ETV Bharat / sitara

বিয়ের দিনেই অতীত জীবন নিয়ে খোঁচা, সংবামাধ্যমের উপর চটলেন গওহর - গওহর খানের খবর

বিয়ের দিনেই গওহর খানের অতীত জীবন নিয়ে খোঁচা দিল এক সর্বভারতীয় সংবাদমাধ্যম । অতীতে কী কী বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী, সেই নিয়ে একটি প্রতিবেদন লিখে ফেলেছে সেই সংবাদমাধ্যমটি । স্পষ্টবক্তা গওহর বিষয়টি নিয়ে সোশাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিলেন ।

Gauahar Khan slammed news portal
Gauahar Khan slammed news portal
author img

By

Published : Dec 25, 2020, 6:59 PM IST

মুম্বই : জ়ায়েদ খানের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন গওহর খান । আজই তাঁরা নিকাহ সেরেছেন । যে কোনও মানুষের জীবনে এই দিনটি খুব বিশেষ । সোশাল মিডিয়ায় ছবি ভাইরাল হওয়ার পর থেকে শুভেচ্ছার বন্যা বইছে ।

এদিকে TRP-র লোভে অনেক সংবাদমাধ্যমই পুরোনো বিতর্ককে উস্কে দিতে পছন্দ করে । ঠিক তেমনই এক সংবাদমাধ্যম গওহরের অতীত জীবনের সাড়া জাগানো বেশ কিছু বিতর্ককে নিয়ে একটি প্রতিবেদন লিখেছে । বিষয়টি মোটেই পছন্দ হল না অভিনেত্রীর ।

কোনও রাখঢাক না করে সোশাল মিডিয়ায় সরাসরি সেই সংবাদমাধ্যমের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন গহওর । পোর্টালটির নাম করে তিনি লেখেন, "প্রতিবার তোমরা প্রমাণ কর যে, তোমাদের আদর্শ কতটা বিরক্তিকর । লজ্জা হওয়া উচিত তোমাদের । আরও নিচে নাম, কনগ্র্যাচুলেশনস ।"

গওহরের এই মন্তব্যের পর টুইটার থেকে প্রতিবেদনটির লিঙ্ক তুলে নেয় সেই সংবাদমাধ্যম । দেখে নিন...

Gauahar Khan slammed news portal
গওহরের পোস্ট..

মুম্বই : জ়ায়েদ খানের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন গওহর খান । আজই তাঁরা নিকাহ সেরেছেন । যে কোনও মানুষের জীবনে এই দিনটি খুব বিশেষ । সোশাল মিডিয়ায় ছবি ভাইরাল হওয়ার পর থেকে শুভেচ্ছার বন্যা বইছে ।

এদিকে TRP-র লোভে অনেক সংবাদমাধ্যমই পুরোনো বিতর্ককে উস্কে দিতে পছন্দ করে । ঠিক তেমনই এক সংবাদমাধ্যম গওহরের অতীত জীবনের সাড়া জাগানো বেশ কিছু বিতর্ককে নিয়ে একটি প্রতিবেদন লিখেছে । বিষয়টি মোটেই পছন্দ হল না অভিনেত্রীর ।

কোনও রাখঢাক না করে সোশাল মিডিয়ায় সরাসরি সেই সংবাদমাধ্যমের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন গহওর । পোর্টালটির নাম করে তিনি লেখেন, "প্রতিবার তোমরা প্রমাণ কর যে, তোমাদের আদর্শ কতটা বিরক্তিকর । লজ্জা হওয়া উচিত তোমাদের । আরও নিচে নাম, কনগ্র্যাচুলেশনস ।"

গওহরের এই মন্তব্যের পর টুইটার থেকে প্রতিবেদনটির লিঙ্ক তুলে নেয় সেই সংবাদমাধ্যম । দেখে নিন...

Gauahar Khan slammed news portal
গওহরের পোস্ট..
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.