ETV Bharat / sitara

জিজ্ঞাসাবাদের সময় দীপিকার পাশে থাকার আবেদন করেননি রণবীর : NCB

যদিও আজ এ প্রসঙ্গে NCB-র এক আধিকারিক বলেন, "যাঁদের সমন পাঠানো হয়েছে তাঁদের কাছ থেকে এখনও পর্যন্ত এমন কোনও আবেদনপত্র আমরা পাইনি ।"

asd
asd
author img

By

Published : Sep 25, 2020, 11:11 PM IST

মুম্বই : মাদক মামলার তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য আগামীকাল নারকোটিকস কন্ট্রোল বিওরোর (NCB) দপ্তরে হাজিরা দেবেন দীপিকা পাডুকোন । এদিকে শোনা গিয়েছিল, জিজ্ঞাসাবাদের সময় নাকি স্ত্রীর পাশে থাকতে চেয়ে NCB-র কাছে লিখিতভাবে আবেদন করেছিলেন রণবীর সিং । যদিও সেই আবেদন সঠিক নয় বলে আজ সাফ জানিয়ে দেওয়া হয়েছে NCB-র তরফে ।

শোনা গিয়েছিল, NCB-র কাছে এক লিখিত আবেদনপত্রে রণবীর জানিয়েছিলেন, দীপিকা মাঝে মাঝেই অ্যাংজ়াইটিতে ভোগেন । পরিস্থিতি বিশেষ ঘন ঘন প্যানিক অ্যাটাকও হয় তাঁর । সেই জন্যই জিজ্ঞাসাবাদের সময় স্ত্রীর পাশে থাকতে চান তিনি ।

যদিও আজ এ প্রসঙ্গে NCB-র এক আধিকারিক বলেন, "যাঁদের সমন পাঠানো হয়েছে তাঁদের কাছ থেকে এখনও পর্যন্ত এমন কোনও আবেদনপত্র আমরা পাইনি ।"

ম্যানেজার করিশ্মা প্রকাশের সঙ্গে দীপিকার হোয়াটসঅ্যাপ চ্যাট সামনে আসে । সেখানে মাদক সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করতে দেখা গিয়েছিল তাঁদের । এরপরই করিশ্মাকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠায় NCB । আজ হাজিরা দিয়েছিলেন তিনি । আগামীকাল ফের তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে । দীপিকাও আগামীকাল হাজিরা দেবেন বলে NCB সূত্রে জানা গিয়েছে ।

এদিকে NCB-র সমন পেয়ে গতকাল বিশেষ বিমানে গোয়া থেকে মুম্বই ফেরেন দীপিকা । মুম্বইবিমান্দরে রণবীরের সঙ্গে দেখা গিয়েছিল তাঁকে । আগামীকাল দীপিকা ছাড়াও হাজিরা দেবেন সারা আলি খান ও শ্রদ্ধা কাপুর ।

আজ NCB দপ্তরে হাজিরা দিয়েছিলেন রকুল প্রীত সিং । তাঁকে টানা চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা । তাঁর বয়ানও রেকর্ড করা হয়েছে বলে জানা গিয়েছে ।

মুম্বই : মাদক মামলার তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য আগামীকাল নারকোটিকস কন্ট্রোল বিওরোর (NCB) দপ্তরে হাজিরা দেবেন দীপিকা পাডুকোন । এদিকে শোনা গিয়েছিল, জিজ্ঞাসাবাদের সময় নাকি স্ত্রীর পাশে থাকতে চেয়ে NCB-র কাছে লিখিতভাবে আবেদন করেছিলেন রণবীর সিং । যদিও সেই আবেদন সঠিক নয় বলে আজ সাফ জানিয়ে দেওয়া হয়েছে NCB-র তরফে ।

শোনা গিয়েছিল, NCB-র কাছে এক লিখিত আবেদনপত্রে রণবীর জানিয়েছিলেন, দীপিকা মাঝে মাঝেই অ্যাংজ়াইটিতে ভোগেন । পরিস্থিতি বিশেষ ঘন ঘন প্যানিক অ্যাটাকও হয় তাঁর । সেই জন্যই জিজ্ঞাসাবাদের সময় স্ত্রীর পাশে থাকতে চান তিনি ।

যদিও আজ এ প্রসঙ্গে NCB-র এক আধিকারিক বলেন, "যাঁদের সমন পাঠানো হয়েছে তাঁদের কাছ থেকে এখনও পর্যন্ত এমন কোনও আবেদনপত্র আমরা পাইনি ।"

ম্যানেজার করিশ্মা প্রকাশের সঙ্গে দীপিকার হোয়াটসঅ্যাপ চ্যাট সামনে আসে । সেখানে মাদক সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করতে দেখা গিয়েছিল তাঁদের । এরপরই করিশ্মাকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠায় NCB । আজ হাজিরা দিয়েছিলেন তিনি । আগামীকাল ফের তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে । দীপিকাও আগামীকাল হাজিরা দেবেন বলে NCB সূত্রে জানা গিয়েছে ।

এদিকে NCB-র সমন পেয়ে গতকাল বিশেষ বিমানে গোয়া থেকে মুম্বই ফেরেন দীপিকা । মুম্বইবিমান্দরে রণবীরের সঙ্গে দেখা গিয়েছিল তাঁকে । আগামীকাল দীপিকা ছাড়াও হাজিরা দেবেন সারা আলি খান ও শ্রদ্ধা কাপুর ।

আজ NCB দপ্তরে হাজিরা দিয়েছিলেন রকুল প্রীত সিং । তাঁকে টানা চার ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা । তাঁর বয়ানও রেকর্ড করা হয়েছে বলে জানা গিয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.