ETV Bharat / sitara

'সিম্বা'-র গানে জমিয়ে নাচলেন নিক-প্রিয়াঙ্কা - নিক প্রিয়াঙ্কার খবর

'সিম্বা'-র এক অতি জনপ্রিয় গান 'আঁখ মারে' । সেই গানে জমিয়ে নাচলেন নিক জোনাস আর প্রিয়াঙ্কা চোপড়া ।

Nick and Priyanka dances in Simbaa song
Nick and Priyanka dances in Simbaa song
author img

By

Published : Feb 15, 2020, 3:11 PM IST

মুম্বই : 'সিম্বা' যখন মুক্তি পায়, তখন সবথেকে বেশি আলোচনা হয়েছিল সেই ছবির একটি গান নিয়ে । গানটির নাম 'আঁখ মারে' । বাচ্চা থেকে বুড়ো সবাই ভেসে গেছিল সেই গানের তালে । এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও গানটির জনপ্রিয়তা হারায়নি । 'আঁখ মারে'-র সুরে পা মেলালেন নিক-প্রিয়াঙ্কা ।

নাচের সেই ভিডিয়োটি শেয়ার করে নিক লিখেছেন, "শোয়ের আগে ডান্স পার্টি, আমার ফরএভার ভ্যালেন্টাইনের সঙ্গে ।"

প্রিয়াঙ্কার থেকে নিককেই বেশি সময় ধরে দেখা গেছে ভিডিয়োটিতে । গানের আমেজের সঙ্গে জমিয়ে নাচলেন তিনি । সঙ্গে যোগ্য সঙ্গত করলেন প্রিয়াঙ্কা । গানের সঙ্গে একটু গলাও মেলালেন অভিনেত্রী ।

তবে এই প্রথমবার নয়, এর আগেই বলিউডি গানে নাচ করেছেন নিক । প্রিয়াঙ্কার ট্রেনিং যে ভালোই চলছে বলাবাহুল্য । খুব অল্প দিনের মধ্যেই ভারতীয় শিল্প সংস্কৃতিকে ভালোবেসে আপন করে নিয়েছেন নিক ।

'আঁখ মারে' গানটির অরিজিনালি মুক্তি পেয়েছিল 1996 সালে 'তেরে মেরে স্বপ্নে' ছবিতে । তারপর সেটি 2018 সালে 'সিম্বা' ছবির জন্য রিমেক করা হয় । গানটির এতটা জনপ্রিয় হয়েছিল যে, একটি টিয়াপাখিকেও সেই গানের সঙ্গে শিস দিতে দেখা গেছিল ।

রোহিত শেট্টি পরিচালিত 'সিম্বা' ছবি হিসেবেও খুব জনপ্রিয় হয় ও বক্স অফিসে দারুণ ব্যবসা করে ।

মুম্বই : 'সিম্বা' যখন মুক্তি পায়, তখন সবথেকে বেশি আলোচনা হয়েছিল সেই ছবির একটি গান নিয়ে । গানটির নাম 'আঁখ মারে' । বাচ্চা থেকে বুড়ো সবাই ভেসে গেছিল সেই গানের তালে । এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও গানটির জনপ্রিয়তা হারায়নি । 'আঁখ মারে'-র সুরে পা মেলালেন নিক-প্রিয়াঙ্কা ।

নাচের সেই ভিডিয়োটি শেয়ার করে নিক লিখেছেন, "শোয়ের আগে ডান্স পার্টি, আমার ফরএভার ভ্যালেন্টাইনের সঙ্গে ।"

প্রিয়াঙ্কার থেকে নিককেই বেশি সময় ধরে দেখা গেছে ভিডিয়োটিতে । গানের আমেজের সঙ্গে জমিয়ে নাচলেন তিনি । সঙ্গে যোগ্য সঙ্গত করলেন প্রিয়াঙ্কা । গানের সঙ্গে একটু গলাও মেলালেন অভিনেত্রী ।

তবে এই প্রথমবার নয়, এর আগেই বলিউডি গানে নাচ করেছেন নিক । প্রিয়াঙ্কার ট্রেনিং যে ভালোই চলছে বলাবাহুল্য । খুব অল্প দিনের মধ্যেই ভারতীয় শিল্প সংস্কৃতিকে ভালোবেসে আপন করে নিয়েছেন নিক ।

'আঁখ মারে' গানটির অরিজিনালি মুক্তি পেয়েছিল 1996 সালে 'তেরে মেরে স্বপ্নে' ছবিতে । তারপর সেটি 2018 সালে 'সিম্বা' ছবির জন্য রিমেক করা হয় । গানটির এতটা জনপ্রিয় হয়েছিল যে, একটি টিয়াপাখিকেও সেই গানের সঙ্গে শিস দিতে দেখা গেছিল ।

রোহিত শেট্টি পরিচালিত 'সিম্বা' ছবি হিসেবেও খুব জনপ্রিয় হয় ও বক্স অফিসে দারুণ ব্যবসা করে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.