ETV Bharat / sitara

Vicky Katrina on Valentines Day: সলমনের সঙ্গে শ্যুটিংয়ের জের, ভ্যালেন্টাইন একসঙ্গে কাটাবে না ভি-ক্যাট - No Valentines Day Celebration for Vicky Katrina

বিয়ের পর প্রথম ভ্যালেন্টাইন ডে একসঙ্গে কাটবে না তারকা বলি জুটি ভিকি-ক্যাটরিনার (No Valentines Day Celebration for Vicky Katrina )৷ কাজের কারণে আলাদা আলাদা শহরেই থাকতে হবে তাঁদের ৷ একদিকে ছবির কাজে ইন্দোরে থাকছেন ভিকি, তেমনি সলমনের সঙ্গে অসমাপ্ত শ্যুটিংয়ের কাজ শেষ করতে দিল্লিতে থাকতে হবে ক্যাটরিনাকে ৷

Vicky Katrina on Valentines Day
বিয়ের পর প্রথম ভ্যালেন্টাইন একসঙ্গে কাটবে না ভি ক্যাটের
author img

By

Published : Feb 2, 2022, 10:39 PM IST

হায়দরাবাদ, 2 ফেব্রুয়ারি : বিয়ের পর প্রথম ভ্যালেন্টাইন একসঙ্গে কাটবে না ভিকি-ক্যাটরিনার (No Valentines Day Celebration for Vicky Katrina )৷ কারণ ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ দুজনেই ব্যস্ত থাকবেন নিজ নিজ কাজে ৷ মলদ্বীপে হানিমুন কাটিয়ে ফেরার পর কাজে মন দিয়েছেন ভি-ক্যাট ৷ এবার ভ্য়ালেন্টাইন ডে-তেও এক শহরে থাকছে না এই বলি জুটি ৷

শনিবার থেকেই ভাইজান সলমন খানের 'টাইগার 3'-এর শ্যুটিং শুরু হচ্ছে ৷ এই কারণে আপাতত মুম্বইতেই থাকবেন ক্যাটরিনা ৷ কিন্তু তারপর 14 ফেব্রুয়ারি থেকে দিল্লিতে শুরু হবে আউটডোর শ্যুটিংয়ের কাজ ৷ এই কাজ অবশ্য শেষ হয়ে যাবার কথা ছিল আগেই, কিন্তু করোনার তৃতীয় ঢেউয়ের কারণে সমস্তটাই থমকে যায় ৷ দিল্লিতে মোট 10-12 দিনে ছবির বেশ কিছু গুরুত্বপূর্ণ অংশ শ্যুট করতে চলেছেন এই জুটি ৷ এরই মাঝে অবশ্য বিজ্ঞাপনী ছবির কাজের জন্য 27 জানুয়ারি ফের একবার মলদ্বীপও ঘুরে এসেছেন ক্যাটরিনা ৷ এই ভ্রমণপর্বের বেশকিছু ছবি ইনস্টাগ্রামে শেয়ারও করেছিলেন তিনি ৷

আরও পড়ুন :মালদ্বীপে নতুন বন্ধু বানালেন ক্যাটরিনা, সামনে এল ভিডিয়ো

শুধু যে ক্যাট ব্যস্ত তা নয়, এই মুহূর্তে তুঙ্গে ভিকি কৌশলের ব্যস্ততাও ৷ বর্তমানে সারা আলি খানের সঙ্গে তিনি কাজ করছেন লক্ষণ উটেকরের ছবিতে ৷ আর সেই কারণে আপাতত ইন্দোরেই বাসা বেঁধেছেন তিনি ৷ এরই মাঝে অবশ্য বিয়ের পর প্রথম লহরী একসঙ্গেই কাটিয়েছে ভি-ক্যাট ৷ সেবার ভিকি শ্যুটিংয়ে ব্যস্ত থাকায় নিজে ইন্দোর এসে সারপ্রাইজ দিয়েছিলেন ক্যাটরিনা ৷ এবার কি তেমনই কিছু করবেন ভিকি কৌশল? সেটাই এখন দেখার ৷

হায়দরাবাদ, 2 ফেব্রুয়ারি : বিয়ের পর প্রথম ভ্যালেন্টাইন একসঙ্গে কাটবে না ভিকি-ক্যাটরিনার (No Valentines Day Celebration for Vicky Katrina )৷ কারণ ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ দুজনেই ব্যস্ত থাকবেন নিজ নিজ কাজে ৷ মলদ্বীপে হানিমুন কাটিয়ে ফেরার পর কাজে মন দিয়েছেন ভি-ক্যাট ৷ এবার ভ্য়ালেন্টাইন ডে-তেও এক শহরে থাকছে না এই বলি জুটি ৷

শনিবার থেকেই ভাইজান সলমন খানের 'টাইগার 3'-এর শ্যুটিং শুরু হচ্ছে ৷ এই কারণে আপাতত মুম্বইতেই থাকবেন ক্যাটরিনা ৷ কিন্তু তারপর 14 ফেব্রুয়ারি থেকে দিল্লিতে শুরু হবে আউটডোর শ্যুটিংয়ের কাজ ৷ এই কাজ অবশ্য শেষ হয়ে যাবার কথা ছিল আগেই, কিন্তু করোনার তৃতীয় ঢেউয়ের কারণে সমস্তটাই থমকে যায় ৷ দিল্লিতে মোট 10-12 দিনে ছবির বেশ কিছু গুরুত্বপূর্ণ অংশ শ্যুট করতে চলেছেন এই জুটি ৷ এরই মাঝে অবশ্য বিজ্ঞাপনী ছবির কাজের জন্য 27 জানুয়ারি ফের একবার মলদ্বীপও ঘুরে এসেছেন ক্যাটরিনা ৷ এই ভ্রমণপর্বের বেশকিছু ছবি ইনস্টাগ্রামে শেয়ারও করেছিলেন তিনি ৷

আরও পড়ুন :মালদ্বীপে নতুন বন্ধু বানালেন ক্যাটরিনা, সামনে এল ভিডিয়ো

শুধু যে ক্যাট ব্যস্ত তা নয়, এই মুহূর্তে তুঙ্গে ভিকি কৌশলের ব্যস্ততাও ৷ বর্তমানে সারা আলি খানের সঙ্গে তিনি কাজ করছেন লক্ষণ উটেকরের ছবিতে ৷ আর সেই কারণে আপাতত ইন্দোরেই বাসা বেঁধেছেন তিনি ৷ এরই মাঝে অবশ্য বিয়ের পর প্রথম লহরী একসঙ্গেই কাটিয়েছে ভি-ক্যাট ৷ সেবার ভিকি শ্যুটিংয়ে ব্যস্ত থাকায় নিজে ইন্দোর এসে সারপ্রাইজ দিয়েছিলেন ক্যাটরিনা ৷ এবার কি তেমনই কিছু করবেন ভিকি কৌশল? সেটাই এখন দেখার ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.