মুম্বই : ইন্ডাস্ট্রির অন্যতম পারফেকশনিস্ট তাপসী পান্নু । কোনও একটি চরিত্র হয়ে উঠতে নিজের মন আর শরীর পুরোপুরিভাবে সেই চরিত্রের কাছে সমর্পণ করে দেন অভিনেত্রী । তবে 'রশমী রকেট'-এর জন্য তিনি যেভাবে নিজেকে ভাঙছেন, দিন-রাত জিম বা রান ট্র্যাকে ঘাম ঝরাচ্ছেন তা অকল্পনীয় । আর তাপসী এই পুরোটা করছেন কোনও স্টেরয়েড ছাড়া ।
ছোটো থেকেই স্পোর্টসে অংশগ্রহণ করতেন তাপসী পান্নু । ছ'বছর বয়সে দৌড়ে প্রথম হয়েছিলেন তিনি । তারপর থেকে প্রত্যেক বছর দৌড় প্রতিযোগিতায় নাম দিতেন এবং মেডেল জিততেন । 'রশমী রকেট'-এর জন্য সাইন করার পর তাপসীর সেই পুরোনো স্মৃতিগুলো মনে পড়তে থাকে ।
স্কুলে দৌড় প্রতিযোগিতার সময় যেমন চ্যালেঞ্জ নিয়ে দৌড়তেন তাপসী, রশমী হয়ে ওঠার প্রক্রিয়াটাও তাঁর কাছে একইরকম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় । তাই দৃঢ়প্রতীজ্ঞ হয়ে ফের একবার রান ট্র্যাকে নামেন তিনি । লোহার মতো মজবুত শরীর তৈরি করেন । কাটা-ছেঁড়া তো প্রত্যাকদিনের ব্যাপার হয়ে ওঠে । তবুও থামেন না তাপসী ।
আর পুরোটাই কোনও স্টেরয়েড ছাড়া । শুরু থেকেই তাপসী ও তাঁর ট্রেনারদের একটাই রুল ছিল, কোনও স্টেরয়েড ব্যবহার করা যাবে না । যা করতে হবে প্রাকৃতিকভাবে করতে হবে । সেই লক্ষ্যে স্থির থেকেই এতটা পথ এগিয়েছেন অভিনেত্রী ।
সোশাল মিডিয়ায় একটি ভিডিয়োতে রশমীর জার্নি তুলে ধরেছেন তাপসী । দেখে নিন...
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">