মুম্বই : মুম্বইয়ের মাহিম বিচ পরিষ্কারের একটি ড্রাইভ চলছিল সমাজকর্মী প্রজ্ঞা কাপুরের উদ্যেগে। সেখানে নোরা বেশ উৎসাহের সঙ্গে বিচ পরিষ্কার করছিলেন, মাঝেমাঝে নেচেও উঠছিলেন। তবে যেইমাত্র অঙ্গদ বেদি ও নেহা ধুপিয়া এসে পৌঁছলেন সেই ড্রাইভে, সেখান থেকে বেরিয়ে গেলেন নোরা।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, "নোরা কাউকে কিছু না বলে সেখান থেকে উধাও হয়ে যান। তিনি ড্রাইভটির উদ্যোক্তাদের সঙ্গেও কোনও কথা বলেন না।"
আরও পড়ুন : স্ট্রেচ মার্ক নিয়ে ট্রোলড, জ়রীনকে 'পার্ফেক্ট' বললেন অনুষ্কা
শোনা যায়, নেহার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ার পর থেকেই দূরত্ব তৈরি হয়েছিল অঙ্গদ আর নোরার মধ্যে। যদিও অঙ্গদ ও নোরা কোনওদিন তাঁদের সম্পর্কের কথা জনসমক্ষে স্বীকার করেননি, তাও এই খবর সর্বজনবিদিত সোশাল মিডিয়ার দৌলতে।
নোরাকে বলতে শোনা গেছে যে, তিনি অঙ্গদের সঙ্গে দেখা করতে চান না এবং অঙ্গদের বিবাহিত জীবনে কী হচ্ছে সেই নিয়ে কোনও আগ্রহও তাঁর নেই। নোরার বক্তব্যের প্রমাণ পাওয়া গেল এদিনই।