম্বই : সুশান্তের মৃত্যুর পর সোশাল মিডিয়ায় সবচেয়ে অ্যাক্টিভ সেলেব্রিটি ছিলেন কঙ্গনা রানাওয়াত । সবাই এই ঘটনায় শোকস্তব্ধ হয়েছিলেন ঠিকই, তবে কঙ্গনা সুশান্তের কথা বলতে গিয়ে নিজের ব্যক্তিগত ক্ষোভ প্রকাশ্যে আনতে থাকেন । ভিত্তিহীনভাবে তাঁর মৃত্যুর একাধিক থিয়োরি তৈরি করতে থাকেন । সুশান্তের জন্মবার্ষিকীতেও এর ব্যতিক্রম হল না ।

কঙ্গনা লিখলেন, "ডিয়ার সুশান্ত মুভি মাফিয়া তোমায় ব্যান করে দিয়েছিল, তোমায় হেনস্থা করেছিল । তুমি সোশাল মিডিয়ায় অনেকবার সাহায্য চেয়েছ । কিন্তু তখন আমি তোমায় সাহায্য করতে পারিনি । আমি ভেবেছিলাম তুমি এই হেনস্থার সঙ্গে লড়াই করতে পারবে...আমি ভুল করেছি ।"

  • Dear Sushant, movie mafia banned you bullied you and harassed you, many times on social media you aksed for help and I regret not being there for you. I wish I didn’t assume you are strong enough to handle mafia torture on your own. I wish ...
    Happy Birthday dear one #SushantDay pic.twitter.com/xqgq2PBi0Y

    — Kangana Ranaut (@KanganaTeam) January 21, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এটুকু লিখেই থেমে থাকেননি তিনি । সুশান্তের সঙ্গে কী কী হয়েছিল তালিকা করে পোস্ট করেছেন কঙ্গনা । আদিত্য চোপড়া, করণ জোহর এবং সবশেষে মহেশ ভাট তাঁর জীবন নষ্ট করেছেন বলে দাবি করেছেন অভিনেত্রী ।

মহেশ ভাটের বড় মেয়ে শাহিন ভাট ডিপ্রেশনের সঙ্গে লড়াই করেছেন অনেকদিন । সেদিকেও কদর্য আক্রমণ করতে ছাড়েননি কঙ্গনা ।

লিখেছেন, "ডিপ্রেশন হলে সবাই যদি পরভিন ববির পথ অবলম্বন করে, তাহলে তো আপনার মেয়ে শাহিন ভাটেরও তো সেটা করা উচিত । কারণ ও তো ডিপ্রেশনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ।" প্রসঙ্গত, পরভিন ববি ডিপ্রেশনের বশে আত্মহত্যা করেছিলেন বলে শোনা যায় ।

দেখে নিন কঙ্গনার টুইট....

  • 4) Just then Mahesh Bhatt entred his life and started to psyche him that he is bound to go Parveen Babi way because he was depressed, Bhatt saab if all depressed people go Babi way then your daughter Shaheen should also go that way she is official brand ambassador of depression.

    — Kangana Ranaut (@KanganaTeam) January 21, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.