ETV Bharat / sitara

Aryan Khan Bail Hearing : আজও কাটাতে হবে জেলেই , বৃহস্পতিবার ফের শাহরুখ-পুত্রের জামিনের শুনানি - Bail Plea

মুম্বইয়ের বিশেষ আদালতে বুধবার জামিন মিলল না শাহরুখ-পুত্র আরিয়ানের ৷ দীর্ঘ সওয়াল-জবাবের পর এদিনের মত মুলতুবি হয়ে যায় আদালত ৷ আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার ফের শাহরুখ-পুত্রের জামিনের শুনানি ৷

Aryan Khan
Aryan জামিন মিলল না আজ , আগামিকাল ফের শাহরুখ-পুত্রের জামিনের শুনানি Khan
author img

By

Published : Oct 13, 2021, 6:08 PM IST

Updated : Oct 13, 2021, 7:16 PM IST

মুম্বই, 13 অক্টোবর : মুম্বইয়ের বিশেষ আদালতে বুধবার জামিন মিলল না শাহরুখ-পুত্র আরিয়ানের ৷ দীর্ঘ সওয়াল-জবাবের পর এদিনের মত মুলতুবি হয়ে যায় আদালত ৷ বৃহস্পতিবার বেলা 12টায় ফের শাহরুখ-পুত্রের জামিনের শুনানি ৷ অর্থাৎ, অন্ততপক্ষে আরও এক রাত আরিয়ান খানকে কাটাতে হবে আর্থার রোড সংশোধনাগারে ৷ গত সোমবার শাহরুখ-পুত্রের জামিনের জন্য বিশেষ এনডিপিএস আদালতে আবেদন জানিয়েছিলেন তাঁর আইনজীবী সতীশ মানেশিণ্ডে ৷ মামলার শুনানি সেদিনই যাতে হয়, সেই চেষ্টাই করেছিলেন তিনি ৷ তবে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো তাদের বিবৃতি দিতে না-পারায় বুধবার পর্যন্ত পিছিয়ে দেওয়া হয় জামিনের শুনানি ৷

এদিন বেলা 3টের কিছু সময় আগে মুম্বইয়ের বিশেষ আদালতে শুরু হয় আরিয়ানের জামিনের শুনানি ৷ আরিয়ানের জামিন আবেদনের বিপক্ষে আদালতের সামনে এদিন তাদের বিবৃতি পেশ করে এনসিবি ৷ তারা জানায়, অভিযুক্ত সকলের মধ্যেই মাদক-কাণ্ডে গভীর যোগসূত্র রয়েছে ৷ প্রমোদতরীর রেভ পার্টিতে আরিয়ানের কাছ থেকে মাদক উদ্ধার না হলেও তাঁর সহ-অভিযুক্তদের থেকে মাদক উদ্ধার হয়েছে বলে জানায় এনসিবি ৷

আরও পড়ুন : আরিয়ান কাণ্ডে বাইজু'সের বিজ্ঞাপন আপাতত শাহরুখবিহীন, গর্জে উঠলেন সেলেবরা

এনসিবির পক্ষে অ্যাডিশনাল সলিসটর জেনারেল অনিল সিং এও দাবি করেন, মাদক-কাণ্ডে আরিয়ানের যথেষ্ট ভূমিকা রয়েছে ৷ আগামিকাল শুনানির শুরুতে ফের তাঁর বক্তব্য পেশ করবেন এএসজি অনিল সিং ৷ এদিকে শুনানি চলাকালীনই শাহরুখের বাংলো 'মন্নতে' হাজির হয়েছিলেন সলমন খান ৷

মুম্বই, 13 অক্টোবর : মুম্বইয়ের বিশেষ আদালতে বুধবার জামিন মিলল না শাহরুখ-পুত্র আরিয়ানের ৷ দীর্ঘ সওয়াল-জবাবের পর এদিনের মত মুলতুবি হয়ে যায় আদালত ৷ বৃহস্পতিবার বেলা 12টায় ফের শাহরুখ-পুত্রের জামিনের শুনানি ৷ অর্থাৎ, অন্ততপক্ষে আরও এক রাত আরিয়ান খানকে কাটাতে হবে আর্থার রোড সংশোধনাগারে ৷ গত সোমবার শাহরুখ-পুত্রের জামিনের জন্য বিশেষ এনডিপিএস আদালতে আবেদন জানিয়েছিলেন তাঁর আইনজীবী সতীশ মানেশিণ্ডে ৷ মামলার শুনানি সেদিনই যাতে হয়, সেই চেষ্টাই করেছিলেন তিনি ৷ তবে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো তাদের বিবৃতি দিতে না-পারায় বুধবার পর্যন্ত পিছিয়ে দেওয়া হয় জামিনের শুনানি ৷

এদিন বেলা 3টের কিছু সময় আগে মুম্বইয়ের বিশেষ আদালতে শুরু হয় আরিয়ানের জামিনের শুনানি ৷ আরিয়ানের জামিন আবেদনের বিপক্ষে আদালতের সামনে এদিন তাদের বিবৃতি পেশ করে এনসিবি ৷ তারা জানায়, অভিযুক্ত সকলের মধ্যেই মাদক-কাণ্ডে গভীর যোগসূত্র রয়েছে ৷ প্রমোদতরীর রেভ পার্টিতে আরিয়ানের কাছ থেকে মাদক উদ্ধার না হলেও তাঁর সহ-অভিযুক্তদের থেকে মাদক উদ্ধার হয়েছে বলে জানায় এনসিবি ৷

আরও পড়ুন : আরিয়ান কাণ্ডে বাইজু'সের বিজ্ঞাপন আপাতত শাহরুখবিহীন, গর্জে উঠলেন সেলেবরা

এনসিবির পক্ষে অ্যাডিশনাল সলিসটর জেনারেল অনিল সিং এও দাবি করেন, মাদক-কাণ্ডে আরিয়ানের যথেষ্ট ভূমিকা রয়েছে ৷ আগামিকাল শুনানির শুরুতে ফের তাঁর বক্তব্য পেশ করবেন এএসজি অনিল সিং ৷ এদিকে শুনানি চলাকালীনই শাহরুখের বাংলো 'মন্নতে' হাজির হয়েছিলেন সলমন খান ৷

Last Updated : Oct 13, 2021, 7:16 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.